বিবিতে হ্যাকার সিদ্ধ, পুঁজিবাজারে জুয়াড়ি
সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে কী ফল পেলে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই? সাংবাদিক রোখার বুদ্ধিটির আয়োজক এ তিন সংস্থার ভেতরের সব নয়ছয় কি শেষতক আড়াল থাকল? ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে নতুন করে বিশাল অঙ্কের টাকা হ্যাকিংয়ের খবর। বাংলাদেশ ব্যাংক এ সংবাদের প্রতিবাদ করেছে বিবৃতির মাধ্যমে। বলছে, খবরটি ভুয়া। নিউইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনে নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নীতি চালু রয়েছে উল্লেখ করার মাঝেই বাংলাদেশ ব্যাংকে ছুটে যান ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। পিটার হাসের সেখানে ছুটে যাওয়া, গভর্নরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের খবরও চাপা থাকেনি। ঘটনার পরম্পরায় অনেকটা ২০১৬ সালের পুনরাবৃত্তি। সেই খবরও লুকিয়ে রাখা যায়নি। তাও এসেছিল বাইরের দেশ ফিলিপাইনের মিডিয়া থেকে। তখনো জোর প্রতিবাদ করে বলা হয়েছিল, এটি আস্ত ভুয়া-ফেক খবর। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এসব বলার কয়েক দিন পর স্বীকার করা হয়। তখনকার গভর্নর ড. আতিয়ার রহমান পদত্যাগও করেন। এবার এমন এক সময়ে এ খবর এসেছে যখন বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। ডলারের দাম বাড়ানোয় নতুন করে অস্থিরতা তো আছেই। সেইসঙ্গে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে হাহাকার। অবস্থা সত্যিই এমন হাহাকারময় হয়ে থাকলে গোটা দুনিয়া এখন বাংলাদেশকে পেতে চায় কেন? অভাবী-দুর্দশাগ্রস্ত গেরস্তের উঠানে তো বিড়াল-কুকুরও ঘোরে না। বাংলাদেশের অবস্থা ভিন্ন। প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত থেকে আটলান্টিকের ওপারের মার্কিন যুক্তরাষ্ট্র। শত্রুরাষ্ট্র পাকিস্তানও আমাদের আয়-উন্নতিতে আফসোস করে। প্রশংসাও করে। রাত পোহালেই এখানে আয় বাড়ে। অজান্তেই বড়লোক হয়ে যায়। পাকিস্তানের এতে গা জ্বলবেই। স্মার্ট থেকে এখন ওভার স্মার্ট অতিক্রম দেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফও বন্ধুত্ব পাতছে। দ্বিতীয় ঋণের কিস্তি দ্বিগুণ করেছে। রিজার্ভ রাখার মাত্রা কমিয়ে দিয়েছে। আর কী-কত দেবে? প্রতিদানে আমরাও আইএমএফের কথা রাখছি। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি বাস্তবায়ন করেছি। ডলারের দাম বাড়িয়েছি। ঋণের সুদহার বাজারভিত্তিক করে দিয়েছি। এখন ব্যাংকগুলো যে কোনো হারে শিল্প-ব্যবসার ওপরে সুদ চার্জ করতে পারবে। দেওয়া-নেওয়ার এ সওদাগরিতে পুঁজিবাদ জিন্দাবাদ, ব্যবসায়ী লাভবান, যায়-যাক গরিবের যায় প্রাণ। এ দৃষ্টে সরকারের আহ্বান—‘সবাই মিলে সঞ্চয় করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’ আর কী চাই? এরপরও ব্যাংকগুলো কেন ল্যাটকা কান্দাকাটি করে? কেন সেখানে নাই-নাই হাহাকার? দেশের অবস্থা কি এত খারাপ। কারও অজানা নয় যে, আমানত প্রবাহ কমলে ব্যাংকের চালিকাশক্তি কমে যায়। ব্যাংকের সবচেয়ে স্থিতিশীল আমানত হলো সঞ্চয়ী আমানত। আর সবচেয়ে অবহেলিত সঞ্চয়ী আমানত এবং তাদের মালিকরা। ব্যাংকগুলো সঞ্চয়ী আমানত দিয়ে সবচেয়ে বেশি ব্যবসা করলেও সবচেয়ে কম মুনাফা দেয় সঞ্চয়ী হিসাবে। এমনিতেই সঞ্চয়ী হিসাবে সাধারণত মুনাফার হার ৩-৪-এর বেশি নয়। তার ওপর কত যে অজুহাত। মাসের ৮ তারিখের পর যত জমাই হোক, তা হিসাবে আনে না। কিন্তু টাকা ওঠানোর বেলায় মাসের শেষ দিন পর্যন্ত হিসাবে আনে। আবার মোট আমানতের ২৫ শতাংশের বেশি তুললে সে মাসে মুনাফা দেবে না ব্যাংক, সপ্তাহে দুবারের বেশি টাকা তুললে মুনাফা দেবে না। হিসাবে থাকা অর্থ ঠিকই কাজে লাগাবে। এরপর আছে এসএমএস চার্জ, চেক বইয়ের দাম আদায়, হিসাব মেইনটেনেন্স চার্জ, স্টেটমেন্টের জন্য চার্জ, আবগারি শুল্ক আদায়সহ বিভিন্ন প্রকার ঘোষিত-অঘোষিত চার্জ। সাধারণ সঞ্চয়ী হিসাবধারীদের কজনে তা জানে? চারদিকে জনে জনে মানুষ স্মার্ট থেকে ওভার স্মার্ট হচ্ছে। কিছু লোক এখনো আনস্মার্ট-লেবেনডিস হয়ে থাকলেও ব্যাংকগুলো ওভার স্মার্ট। একসময় সঞ্চয়ী হিসাবের চেকের কোনো মূল্য আদায় করা হতো না। স্টেটমেন্টের জন্য কোনো চার্জ আদায় করা হতো না । এখন প্রতি পাতার জন্য প্রায় বারো টাকা আদায় করা হয়। জানে কজনে? মেসেজ দেওয়া নিয়েও কিছু কায়কারবার আছে। মেসেজ দেওয়া ব্যাংকের দায়িত্ব। কিন্তু এর জন্যও বছরে দুবার দুইশ টাকার বেশি আদায় করা হচ্ছে। বছরে দুবার অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জও আছে। সামান্য মুনাফার ওপর ১০-১৫ হারে উৎসে কর। আছে আবগারি শুল্কও। ভাবা যায় কত স্মার্ট ব্যাংকগুলো? ‘লেজে-মগজে’ কত বুদ্ধি তাদের? অব্যবস্থাপনা, অবিশ্বাস ও অনাস্থার বহুমাত্রিক সংক্রমণ রাজনীতি মাড়িয়ে অর্থনীতিসহ সবখানেই। রিজার্ভ, ঋণ ও মূল্যস্ফীতির সূচক গোপন রাখা যাচ্ছে না। এরপরও একই কথা বারবার বলে-বলিয়ে মানুষকে বোকা বানিয়ে রাখার চেষ্টায় কোনো কমতি-ঘাটতি নেই। রাজনীতিকরা অর্থনীতি-গণমাধ্যমসহ সবাইকে গৃহভৃত্য না হলেও হুকুমের আজ্ঞাবহ বানাতে গিয়ে গোলমাল আরও পাকাচ্ছেন। দায় যথারীতি সরকারের ঘাড়ে জট বাঁধছে। সরকারকে দায় নেওয়া বা দায় স্বীকার করে ব্যবস্থা নেওয়ার পথে যেতে দিচ্ছে না নয়-ছয়ের হোতারা। এদের কানাডায় বেগমপাড়া গড়া, ইস্তাম্বুলে-দুবাইতে বাড়ি কেনা, আমেরিকা-মালয়েশিয়া-সিঙ্গাপুর বা পানামার মতো দেশগুলোতে অফশোর বিনিয়োগ আটকানো কিন্তু রোখা যাচ্ছে না। যত সহজে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক রুখে দেওয়া গেছে। করোনা, শীত, গরম, নানা অজুহাতের সঙ্গে বিশ্ব পরিস্থিতি শুনিয়ে ঘুম পাড়ানিতে ফেলা যাচ্ছে। চোর-জোচ্চোর, পাচারকারী কিন্তু ঘুমায় না। ঘুম পাড়ায় নানা বাহানায়। এসবের মাঝেই রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরেকটা ঘা বসিয়ে দিয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, ডলারসংকট, সুদের হার বৃদ্ধি ও জ্বালানিসংকট জাত ও পেশাদার ব্যবসায়ীদের হিমশিমে ফেলেছে। অজাত-অপেশাদারদের কথা আলাদা। এফবিসিসিআইসহ শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংককেও দুষেছেন। বলেছেন, তারা আর পেরে উঠছেন না। অনেকে লোকসানের ঘানি টানছেন। কারও কারও কারখানা বন্ধ হয়ে গেছে, বন্ধের অপেক্ষায় আরও অনেক কারখানা। এমন সময় সুদের হার বাড়িয়ে ব্যবসাকে আরও কঠিন করে তোলা হয়েছে। ব্যবসায়ীদের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, সুদহার ১৪ শতাংশের ওপরে উঠবে না। আর ডলারের দাম ১১৭ টাকার আশপাশে থাকবে। ডিসেম্বরের মধ্যে সংকট কেটে যাবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। এসব আশ্বাস তারা কতটা বিশ্বাস করেছেন সেই হালনাগাদ তথ্য নেই। ব্যাংকের পর অর্থনীতির আরেক বড় খাত পুঁজিবাজার। অর্থ ও বিনিয়োগসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এ শাখাটিতে রীতিমতো আনলিমিটেড ঠকবাজি-জোচ্চুরি। বিনিয়োগকারীদের নিঃস্ব করার নিষ্ঠুরতা। পুঁজি ক্ষয়ের বর্বরতা। ছেড়ে দে মা কান্দি বাঁচির অবস্থা নেই। পুঁজি বাজারের লুটেরাদের সিনা টানটান। বাজার ব্যবস্থাপকদের সব দুর্বলতা তাদের মুখস্থ। সেখানে তাদের এক অভয়ারণ্য। বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার হ্যাকের খবরকে কাজে লাগিয়ে শেয়ারের বড় পতন ঘটানোর কাজটিও তারা সেরে নিচ্ছে। পুঁজিবাজারের শুদ্ধতা নষ্ট হয়ে গেছে আরও আগেই। জুয়াড়ি চক্র নানা ছুঁতায় পুঁজি চেটেপুটে খেতে পারঙ্গম। তারা ছুঁতা পয়দা করতেও জানে। মাত্রাতিরিক্ত ঋণনির্ভরতা ও দেশের সামষ্টিক অর্থনীতির খাদে পড়া এ নাচুনি বুড়িদের ঢোলে আরও বাড়ি মেরেছে। পরিস্থিতির বাস্তবতায় টাকার বড় ধরনের অবমূল্যায়ন, সুদহার বাজার ভিত্তিককরণ ও নীতিসুদ হার ৫০ পয়েন্ট বেসিস বাড়িয়ে আরও আট শতাংশ বাড়ানো হয়েছে। এখানে বাধ্যবাধকতার বিষয়আসয় রয়েছে। আইএমএফ থেকে পরবর্তী ঋণের কিস্তি ছাড় করানো জরুরি। আইএমএফ ছাড়াও সরকারের ওপর বহিঃস্থ আরও নানামুখী চাপ রয়েছে। অর্থনৈতিক চাপগুলো আইএমএফ চাপাচ্ছে সরকারের ঘাড়ে। সরকার চাপায় জনগণের ওপর। দুর্নীতি ও দুর্নীতিবাজ লুটেরাদের ঘাড়ে চাপাতে পারে না। পুঁজিবাজারের সর্বোচ্চ নীতি নির্ধারণ, প্রয়োগ ও বাস্তবায়ন সংস্থা হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। এ সংস্থা থেকে অতি সম্প্রতি আরও একটি দুর্নীতি ও লুটেরাবান্ধব ফর্মুলা চাপিয়ে দেওয়া হয়েছে পুঁজিবাজারের ওপর। তিন-দশ নামের ফর্মুলাটি কারসাজির আরেক সহায়ক গাইড। এরই মধ্যে উল্লিখিত তিন-দশ ফর্মুলা পুঁজিবাজারের নিত্য লেনদেনের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। সার্বিক বাজার চিত্র আরও এলোমেলো করে দিয়েছে। এ ফর্মুলার সাহায্যে একটি চক্র, প্রতিদিন বাছাইকৃত মৌল ভিত্তি সম্পন্ন শেয়ারগুলোর দরপতন ঘটিয়ে মোটাতাজা হচ্ছে। এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কয়েকটি বড় প্রাতিষ্ঠানিক ব্রোকার হাউসের খেলোয়াড়রা। ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারী। আরও পতন আতঙ্কে অনেক বিনিয়োগকারী হাতের শেয়ার ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। তাদের এ সর্বনাশের মধ্যে কারও পৌষ মাস যাচ্ছে। পুঁজির এ নিরাপত্তাহীনতায় নতুন কাঙ্ক্ষিত ক্রেতার আগমন বা সমাগম আশা করা কঠিন। লেখক: সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন
১৮ মে, ২০২৪

জুয়াড়ি চক্রের জব্দ ৮০ কোটি টাকা বাজেয়াপ্ত চেয়ে রিট
গেমস ডেভলপমেন্টের নামে অনলাইন জুয়া পরিচালনার দায়ে আন্তর্জাতিক জুয়াড়ি চক্র উল্কা গেমস ও মুনফ্রগ ল্যাবের জব্দ হওয়া ৮০ কোটি টাকা কেন বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে দৈনিক দেশের ডাক পত্রিকার সম্পাদক মো. আমজাদ হোসেন বাদী হয়ে আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দের মাধ্যমে হাইকোর্টে এ আবেদন করেন। রিটটির নং- ৫৪৬৫।  রিটে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জব্দ টাকা জমা থাকা ৪টি ব্যাংক এবং জুয়াড়ি কোম্পানি উল্কা গেমস, মুনফ্রগ ও স্টিলফ্রন্টকে বিবাদী করা হয়েছে। রিটে দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, ঢাকাওয়াচ২৪.কম, দৈনিক দেশের ডাক, শেয়ারবিজ, দৈনিক বিজনেস বাংলাদেশসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন নজরে আনা হয়েছে। রিটের পক্ষের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ বলেন, বাংলাদেশের সংবিধানে জুয়া অবৈধ ও নিষিদ্ধ। জুয়াড়িরা এতগুলো সরকারি প্রতিষ্ঠানকে ফাঁকি দিয়ে কীভাবে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন পেল এবং বছরের পর বছর জুয়া কার্যক্রম ও শত শত কোটি টাকা পাচার করল, এটা বিস্ময়কর। সম্প্রতি সংবাদমাধ্যমে আমরা জানতে পারি, আইনের চোখ ফাঁকি দিয়ে এই জুয়াড়িরা সরকারের বিভিন্ন সংস্থা থেকে জব্দ হওয়া ৮০ কোটি টাকা ফেরত নিতে নানা ছলচাতুরীর আশ্রয় নিয়েছে। তিনি বলেন, জুয়াড়িদের জব্দ হওয়া টাকা তারা কোনোভাবেই ফিরে পেতে পারে না। জব্দ টাকা ফেরত দেওয়া হলে তারা আরও বেপরোয়া হয়ে জুয়া কার্যক্রম পরিচালনা করবে। দেশের অর্থপাচার ঠেকাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় জব্দ ৮০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করতে হবে। এতে দেশের স্বার্থ সংরক্ষণ হবে এবং ভবিষ্যতে জুয়া কার্যক্রম নিরুৎসাহিত হবে। উল্লেখ্য, ২০২২ সালের ৩১ অক্টোবর জুয়াড়ি চক্র উল্কা গেমসের সিইও এবং মুনফ্রগ ও স্টিলফ্রন্টের ম্যানেজিং এজেন্ট জামিলুর রশীদ ছয়জন সহযোগীসহ গ্রেপ্তার হন। এরপর তার গেমস ডেভলপমেন্টের নামে অবৈধ জুয়া পরিচালনা করে হাজার কোটি টাকা পাচারের তথ্য উঠে আসে। সেসময় উল্কার ৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার বেশি জব্দ হয়।  সেই মামলায় জামিনে বের হয়ে জব্দ টাকা ছাড়াতে নিজেদের মধ্যে বিবাদের নাটক সাজিয়ে তৎপর হয়ে ওঠে ধুরন্ধর জুয়াড়ি চক্র। ব্র্যাক ব্যাংকের কাছে টাকা হস্তান্তরের একটি আদেশ গেলে তারা এনবিআরের পাওনার বিষয়টি আদালতকে জানায়। পরে বিষয়টি এনবিআরের নজরে আসলে তারা করের টাকা আদায়ের জন্য ব্র্যাক ব্যাংকে যান। সেখানে নজিরবিহীন ১৩ ঘণ্টা দেনদরবার চলে। তবে আদালতের নির্দেশ ছাড়া ব্র্যাক ব্যাংক এনবিআরকেও টাকা দেয়নি।  পরে এ বিষয়ে শুনানি শেষে ওই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত এবং এনবিআরকে যে কোনো প্রতিষ্ঠানে নির্দেশনা মেনে অফিস সময়ের মধ্যে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। তবে এই রিটে জুয়ার অবৈধ পুরো টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। 
০৯ মে, ২০২৪

যুবলীগ নেতাসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়া উপজেলায় এক যুবলীগ নেতাসহ জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ভূঁইয়ারা মনসা মুড়ার বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ। গ্রেপ্তার যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৪০) ভূঁইয়ারা গ্রামের বাসিন্দা। তিনি পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য। অন্য গ্রেপ্তারকৃতরা হলেন-  ভূঁইয়ারা গ্রামের বাসিন্দা মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), দহুলিয়া গ্রামের আব্দুল কাইয়ুম (২৭), মেঘদাইর গ্রামের সাকিল হোসেন (১৯) ও পার্শ্ববর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামের মনির হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭১০ টাকা, লুডু, খেলার বোর্ড, তাস-কার্ড জব্দ করা হয়। সোমবার (১৫ এপ্রিল) সকালে চাঁদপুর আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই কাজী আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন। কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। কচুয়া থানায় জুয়া আইনের ৪ ধারা মতে মামলা দিয়ে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। জুয়া খেলা বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
১৫ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে এক ডজন জুয়াড়ি আটক 
সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের বিশেষ অভিযানে এক ডজন জুয়াড়িকে আটক করা হয়েছে।  শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই খন্দকারপাড়া এলাকার হাজি মোহাব্বত আলীর তাঁত ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলা অবস্থায় ২ জোড়া তাস ও ৪ হাজার নগদ টাকা জব্দ করা হয়। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান।  আটক হলো- মোসলেম উদ্দিন, শুকুর আলী, মনিরুল, শাহাদত, আলমগীর, শহিদুল, জিয়াউর, ছানোয়ার, ওবায়দুল, হাতেম, হাফিজুল ও লুৎফর রহমান। এরা বেশীর ভাগই কুড়িগ্রাম থেকে আসা তাঁত শ্রমিক। ওসি আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আমরা তামাই গ্রামে একটি বিশেষ অভিযান পরিচানলা করি। অভিযানে জুয়া খেলা অবস্থায় এক ডজন জুয়ারিকে তাস ও টাকাসহ আটক করা হয়। পরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
২০ জানুয়ারি, ২০২৪

জুয়ার আসর থেকে ৬১ হাজার টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার
বগুড়ার ধুনট-জোড়শিমুল পাকা সড়কের আনারপুর তিনমাথা বাজার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১ হাজার টাকা, তিন বান্ডিল তাস ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।   গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আনারপুর গ্রামের আখের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২), আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৪৮), রত্নী পাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে গোলাম রব্বানী (৫২), মতিয়ার রহমানের ছেলে আব্দুল জলিল (৪০), আব্দুল প্রামাণিকের ছেলে সোলায়মান আলী (৪০) ও এনামুল হকের ছেলে লালন হোসেন (৩০)।  শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।  মামলা সূত্রে জানা যায়, উপজেলার আনারপুর তিনমাথা বাজার এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সেখানে জুয়া খেলার আসর বসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানার এসআই মোস্তাফিস আলম বাদি হয়ে জুয়াড়িদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।    
২০ জানুয়ারি, ২০২৪

গফরগাঁওয়ে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তার জুয়াড়িদের কাছ থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল গ্রামের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার জুয়াড়িরা হলো- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আবুবক্কর, আবুল বাসার, শহিদুল আলম, মাসুদ মিয়া, চুন্নু মিয়া, মাসুদ মিয়া, মোজাম্মেল হক রিয়াদ, মো. রিয়াদ, জাকির, আব্দুল লতিফ(৩৫), আবু বক্কর, লোকমান, হোসেন আলী, নাঈম ও বাবুল মিয়া। পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, গ্রেপ্তার আসামিদের বুধবার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২২ নভেম্বর, ২০২৩
X