জানতেন কি / নিকোলা টেসলা
* বলা হয়, বিংশ শতকের ভিত্তি তৈরি গড়ে দিয়ে গেছেন নিকোলা টেসলা। * টেসলার জন্মদিন ১০ জুলাই। তাই এ দিনটিকেই টেসলা দিবস ঘোষণা করা হয়েছে। ৭০০টি উদ্ভাবনের প্যাটেন্ট ছিল টেসলার নামে। এর মধ্যে সবচেয়ে যুগান্তকারী বিবেচনা করা হয় এসি বিদ্যুৎ তৈরির টেসলা কয়েলকে। * নায়াগ্রা ফলসে প্রথম হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট বানিয়েছেন নিকোলা টেসলা। * টেসলার আবিষ্কারের তালিকায় আছে—ফ্লুরোসেন্ট বাতি, একটি বিশেষ রেডিওর নকশা, টেসলা টারবাইন, ইনডাকশন মোটর, রিমোট ও রেডিও নিয়ন্ত্রিত নৌকা। * ১৯২৬ সালে টেসলা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ওয়্যারলেস প্রযুক্তির ফলে গোটা দুনিয়ার একটা বড় মগজ তৈরি হবে (ইন্টারনেট)। আমরা একে অন্যের সঙ্গে তাৎক্ষণিক কথাবার্তা চালাতে পারব, একজন আরেকজনকে দেখতে পারব। আর সেই যন্ত্রটা বুকপকেটে করেই বয়ে বেড়াতে পারব। * একা থাকতেন টেসলা। তার অনেক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। গোলাকার বস্তু বা গহনা জাতীয় জিনিস একদমই পছন্দ করতেন না। ঘুমাতেন মোটে দুই-তিন ঘণ্টা। খাবার খেতেন ওজন করে। আর ছিল ভীষণ শুচিবাই।
১০ জুলাই, ২০২৩
X