জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ
এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ০১টি শূন্য পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ জুন পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ০১টি ও ৮৬ জন চাকরির ধরন : অস্থায়ী কর্মস্থল : ময়মনসিংহ আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ সময় : ০৬ জুন, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক বেতন : ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০তম) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
৩০ নভেম্বর, ০০০১

এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ১টি শূন্যপদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ১টি ও ৮৬ জন চাকরির ধরন : অস্থায়ী কর্মস্থল : ময়মনসিংহ আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ সময় : ৬ জুন, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক বেতন : ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০তম) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৫ মে, ২০২৪

এসএসসি পাসে নিয়োগ দেবে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ৩টি পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেবে। ২ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আগ্রহীরা অনলাইনে আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট পদ ও জনবল : ০৩টি ও ৩৭ জন কর্মস্থল : লালমনিরহাট  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ০২ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক  পদসংখ্যা : ৩৩টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২. পদের নাম : নিরাপত্তা প্রহরী পদসংখ্যা : ০৩টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৩. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা : ০১টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০১ মে, ২০২৪

জিম্মি নাবিকের বাড়িতে ঈদসামগ্রী নিয়ে হাজির জেলা প্রশাসক
আর কদিন পরই ঈদুল ফিতর। এই দিনটিতে পরিবারের সব সদস্য একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে। বাড়ির ছোট থেকে বৃদ্ধ বয়সের ছেলেরা একসঙ্গে নামাজ আদায় করতে যায় ঈদগাহ মাঠে। কিন্তু এবার জীবিত থেকেও যেন পরিবারের সঙ্গে ঈদ করতে পারছে না সম্প্রতি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর চিফ ইঞ্জিনিয়ার নওগাঁর এ এস এম সাইদুজ্জামান। ফলে বাবা-মা, সন্তান, স্ত্রী তার স্বামী আর বাচ্চা বাবাকে ছাড়া ঈদ করতে যাচ্ছে। প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামানের বাড়ি নওগাঁ শহরের আরজি নওগাঁ এলাকার শাহি মসজিদ এলাকায়। বাবা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাইয়ুম। স্বামীকে ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছেন স্ত্রী মান্না তাহরিন শতধা আক্তার। আর শিশু সন্তান মেহেরিমা সাফরিন জামান ছটফট করছে বাবার বুকে যাওয়ার জন্য। তাই গ্রামের বাড়িতে নীরবতা, নেই ঈদের আনন্দ। এদিকে ঈদ উপহারসামগ্রী নিয়ে সাইদুজ্জামানের পরিবারে সাক্ষাৎ করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা।  তিনি মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে বাড়িতে গিয়ে স্ত্রী, পিতা, মাতা ও শিশু কন্যা সন্তানের খোঁজ নেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইদুজ্জামানের শিশু কন্যার জন্য ঈদের নতুন জামা উপহার দেন জেলা প্রশাসক। এ ছাড়াও রমজানে পরিবারে খাদ্যসামগ্রী উপহার দেন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। গত ১২ মার্চ সোমালিয়ান জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিক। এদের মধ্যে বন্দি নওগাঁর চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান। জাহাজটি অপহরণের পর থেকে পরিবারের সদস্যরা তার আগমনে পথের দিকে চেয়ে আছেন। ঈদের আগেই সরকার বা জাহাজ মালিকদের পক্ষ থেকে সু-সংবাদের অপেক্ষায় বন্দি সাইদুজ্জামানের বাবা, মা, স্ত্রী ও স্বজনরা। সাইদুজ্জামানের বাবা আবদুল কাইয়ুম বলেন, আমার ছেলে এবার ঈদে বাড়িতে আসার কথা ছিল। বলছিল ছুটি নিয়ে সবাই মিলে ঈদ করব একসঙ্গে। কিন্তু ভাগ্যের কী পরিহাস ছেলে আমার হাজার হাজার মাইল দূরে জলদস্যুদের হাতে জিম্মি। মাঝে মাঝে যোগাযোগ করা যাচ্ছে জলদস্যুরা কোনো বাঁধা দিচ্ছে না। আর জাহাজ কোম্পানি ও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছে ফিরিয়ে আনার। উপহারসামগ্রী গ্রহণ করে তিনি বলেন, জেলা প্রশাসক সরকারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি যে সমবেদনা জানিয়েছেন তাতে তারা সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। গতকালও তার ছেলের সঙ্গে কথা হয়েছে। সেখানে দস্যুরা তাদের সঙ্গে বেশ নমনীয় ব্যবহার করছে। কোম্পানি থেকে জিম্মি জাহাজে ২০টা দুম্বা দেওয়া হয়েছে। ১০টি জিম্মি নাবিকদের আহারের জন্য দেওয়া হয়েছে- বাকি ১০টি দস্যুরা নিয়েছে এমনটাই বলেছেন ছেলে সাইদুজ্জামান। সরকারের পদক্ষেপ গ্রহণে তারা বেশ খুশি। তবে খুব তাড়াতাড়ি ঘরে ফিরে আসলে পরিবারের বইবে খুশির ঈদ এমনটাই বলছেন তিনি। সাইদুজ্জামানের মা কোহিনূর বেগম বলেন, আমাদের মাঝে  ঈদের আনন্দ নেই। ছেলেকে দ্রুত ফিরে পেতে চাই আমরা। সরকার যেন দ্রুত ঈদের আগেই আমার ছেলেসহ অন্যদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সেই দাবি ও অনুরোধ করছি। ছেলেকে ছাড়া কিছুই ভালো লাগছে না। কবে ফিরে আমার বুকের ধন। সাইদুজ্জামানেরর স্ত্রী মান্না তাহরিন শতধা বলেন, ঈদের আনন্দের চেয়ে বড় আনন্দ হবে যদি দ্রুত স্বামীকে ফিরে পেতাম। কবে ফিরবে কিছুই জানি না। সরকার যেন দ্রুত উদ্যোগ নেয়। তিনি বলেন, সুস্থ সবলভাবে সব জিম্মি যেন ঘরে ফিরে আসে এমনটাই প্রত্যাশা করছি। কোম্পানির পদক্ষেপে যেন কোনো গরিমসি না থাকে এমনটাই চাওয়া আমাদের। তবে জিম্মি উদ্ধারে সরকারের পদক্ষেপ প্রসংসনীয়। জেলা প্রশাসক মহোদয় নিয়মিত আমাদের খোঁজখবর নিচ্ছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশে থাকার জন্য। জেলা প্রশাসক গোলাম মওলা জানান, ঘটনার পর পরই সাইদুজ্জামানের পরিবার জেলা প্রশাসনে যোগাযোগ করেছিলেন। প্রধানমন্ত্রী বরাবর তিনি দরখাস্ত করেছিলেন। সরকার সবসময় এই পরিবারের পাশে থাকবে। সবার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে জিম্মি নাবিকরা যেন তারাতাড়ি ফিরে আশে পরিবারের মাঝে। জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে সব প্রকার কাজ করে যাচ্ছে।
০৬ এপ্রিল, ২০২৪

বগুড়ার জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল
বগুড়ার জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ৯টায় ম্যুরালটি উদ্বোধন করা হবে। জানা যায়, এত দিন উত্তরাঞ্চলের রাজধানীখ্যাত ও বাণিজ্যিক শহর বগুড়ায় বঙ্গবন্ধুর কোনো ম্যুরাল ছিল না। ফলে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় অস্থায়ীভাবে ম্যুরাল বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানানোর জন্য ম্যুরালটি নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। গত বছরে এ বিষয়ে একটি সভায় ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণকাজ শুরু করে বগুড়া জেলা পরিষদ। চলতি বছরের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করা হয়। ম্যুরালটি দৃষ্টিনন্দন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। যা নির্মাণের পর নতুন প্রজন্মের দৃষ্টি কাড়বে। বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ জানান, নির্মাণকাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। উদ্বোধনের পর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু ম্যুরালটি। বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের মধ্য দিয়ে বগুড়ায় এক নতুন যুগের সূচনা হবে। ম্যুরালটি নির্মাণের মধ্য দিয়ে বগুড়ার যারা নতুন প্রজন্ম রয়েছেন তারা স্বাধীনতার সার্বভৌমত্ব ও বঙ্গবন্ধুর কথা জানতে পারবেন। 
০৭ মার্চ, ২০২৪

