ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের তিন সদস্য আটক
হবিগঞ্জে ঈদেকে সামনে রেখে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিভিন্ন তারিখের ৪৫টি অনলাইন টিকেট ও তিনটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।  আটককৃতরা হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার শেখ মকছুদ আলীর ছেলে শিপন চৌধুরী (৩১), দক্ষিণ বড়চর এলাকার আব্দুর নুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৫৫) ও মাধবপুর উপজেলার বুলাইয়া এলাকার আব্দুর নুরের ছেলে মো. জামাল মিয়া (৪২)।  শুক্রবার (২৯ মার্চ) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  র‌্যাব জানায়, সম্প্রতি ঈদকে সামনে রেখে হবিগঞ্জের বিভিন্ন রেলস্টেশনে একটি চক্র ট্রেনের টিকেট সংগ্রহকরে উচ্চমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব গত ২৮ মার্চ রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয় তাদেরকে আটক করে।  র‌্যাব আরও জানায়, আটককৃতদের শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।   
৩০ মার্চ, ২০২৪
X