টঙ্গী যাবে মেট্রোরেল
নগরবাসীর স্বপ্নবাহন মেট্রোরেল। এখন চলছে উত্তরা থেকে মতিঝিল। বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে। অন্যদিকে দেশের প্রথম এ রেললাইন উত্তরার দিয়াবাড়ি থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। সম্প্রতি মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া করা হবে। তিনি আরও বলেন, এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী পর্যন্ত নেয়া হবে এ রেলপথ; পরিকল্পনা টঙ্গী রেলস্টেশন পর্যন্ত যুক্ত করার। এদিকে বিআরটি সূত্রে জানাযায়, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পথ তৈরি হয়েছে বিআরটি। সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে এ পথে নতুন করে আরও একটি উড়াল রেলপথ বের করা অসম্ভব। যার জন্য রুট কোনটি হবে তা নিয়ে চলছে পরিকল্পনা। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, এখন টঙ্গী রেলস্টেশন পর্যন্ত এ পথটি যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে যদি সংযুক্ত করতে পারি, তাহলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে। এরই মধ্যে ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হয়েছে। এ পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে ৪৮ মিনিট।
১০ মে, ২০২৪

টঙ্গী থেকে ১২ দিনেও খোঁজ মেলেনি মিহাজের
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর কলেজগেট এলাকায় বাসা থেকে বের হয়ে এশার নামাজ পড়তে গিয়ে ১২ দিনেও বাসায় ফেরেননি মিহাজের রহমান খান ফাহিম (২২) নামের এক তরুণ। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছে ওই যুবকের পরিবার। নিখোঁজ মিহাজ স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন। তিনি টঙ্গী কলেজ রোড এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ফেনী সদরের গোবিন্দপুর এলাকার ছিলোনিয়া পাঠানবাড়ি এলাকায় বলে জানা গেছে। ফাহিমের বড় ভাই মিজানুর রহমান ফাহাদ সাংবাদিকদের জানান, গত ২৬ এপ্রিল রাতে টঙ্গী কলেজ রোড কাঁচাবাজার রাস্তার মোড় এলাকায় এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন ফাহিম। এরপর আর ফিরে আসেননি। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ফাহিমের পরনে ছিল কালো জিন্স প্যান্ট আর গায়ে নীল টি-শার্ট। গায়ের রঙ শ্যামলা, মাথার চুল ছোট। এ ব্যাপারে ২৯ এপ্রিল টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন বলেন, নিখোঁজ ফাহিম নিজের মোবাইল রেখে বাড়ি থেকে রাগারাগি করে বের হন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তার  নিখোঁজের ব্যাপারে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।  
০৮ মে, ২০২৪

উত্তরা থেকে টঙ্গী মেট্রোরেল সম্প্রসারণে সমীক্ষা চলছে : সেতুমন্ত্রী
রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণকাজ আগামী বছরের জুনে শেষ হবে। বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন। ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরন্তর কাজ করে যাচ্ছেন। দিয়াবাড়িস্থ ডিএমটিসিএল ভবনে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করা হলো। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেল একটি অনন্য মাইলফলক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর-২০২২ এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে ৪ নভেম্বর-২০২৩ প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার থেকে মেট্রোরেল শুক্রবার ব্যতীত প্রতিদিন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে এবং মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোট্রেন রাত ৮ টা ৪০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় ৬টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০ গ্রহণ করেছে। এই কর্মপরিকল্পনা অনুসরণে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুটের নির্মাণকাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। অপর দুটি মেট্রোরেল লাইন এমআরটি লাইন-২ এবং এমআরটি লাইন-৪ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্য উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে। তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন-৬ এর ৩১ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৯৮ দশমিক ৯৫ শতাংশ। এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করার নিমিত্ত নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। ৩১ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ২৫ শতাংশ। আগামী ২০২৫ সালের জুন মাসে এই অংশের শুভ উদ্বোধন করা যাবে। তিনি আরও বলেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণের জন্য নির্ধারিত বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯.৮৭২ কিলোমিটার দীর্ঘ ও ১২টি পাতাল মেট্রোরেল স্টেশন বিশিষ্ট বিমানবন্দর রুট এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ ও ৯টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট পূর্বাচল রুট সমন্বয়ে মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নের নিমিত্ত প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি-২০২৩ সুধী সমাবেশে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। আগামী সেপ্টেম্বর-২০২৪ মাসে এমআরটি লাইন-১ এর পাতাল অংশের কাজ শুরু করা যাবে বলে আশা করছি।
২০ জানুয়ারি, ২০২৪

