সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের বিশেষ অভিযানে এক ডজন জুয়াড়িকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই খন্দকারপাড়া এলাকার হাজি মোহাব্বত আলীর তাঁত ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলা অবস্থায় ২ জোড়া তাস ও ৪ হাজার নগদ টাকা জব্দ করা হয়।
শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান।
আটক হলো- মোসলেম উদ্দিন, শুকুর আলী, মনিরুল, শাহাদত, আলমগীর, শহিদুল, জিয়াউর, ছানোয়ার, ওবায়দুল, হাতেম, হাফিজুল ও লুৎফর রহমান। এরা বেশীর ভাগই কুড়িগ্রাম থেকে আসা তাঁত শ্রমিক।
ওসি আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আমরা তামাই গ্রামে একটি বিশেষ অভিযান পরিচানলা করি। অভিযানে জুয়া খেলা অবস্থায় এক ডজন জুয়ারিকে তাস ও টাকাসহ আটক করা হয়। পরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন