ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে সিঙ্গার
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন প্ল্যানিং বিভাগ ‘ইঞ্জিনিয়ার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পদ ও বিভাগের নাম : ইঞ্জিনিয়ার, প্রোডাকশন প্ল্যানিং আবেদনের বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : নারায়ণগঞ্জ (আড়াইহাজার) বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : ২ থেকে ৬ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২৮ মে, ২০২৪   শিক্ষাগত যোগ্যতা : বিএসসি (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন/ইইই/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি। অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, বছরে ২টি বোনাস, চিকিৎসা ভাতা, বিমা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় বেতন প্যাকেজ, মোবাইল বিল, সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ৫বি, রোড # ১২৬, গুলশান- ১, ঢাকা- ১২১২
১৬ ঘণ্টা আগে

জনবল সংকটে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। হাসপাতালে সরকারি ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি অকেজো অবস্থায় পড়ে আছে। অপর অ্যাম্বুলেন্সটি প্রায় সময়ই রোগী নিয়ে বরিশাল টু বাকেরগঞ্জ আসা যাওয়ার মধ্যে থাকলে জরুরি প্রয়োজনের সময় সংকট দেখা দেয় বলে অভিযোগ রোগীদের। গত ৩১ মার্চ রাতে উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের বাবুল হাওলাদার নামে এক ব্যক্তি পারিবারিক কলহের কারণে বিষ পান করেন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে জনবল না থাকায় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষ পান করা রোগীকে ওয়াশ না করিয়ে বরিশাল পাঠানোর বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাওন খান বলেন, আমাদের জনবল না থাকাতে ওয়াশ করা সম্ভব হয়নি। এ ছাড়াও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক বছর অ্যানেস্থেসিয়া কনসালট্যান্ট পদটি খালি রয়েছে। অপারেশন সেবা চালু হলেও আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার ও দারোয়ানসহ পরিচ্ছন্নতাকর্মীর পদশূন্য থাকায় সেবা নিতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাত্র দুজন পরিচ্ছন্নতাকর্মীকে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করানো হচ্ছে, যা দিয়ে পুরো হাসপাতালটি পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সূত্র আরও জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য। তবে বাস্তবে ৫০ শয্যার কোনো কার্যক্রম শুরু না হওয়ায় ৩০ শয্যায় চলছে চিকিৎসাসেবা। ইউনুছ হালদার নামে এক রোগী অভিযোগ করে বলেন, বেশির ভাগ সময় হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না। দিনের বেলায় চিকিৎসক থাকলেও রাতের বেলায় তেমন একটা পাওয়া যায় না। এদিকে নোংরা পরিবেশের কারণে হাসপাতাল ভবনের দেয়াল ও ছাদেও নানা জাতের আগাছা গজিয়েছে। এতে দেয়াল ফেটে যাওয়ার উপক্রম। দেয়াল বেয়ে পানি পড়ে। হাসপাতালের চিকিৎসক, নার্সসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারগুলোও পরিত্যক্ত অবস্থায়, যা বসবাসের অনুপযোগী। স্থানীয় বাসিন্দা হাসান মোল্লা জানান, হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ খুবই খারাপ। টয়লেটগুলোর অবস্থা আরও ভয়াবহ। দীর্ঘদিন পরিষ্কার না করায় এগুলোর অবস্থা এতই খারাপ যে টয়লেট ব্যবহার করলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়বে। এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রশাধ অধিকারীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
০৭ মে, ২০২৪

