সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত গাজীপুরর টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামানকে মানিকগঞ্জে বদলি করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের স্থলে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল করিম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপপরিচালক আনোয়ারুল করিম বলেন, টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামানকে মানিকগঞ্জ জেলা অফিসে বদলি করা হয়েছে। তার স্থলে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের দায়িত্বে বদলি করা হয়। ইতোমধ্যে মো. দেলোয়ার হোসেন যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার তিনি দায়িত্ব বুঝে নেবেন।
প্রসঙ্গত টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে দুর্নীতি ও অনিয়ম নিয়ে কালবেলা একাধিক অনুসন্ধানী সংবাদ প্রকাশ হয়। এক বছরের ব্যবধানে এই প্রতিষ্ঠানে দুজন বন্দির মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে বন্দিদের চিকিৎসার জন্য কোনো ডাক্তার এমনকি নার্সও না থাকায় তাদের মৃত্যু নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়। এই সকল কারণে দায়িত্বে থাকায় তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামানকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
মন্তব্য করুন