ঘুষের ৪২ লাখ টাকা উদ্ধার / এবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ওএসডি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় এবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দীন মনজুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ৩১ বিসিএস ব্যাচের এ কর্মকর্তা গত ২০২২ সালের ৫ জুন নারায়ণগঞ্জে যোগদান করেন।  এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সার্ভেয়ার কাওসার আহমেদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামি সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের প্রাক্তন আউটসোর্সিং কর্মচারী জাহিদুল ইসলাম সুমন পলাতক রয়েছেন।  দুদক সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের প্রাক্তন আউটসোর্সিং কর্মচারী জাহিদুল ইসলাম সুমন (২৮) একটি কার্টনসহ নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন। জেলা প্রশাসকের নির্দেশে ওই কার্টন খুলে টাকা ৪২ লাখ টাকা পাওয়া যায়। পরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে টাকাগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের কোষাগারে জমা রাখা হয়। জব্দ করা টাকার সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা আছে ধারণা করে গত ১৪ জানুয়ারি জেলা প্রশাসক মাহমুদুল হক দুদকে চিঠি দেন। পরে ১৬ জানুয়ারি দুদক তাদের জেলা কার্যালয়ে মানি লন্ডারিং, দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির কয়েকটি ধারায় একটি মামলা করে। ওই মামলায় জাহিদুল ইসলাম সুমন ও কাওসার আহমেদকে আসামি করা হয়। কাওসারকে গ্রেপ্তার ও জাহিদুল ইসলাম সুমন পলাতক রয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ওই কার্টনভর্তি টাকা অন্য এক ব্যবসায়ীর বলে দাবি করে জাহিদুল ইসলাম সুমন। যদিও ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এগুলো তার নয়। সার্ভেয়ার কাওসার ওই ব্যবসায়ীকে অনুরোধ করেছিলেন যেন ওই টাকা নিজের বলে দাবি করেন। সামগ্রিক বিষয়টি সন্দেহজনক মনে হলে আমি দুদকে চিঠি দেই। তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে।’ তিনি বলেন, ‘ওই সময় জাহিদুলের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকায় তাকে আটক বা গ্রেপ্তার রাখার কোনো সুযোগ ছিল না। এখন যেহেতু মামলা হয়েছে তিনি অবশ্যই গ্রেপ্তার হবেন। ওই সার্ভেয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  
২৩ জানুয়ারি, ২০২৪

জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তাকে মারধর, অতঃপর
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে সংঘটিত এই ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। জানা গেছে, আটক যুবকের নাম মেহেদী হাসান অভি (২৮)। তিনি বাকেরগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে। মেহেদী হাসান অভি জানান, প্রাক-প্রাথমিকে শিক্ষক নিয়োগে একটি পুনতদন্তের বিষয়ে খোঁজ নিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ২২২ নম্বর কক্ষের জেনারেল সার্টিফিকেট অফিসার অং মাচিং মারমার কক্ষে যান তিনি। ওই কক্ষে কথা বলার সময় বাদানুবাদের একপর্যায়ে সেখানে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা তাকে (অভি) একটি চড় দেন। তিনিও তাকে পাল্টা একটা চড় মারেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা তাকে ধরে একটি কক্ষে নিয়ে মারধর করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।  এ বিষয়ে এনডিসির বক্তব্য জানার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, এক যুবক অফিসে এসে এক কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন। তিনি সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন। ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি এবং হামলার অভিযোগে মামলা করা হবে বলে জানান তিনি।  কোতোয়ালি মডেল থানার ওসি একেএম আরিচুল হক বলেন, অভি নামের ওই যুবক অবৈধভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট শাখায় ঢুকে অন্যায় কোনো কাজের জন্য চাপ সৃষ্টি করেছেন। যেটা অফিশিয়াল আইনবিরোধী। কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। আটক যুবক তাকে মারধরের অভিযোগ করেনি বলেও জানান ওসি।
১১ জানুয়ারি, ২০২৪