জনবল নিয়োগ দেবে বিকেএসপি, আবেদন করুন দ্রুত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর। প্রতিষ্ঠানটি পৃথক চার পদে মোট ০৭ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ২৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পদ ও জনবল : ০৪টি ও ০৭ জন চাকরির ধরন : স্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : বিকেএসপি ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২৩ মে, ২০২৪  ১. উপপরিচালক (ক্রীড়াবিজ্ঞান), ঢাকা বিকেএসপি  পদসংখ্যা : ০১টি বয়স : অনূর্ধ্ব ৫০ বেতন স্কেল : ৪৩০০০-৬৯৮৫০/- (৫ম গ্রেড) প্রয়োজনীয় যোগ্যতা : (১) ক্রীড়াবিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/ বায়োমেকানিক্স/স্পোর্টস মেডিসিন) বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীসহ সংশ্লিষ্ট ক্রীড়াবিজ্ঞান বিষয়ে ২য় শ্রেণির ডিপ্লোমা; অথবা (২) ক্রীড়াবিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/বায়োমেকানিক্স/স্পোর্টস মেডিসিন) বিষয়ে ১ম শ্রেণির মাস্টার্স/২য় শ্রেণির সম্মান, ২য় শ্রেণির মাস্টার্সসহ ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। ২. সহকারী প্রোগ্রামার, ঢাকা বিকেএসপি  বয়স : অনূর্ধ্ব-৩০ পদ : ১টি বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড) প্রয়োজনীয় যোগ্যতা : (ক) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ৩. লাইব্রেরি সহকারী, ঢাকা বিকেএসপি  পদসংখ্যা : ০১টি বয়স : অনূর্ধ্ব-৩০ বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড) প্রয়োজনীয় যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা । (গ) কম্পিউটার চালনায় অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হইবে । ৪. অফিস সহায়ক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর (রাজস্ব, স্থায়ী) পদসংখ্যা : ০১টি বয়স : অনূর্ধ্ব-৩০ বেতন স্কেল : ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড) প্রয়োজনীয় যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনপত্র সংগ্রহ : বিকেএসপির এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনের ঠিকানা : মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা। আবেদন ফি : ১-২নং পদের জন্য ৬০০ টাকা, ৩নং পদের জন্য ২০০ টাকা, ৪নং পদের জন্য ১০০ টাকা উত্তরা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে ব্যাংক ড্রাফট করতে হবে।
০৬ মে, ২০২৪

আহ্ছানিয়া মিশনে জনবল নিয়োগ, লাগবে কম্পিউটার দক্ষতা
ঢাকা আহ্ছানিয়া মিশনের অঙ্গপ্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ (এএমএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কম্পিউটার অপারেটর’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৬ মে পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ (এএমএমসি) পদের নাম : কম্পিউটার অপারেটর পদসংখ্যা : নির্ধারিত নয় বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : প্রয়োজন নেই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২৬ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ হতে হবে (টাইপ গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ৩০, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পওয়ার পয়েন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য সুযোগ : জাতীয় বেতন স্কেল ও কলেজ কর্তৃপক্ষের বিদ্যমান নীতিমালার ভিত্তিতে সুযোগ-সুবিধা পাবেন। বি.দ্র. কর্তৃপক্ষ কলেজের স্বার্থে বিজ্ঞপ্তির যে কোনো শর্ত শিথিল বা বাতিল করতে পারবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : প্লট#৩, বেড়িবাঁধ সংলগ্ন, সেক্টর # ১০, উত্তরা, ঢাকা- ১২৩০ (ইজতেমা মাঠের পশ্চিম পাশে, কামারপাড়া সংলগ্ন)
০৩ মে, ২০২৪

অ্যাপেক্সে জনবল নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে নানা সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় চামড়ার জুতা প্রস্তুতকারক অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এরিয়া ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৯ মে পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড পদ ও বিভাগের নাম : এরিয়া ম্যানেজার, রিটেল বিজনেস  আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : ০২টি কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ৪ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস কর্মসংস্থানের অবস্থা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২৯ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান ডিগ্রি অন্যান্য সুবিধা : নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরে খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : বাড়ি # ০৬, রোড # ১৩৭, ব্লক # এসই(ডি), গুলশান ০১, ঢাকা- ১২১২
৩০ এপ্রিল, ২০২৪

প্রোগ্রামার পদে জনবল নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম প্রাইভেট ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড । প্রতিষ্ঠানটি তাদের ‘সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ন্যাশনাল ব্যাংক লিমিটেড পদ ও বিভাগের নাম : সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার (এফইও/ইও/এসইও/পিও) আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মঘণ্টা : ফুল টাইম আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর এম.এসসি/বিএসসি থাকতে হবে। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। শিক্ষা ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণ যোগ্য নয়। দক্ষতা ও অভিজ্ঞতা : সিএসএস, ডেটাবেস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অন্যান্য সুবিধা : বেতন এবং পদবী আলোচনা সাপেক্ষ এবং নির্বাচিত প্রার্থীদের অভিজ্ঞতা এবং অবস্থার উপর নির্ভর করে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ১১৬/১, কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা-১০০০
২৯ এপ্রিল, ২০২৪

জনবল নিয়োগ দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক
আদালতের নির্দেশনার এক বছরের বেশি সময় পার হলেও কার্যক্রম শুরু হয়নি অর্থ পাচার প্রতিরোধে গঠিত গবেষণা সেলের। অর্থ পাচার বন্ধের উপায়, কার্যকর প্রতিরোধ ব্যবস্থা এবং পাচার হওয়া অর্থ ফেরাতে গবেষণা সেল গঠন করা হলেও বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত জনবল নিয়োগ দেয়নি। ফলে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অধীনে গঠিত এই সেলটির কার্যক্রমও শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনার পর গত বছরের ৫ ডিসেম্বর এ বিষয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার বিশেষ নির্দেশনা দিয়ে সেলটির কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছেন। তখন বিএফআইইউর পক্ষ থেকে গবেষণা সেলটি পরিচালনার জন্য ১১ জনের একটি অর্গানোগ্রাম তৈরি করা হয়েছিল। এই জনবল নিয়োগ দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের। কিন্তু এখনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। একজন অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে গবেষণা সেলটি পরিচালিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাউকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়নি বলেও জানা গেছে। আইন অনুযায়ী, বিএফআইইউ স্বাধীন প্রতিষ্ঠান হলেও জনবল, অবকাঠামো, অর্থসহ সামগ্রিক লজিস্টিক সহায়তা বাংলাদেশ ব্যাংক দেয়। বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস কালবেলাকে বলেন, বিএফআইইউর অধিকাংশ কাজই গবেষণাধর্মী। গবেষণা সেলটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে। লোকবল নিয়োগের বিষয়ে তিনি বলেন, আমরা ১১ জন নিয়োগের একটি চাহিদাপত্র দিয়েছিলাম। বাংলাদেশ ব্যাংকের সব বিভাগেই লোকবলের কিছু ঘাটতি আছে। সেজন্য এখনো সেটা দিতে পারেনি। তবে শিগগির নিয়োগের আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন। তাই পাচার রোধেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ উদ্দেশ্য মাথায় রেখেই গবেষণা সেলটি গঠন করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের অভিজ্ঞতা কেমন, তাও পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য একটি বড় বাধা। বিদেশে অর্থ পাচার দিন দিন বাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে। এটি প্রতিরোধ করতে না পারলে দেশের উন্নয়ন ভেস্তে যাবে। জাতীয় আয়ের একটি বড় অংশ পাচারের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। দেশের একশ্রেণির সরকারি আমলা, রাজনীতিক, ব্যবসায়ীসহ উচ্চাভিলাষী ব্যক্তিরাই অর্থ পাচার করছেন। তারা অবৈধ অর্থ, ব্যাংকের টাকা, জনগণের আমানত, দেশের সম্পদ ইত্যাদি আত্মসাৎ ও লুট করে নিজের হীনস্বার্থ চরিতার্থ করতে বিদেশে নিয়ে যাচ্ছে। সরকারকে এ বিষয়ে অবশ্যই আন্তরিক হতে হবে। বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর কালবেলাকে বলেন, অর্থ পাচার প্রতিরোধে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জনবলের কারণে সেলটির কার্যক্রম শুরু না করার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, এ বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। ভালো একটি উদ্যোগ নেওয়া হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কার্যক্রম এগোচ্ছে না। কারণ অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি আমলা, রাজনীতিক, ব্যবসায়ীসহ উচ্চাভিলাষী ব্যক্তিরাই রয়েছেন। সরকারের সদিচ্ছার অভাবেই এসব অর্থ পাচার প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, সরকার যদি আন্তরিকভাবে এ গবেষণা সেল গঠন করত, তাহলে অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ হতো এবং এর মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধ অনেকাংশে ঠেকানো যেত। সেলের কার্যপরিধিতে বলা হয়েছিল, বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার প্রতিরোধের বিদ্যমান ব্যবস্থা পর্যালোচনা করা ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, অর্থ পাচার বন্ধে উপায় বের করতে গবেষণা করা, পাচার হওয়া অর্থ উদ্ধারে বিভিন্ন দেশের নেওয়া উদ্যোগ বিশ্লেষণ করা। এর মধ্যে বাংলাদেশের জন্য গ্রহণীয় পদক্ষেপের প্রস্তাব তৈরি, বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সফলতা পাওয়া ঘটনাগুলোর পর্যালোচনা, পাচার হওয়া অর্থের তথ্য সন্ধানে যেসব দেশের সঙ্গে চুক্তি করতে প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, অর্থ পাচার প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ ফেরাতে বিদ্যমান আইনে সংশোধনের কোনো প্রয়োজনীয়তা আছে কি না, তা পর্যালোচনা করা ইত্যাদি। গত বছরের ৩১ আগস্ট অর্থ পাচারকারীদের চিহ্নিত করতে এবং পাচারের অর্থ ফেরত আনতে একটি গবেষণা সেল গঠনে বিএফআইইউকে নির্দেশ দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ এ আদেশের সময় তিন মাস বাড়িয়ে দেন। এরপর ডিসেম্বরে সেলটি গঠন করা হয়। গত বছরের ১০ আগস্ট বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছিলেন, সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে বাংলাদেশ নির্দিষ্ট কারও তথ্য চায়নি। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএফআইইউ প্রধানকে আদালতে ডাকা হয়েছিল। সেই সময় উচ্চ আদালতের নির্দেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি করার কথা আদালতে হলফনামা আকারে জমা দিয়েছে বিএফআইইউ। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, হংকং-চীন। মূলত এসব দেশেই সবচেয়ে বেশি অর্থ পাচার হয়—বিএফআইইউর পক্ষ থেকে এমন তথ্য জানানো হলেও বাংলাদেশ থেকে প্রতি বছর কী পরিমাণ অর্থ পাচার হচ্ছে, তার আনুষ্ঠানিক তথ্য সংস্থাটি প্রকাশ করে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংস্থা থেকে পাওয়া তথ্যই দেশের সংবাদমাধ্যমে প্রচার হয়ে আসছে। সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের কী পরিমাণ অর্থ রয়েছে, তার হিসাব সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ইন্টারন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদন থেকে পাওয়া যায়। সর্বশেষ ২০২২ সালে যে হিসাব দেওয়া হয়েছে, সেখানে অস্বাভাবিক হারে বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ কমে গেছে। শুধু বাংলাদেশ নয়, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেরও জমার পরিমাণ কমেছে। যদিও এর আগে প্রতি বছরই বাংলাদেশিদের পাচারকৃত অর্থের পরিমাণ বেড়েছিল। সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। গত বছর অর্থাৎ ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ সুইস ফ্রাঁতে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় ৮২ কোটি সুইস ফ্রাঁ বা ৯৪ শতাংশ কমে গেছে। বাংলাদেশে সুইস ফ্রাঁর খুব বেশি লেনদেন হয় না। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশি মুদ্রায় প্রতি সুইস ফ্রাঁর বিনিময় মূল্য প্রায় ১২১ টাকা। সেই হিসাবে ৫ কোটি ৫৩ লাখ সুইস ফ্রাঁতে দাঁড়ায় প্রায় ৬৬৯ কোটি টাকা। যদিও ২০২০ সালে জমার পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ সুইস ফ্রাঁ বা ৫ হাজার ৩৪৮ কোটি টাকা। সেই হিসাবে ২০২১ সালে বেড়েছিল ২ হাজার ৯২৮ কোটি টাকা বা ৫৫ শতাংশ। হঠাৎ সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার জন্য দেশের চলমান ডলার সংকটকে বড় কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলেছেন, দেশে ডলার সংকট দেখা দেওয়ায় দেশটিতে অর্থ জমার বা বিনিয়োগের সক্ষমতা হারিয়েছে অনেক প্রতিষ্ঠান। আবার অনেক প্রতিষ্ঠান সেখান থেকে অর্থ তুলে নিয়েছে। এদিকে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, ইসলামী ধারার ৩ ব্যাংকের মাধ্যমে ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় ১০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এর আগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ হাজার ৮০০ কোটি টাকা লোপাট, ফারইস্ট ইসলামিক ইন্স্যুরেন্স, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ইত্যাদি প্রতিষ্ঠান হতে ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ২০১১ সালে হলমার্ক নামক কোম্পানির মালিক সোনালি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে সাড়ে ৩ হাজার কোটি টাকা উঠিয়ে নেয়। গত এক দশকে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স, ক্রিসেন্ট ও থার্মেক্স গ্রুপ ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ফার্মার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে লোপাট হয়েছে সাড়ে ১২০০ কোটি টাকা। বেসিক ব্যাংক থেকে লুট করা হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা। এসব লোপাট করা অর্থের সামান্যও ফেরত পাওয়া যায়নি। গবেষণা সংস্থা সিপিডির এক গবেষণার ফলাফলে জানা যায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে তছরুপকৃত টাকার বেশিরভাগই বিদেশে পাচার হয়েছে।
২৯ এপ্রিল, ২০২৪