কালবেলায় সংবাদ প্রকাশ / অবশেষে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বদলি
সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত গাজীপুরর টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামানকে মানিকগঞ্জে বদলি করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের স্থলে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল করিম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। উপপরিচালক আনোয়ারুল করিম বলেন, টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামানকে মানিকগঞ্জ জেলা অফিসে বদলি করা হয়েছে। তার স্থলে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের দায়িত্বে বদলি করা হয়। ইতোমধ্যে মো. দেলোয়ার হোসেন যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার তিনি দায়িত্ব বুঝে নেবেন। প্রসঙ্গত টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে দুর্নীতি ও অনিয়ম নিয়ে কালবেলা একাধিক অনুসন্ধানী সংবাদ প্রকাশ হয়। এক বছরের ব্যবধানে এই প্রতিষ্ঠানে দুজন বন্দির মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে বন্দিদের চিকিৎসার জন্য কোনো ডাক্তার এমনকি নার্সও না থাকায় তাদের মৃত্যু নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়। এই সকল কারণে দায়িত্বে থাকায় তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামানকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
১৪ সেপ্টেম্বর, ২০২৩

চূড়ান্ত হয়নি টঙ্গী ও ঢাকা স্টেশন ইয়ার্ডের নকশা
গুরুত্বপূর্ণ চার বিষয়ে বৈঠক করেছে রেলওয়ে। গতকাল সোমবার রেল ভবনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে রেল মন্ত্রণালয়ের সচিব হুমায়ূন কবীরের সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিংবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় মহাপরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে ‘ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন নির্মাণ’ প্রকল্পের টঙ্গী ও ঢাকা স্টেশন ইয়ার্ডের পরিবর্তিত নকশা চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেও আপত্তির মুখে চূড়ান্ত হয়নি স্টেশন ইয়ার্ডের নকশা। প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়া কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘসময় আলোচনা হয়েছে; কিন্তু নকশা অনুমোদন হয়নি। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ইয়ার্ডের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে রেলওয়ের মহাপরিচালক বরাবর রিপোর্ট দিতে হবে। তারপর বিষয়টি চূড়ান্ত হতে পারে। রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ বিষয়ে আরেকটি বৈঠক হয় রেল ভবনে। বেসরকারি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষে ওয়্যারলেস যোগাযোগ উপস্থাপনবিষয়ক অনুমতি প্রদান প্রসঙ্গে আয়োজিত এ বৈঠকে রেলের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া উদ্বোধনের অপেক্ষায় থাকা আগরতলা-আখাউড়া রেলপথের রেল লিঙ্ক অ্যাগ্রিমেন্ট নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তারিখ চূড়ান্ত হয়নি। রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান কালবেলাকে বলেন, আগরতলা-আখাউড়া প্রকল্পের বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করবেন। তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন। এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটির উদ্বোধন করার কথা আছে।
২৯ আগস্ট, ২০২৩

টঙ্গী বিসিকে গ্যাস সরবরাহ বন্ধ ১২ ঘণ্টা
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য টঙ্গী বিসিক এলাকার গ্যাস সরবরাহ ১২ ঘণ্টা বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। রাত ৮টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও এর নিকটবর্তী এলাকা এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের দুই পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
০৬ জুলাই, ২০২৩

টঙ্গী বিসিকে গ্যাস সরবরাহ বন্ধ ১২ ঘণ্টা
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য টঙ্গী বিসিক এলাকার গ্যাস সরবরাহ ১২ ঘণ্টা বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। রাত ৮টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও এর নিকটবর্তী এলাকা এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের দুই পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
০১ জানুয়ারি, ১৯৭০

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দির মৃত্যু
টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে নয়ন মিয়া (২২) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। তার পিতার নাম শ্রী কৃষ্ণ। বাড়ি নারায়ণগঞ্জ জেলা সদরে। আজ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, ডিএমপির যাত্রাবাড়ী থানার ডাকাতির প্রস্তুতি মামলা নং-৩৯০ এর আসামি হিসেবে দুই বছর যাবৎ টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল নয়ন। গতকাল রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা জামান মিয়া জানান, গতরাত ১০টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয় নয়ন। পরে তাকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ও সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।  এ বিষয়ে সংশ্লিষ্ট টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি।
১৩ জুন, ২০২৩
X