ভোটের একদিন আগে ছুটিতে গেলেন অতিরিক্ত জেলা প্রশাসক
মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ভোটের মাত্র এক‌দিন আগে ছুটি নিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (‌সা‌র্বিক) আব্দুল কাদির মিয়া। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কাছে থেকে কয়েক দিনের জন্য ছুটি নিয়ে মেহেরপুর ত্যাগ করেছেন। মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরে নানা বিতর্ক চলছিল। তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফরহাদ হোসেনের সঙ্গে বিভিন্ন রাজ‌নৈ‌তিক অনুষ্ঠানে যোগ দেওয়ায় এ বিতর্কের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান তার বিরু‌দ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে এক‌টি অভিযোগ করেছিলেন। তারই প্রেক্ষিতে তাকে বাধ্যতামূলক ছু‌টি দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে জেলা প্রশাসক মো. শামীম হাসান জানিয়েছেন, আব্দুল কাদির মিয়ার মা অসুস্থ, তাই তিনি ছুটি নিয়েছেন। ছুটি শেষ করে চার-পাঁচ দিনের মধ্যে তিনি আবার কর্মস্থলে যোগদান করবেন।  
০৬ জানুয়ারি, ২০২৪

নির্বাচনে পক্ষপাতিত্ব করলে শাস্তি ভোগ করতে হবে : ডিসি সাতক্ষীরা 
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো ব্যক্তি পক্ষপাতদুষ্ট কোনো প্রকার কাজ করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তার চাকরির দায়ভার তিনিই নিবেন।  রোববার (৩১ ডিসেম্বর) আশাশুনি সরকারি কলেজ এবং আশাশুনি সরকারি বিদ্যালয়ে এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ১ জানুয়ারি পর্যন্ত।  হুমায়ূন কবির বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তাই এ নির্বাচনের সাথে যুক্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইনানুগভাবে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে আশাশুনি উপজেলায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কোনো প্রয়োজনে জেলা ও উপজেলা প্রশাসন এবং সকল আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা আপনাদের পাশে আছে বলেও জানান তিনি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে। আপনারা সততা এবং দক্ষতার সহিত দায়িত্ব পালন করবেন। পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনসহ থানার ওসিকে জানাবেন। নির্বাচনী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূরের সভাপতিত্বে দেবহাটা সার্কেল জামিল আহমেদ, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, থানার ওসি বিশ্বজিৎ কুমার, উপজেলা নির্বাচন অফিসার মো. আলী সোহাল জুয়েল এ সময় উপস্থিত ছিলেন।   কর্মশালায় দুই দিনের প্রথম দিনে ৮৬ টি কেন্দ্রের জন্য বাছাইকৃত ৯৪ জন প্রিসাইডিং অফিসারসহ সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাচন অফিসার মেহেদী হাসানসহ আরও ৫ জন কর্মকর্তা।  
৩১ ডিসেম্বর, ২০২৩

ফরিদপুরের নির্বাচন হবে বাংলাদেশের মডেল : জেলা প্রশাসক
ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা ভোট দিতে পারবে। ফরিদপুরে নির্বাচন হবে সারা বাংলাদেশের মধ্যে মডেল।  শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভোটার উদ্বুদ্ধ সভায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কামরুল আহসান তালুকদার বলেন, এই নির্বাচনে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার জন্য প্রিসাইডিং অফিসারদের ক্ষমতা প্রদান করা হবে। যদি কোনো প্রিসাইডিং অফিসার অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবে উপহার দিব। এ নির্বাচনে সুষ্ঠু  পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনছার, র‌্যাব বিজিব, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আপনারা আমাদের সহায়তা করুন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে এবং সহকারী ভূমি কর্মকর্তা রজত বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম সেবা)।  এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
২৩ ডিসেম্বর, ২০২৩
X