১০২ পদে কর কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-২০, ঢাকা)। প্রতিষ্ঠানটি তাদের ৬টি শূন্যপদে ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ১০২ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৪ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-২০, ঢাকা) পদ ও জনবল : ৬টি ও ১০২ জন প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ১৪ মে, ২০২৪ ১. পদের নাম : কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ০১টি বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ২. পদের নাম : প্রধান সহকারী পদসংখ্যা : ১৭টি বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ৩. পদের নাম : উচ্চমান সহকারী পদসংখ্যা : ২০টি বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ৪. পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ২০টি বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ৫. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ২১টি বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬. পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ২৩টি বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : ১ থেকে ৫নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬নং পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
২৭ এপ্রিল, ২০২৪

যমুনা ইলেকট্রনিক্সে ক্যারিয়ার গড়ার সুযোগ, পদ সংখ্যা ৫০
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৬ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড পদ ও বিভাগের নাম : সেলস অফিসার, প্লাজা (ইলেকট্রনিক্স প্রডাক্টস) আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : ৫০টি বয়স : কমপক্ষে ২৩ বছর কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : ১ থেকে ২ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস কর্মঘণ্টা ‍: ফুলটাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ১৬ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান অন্যান্য সুবিধা : যোগ্য প্রার্থীর জন্য প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ, অনুকূল কাজের পরিবেশ এবং ভালো পারফরমারদের জন্য মসৃণ কর্মজীবন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন।
২৭ এপ্রিল, ২০২৪

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা
সম্প্রতি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি শিক্ষক নিয়োগের আবেদনে পদ পছন্দের ক্ষেত্রে স্পষ্টিকরণে নির্দেশনা দিয়েছে। এনটিআরসির এক বিজ্ঞপ্তিতে স্পষ্টিকরণে নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে, সেসব পদে আবেদনের সময় একাধিক পদেই পছন্দ দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে, সেসব পদে আবেদনের সময় একাধিক পদেই পছন্দ দিতে হবে। যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদে পছন্দ দেন, তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদের আবেদন বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো ওই প্রার্থীর জন্য বিবেচনা করা হবে না। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানে আরবির লেকচারার নামক পদে ২টি পদ শূন্য থাকে, তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে ২টি পদেই পছন্দ দিতে হবে। আগ্রহী প্রার্থীরা (http://ngi.teletalk.com.bd) অথবা (http://www.ntrca.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর আগে গত ১৭ এপ্রিল থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়, যা চলবে আগামী ৯ মে পর্যন্ত। এতে ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। যেভাবে আবেদন করবেন : অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://ngi.teletalk.com.bd/ntrca/app/ এবং এনটিআরসিএর ওয়েবসাইটে https://ntrca.gov.bd/ দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://ngi.teletalk.com.bd/ntrca/app/ পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করলে চূড়ান্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়সসীমা : আবেদনকারী প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৪-এ ৩৫ বছর বা তার কম হতে হবে। পছন্দক্রম ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দবহির্ভূত দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে e-Application ফরমে প্রদর্শিত Other Option নামের বক্সে Yes Click করতে হবে। যদি ইচ্ছুক না হন, তবে No Click করতে হবে। প্রতিষ্ঠান choice প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে এনটিআরসিএ। যেসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্যসংখ্যক শিক্ষার্থী নেই, সেসব প্রতিষ্ঠানের এমপিও পরবর্তী সময়/ ভবিষ্যতে বাতিল হতে পারে বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যেসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে কাম্যসংখ্যক শিক্ষার্থী নেই, সেসব পদে পরবর্তী সময়/ ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। আবেদনের ফি : সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তবে একবার সুপারিশপ্রাপ্ত হওয়ার পর দেশের কোনো স্কুলে কর্মরতদের (এমপিওভুক্ত/ইনডেক্সধারী) সমপদে আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদধারী (এমপিওভুক্ত/ইনডেক্সধারী) প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিওভুক্ত না হন, তবে তাঁর শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত কলেজ পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিওভুক্ত না হন, তবে তাঁর নিবন্ধন সনদে উল্লিখিত স্কুল পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে আবেদন করা প্রতিষ্ঠানে নির্বাচিত হলে আগের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য হবে।
২৭ এপ্রিল, ২০২৪
X