গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে মাটি চুরির ঘটনায় অভিযান চালিয়ে ৬টি ড্রামট্রাকসহ ৩ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১০টার দিকে নাগরী ইউনিয়নের গলান এলাকায় এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ জেলার অর্জনপুর গ্রামের আমজাত হোসেনের ছেলে সেলিম রেজা, উপজেলার নাগরী ইউনিয়নের পরার্বতা গ্রামের সিরাজুল মিয়ার ছেলে রমজান মিয়া ও বরিশালের চাঁনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে রাশেদুজ্জামান।
গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে নাগরী ইউনিয়নের গলান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলুর নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে তারা দেখতে পান মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে।
ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে সেখান থেকে অনেকে দৌড়ে পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন