যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ‘দ্য অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), কার্ডিফ ইউনিভার্সিটি এবং বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির আমন্ত্রণে ৬-দিনের এক সরকারি সফরে সোমবার (১৩ মে) যুক্তরাজ্যে পৌঁছেছেন। সফরকালে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ‘এসিইউ ভাইস-চ্যান্সেলর সামিট ২০২৪’-এ অংশগ্রহণ করবেন এবং উচ্চশিক্ষার কৌশলগত নীতি, গবেষণা ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতা, বৃত্তি কার্যক্রম, কর্মসংস্থান ও দক্ষতা, ডিজিটাল অ্যাক্সেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন। এ ছাড়া উপাচার্য সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী এবং উচ্চশিক্ষার সঙ্গে জড়িত আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে বহুপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন। এসময় উপাচার্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য কয়েকটি কর্মশালা এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণাসংক্রান্ত কর্মসূচিতে ভিজিটিং প্রফেসর হিসেবে অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে উপাচার্য ইউসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন। অধ্যাপক মাকসুদ কামাল এ সফরে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ‘নেট জিরো ইনোভেশন ইনস্টিটিউট’ পরিদর্শন করবেন এবং শিক্ষা ও গবেষণাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।  এ ছাড়া উপাচার্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি (বিসিইউ) পরিদর্শন করবেন এবং এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ডেভিড এমবিএর সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করবেন। উপাচার্য এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন বলে আশা করা যাচ্ছে। যুক্তরাজ্য সফরকালে উপাচার্য কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস্, সোয়ানসি ইউনিভার্সিটিসহ বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষা ও গবেষণাবিষয়ক পারস্পরিক যৌথ সহযোগিতামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আগামী ১৮ মে (শনিবার) দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
১৩ মে, ২০২৪

পৃথিবী যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন-কর্ম থাকবে : ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ম, চিন্তা-ভাবনা, আদর্শ ও দর্শন বেঁচে থাকবে।  বুধবার (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধু সারাজীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, গল্প, গান, রচনা, সাহিত্য ও শিল্পকর্মে দরিদ্র্য কৃষক ও শ্রমিকের মুক্তির গান গেয়েছেন। তারা উভয়ই অসাম্প্রদায়িক চেতনা ধারণ, উগ্রজাতীয়তাবাদ পরিহার এবং আত্মশুদ্ধির পন্থা অবলম্বন করেছেন।  তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের চিন্তা-চেতনা দ্বারা প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে সারাজীবন আন্দোলন- সংগ্রাম ও অপরিসীম ত্যাগের মাধ্যমে আমাদেরকে স্বাধীন জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন। মানুষকে ভালোবেসে রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুট উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক তেমনি নিজের জন্য খোঁড়া কবরের সামনে দাড়িয়ে পাকিস্তানি শাসকদের সাথে বাঙালীর অধিকার প্রতিষ্ঠা ও মুক্তির ব্যাপারে আপোস করেননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এভাবেই বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন ও চিন্তা-ভাবনায় অপূর্ব মিল রয়েছে।   প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতা ও সাহিত্য কর্মে সমাজের নানা অসংগতি, কুসংস্কার, বৈষম্য, মানুষের কষ্ট, প্রকৃতি, পরিবেশ, মানবপ্রেমসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথ উভয়ই উগ্রজাতীয়তাবাদ বিরোধী ছিলেন। তাঁরা উভয়ই বিশ্বাস করতেন উগ্র জাতীয়তাবাদ সমাজে সংঘাত সৃষ্টি করে। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা ও দর্শন সকলের সামনে সবসময় তুলে ধরতে হবে বলে তিনি উল্লেখ করেন। অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক মূল প্রবন্ধে বলেন, সোনার বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের ভাবনায় ও কর্মে অনেক মিল ছিল। বাঙালির ন্যায়সংগত অধিকার আদায়ে আত্মশক্তি অর্জনে উভয়ই সোচ্চার ছিলেন। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃজনশীল কাজগুলো তৎকালীন পূর্ববঙ্গের গ্রাম্যজীবন ও পদ্মাপাড়ের মানুষের জীবন নিয়ে রচিত। তিনি যেমন লেখনীর মাধ্যমে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন করে সমাজ সংস্কার করতে চেয়েছেন, তেমনি বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনে অপরিসীম ত্যাগের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম সোনার বাংলা প্রতিষ্ঠায় এককভাবে নেতৃত্ব দিয়েছেন। আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
০৮ মে, ২০২৪

জাপান সফর শেষে ফিরেছেন ঢাবি উপাচার্য
জাপানে ১১ দিনের সরকারি সফর শেষে গত শুক্রবার ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ১৬ এপ্রিল তিনি জাপান যান। সফরকালে ড. মাকসুদ কামাল কোবে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন স্টাডিজ-এ ‘ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক কয়েকটি বক্তৃতা প্রদান করেন। এ ছাড়া তিনি কোবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ফুজিসাওয়া মাসাতো ও কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. তাতসুরো ইশিবাশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এহেমি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. হিরোশিজে নিশিনা, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কাজুহিরো মিতসুনোবুসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও সাক্ষাৎ করেন।
২৮ এপ্রিল, ২০২৪

নিজের নামে ভুয়া জিমেইল, সতর্ক করলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নামে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট খুলে পরিচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ভুয়া বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মাকসুদ কামাল নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানান এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।  ফেসবুকে তিনি লিখেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঘোষণা। কেউ আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেছে। প্রতারকচক্র গুগল চ্যাটে আমন্ত্রণ পাঠাচ্ছে এবং আমার নাম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠাচ্ছে। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, আমি যে ই-মেইল আড্রেসটি ব্যবহার করি তা হলো-  [email protected]. সুতরাং, অনুগ্রহ করে এই ধরনের কোনো আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে আমার উল্লিখিত ই-মেইল আড্রেসটি দেখুন। বিষয়টি আপনাদের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন।
২৫ এপ্রিল, ২০২৪

১১ দিনের জাপান সফরে ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ১১ দিনের এক সরকারি সফরে জাপানের উদ্দেশে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা ত্যাগ করেছেন। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়, কিউশু বিশ্ববিদ্যালয় এবং এহিমি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোবে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন স্টাডিজ-এ ‘ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক বেশ কয়েকটি বক্তৃতা প্রদান করবেন। উপাচার্য কোবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় উপাচার্য পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় নিয়ে মতবিনিময় করবেন।  এ ছাড়া, উপাচার্য গ্রেট হানশিন-আওয়াজি আর্থকুয়েক মেমোরিয়াল ডিজাস্টার রিডাকশন অ্যান্ড হিউম্যান রিনোভেশন ইনস্টিটিউশন পরিদর্শন করবেন এবং এর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে মতবিনিময় করবেন। এই সফরে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময়সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে তার সঙ্গে আলোচনা করবেন।  এই সফরে উপাচার্য কিউশু বিশ্ববিদ্যালয়ের বোর্ড মিটিংসহ বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করবেন। এ ছাড়াও তিনি এহেমি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এহেমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করবেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) দেশে ফিরবেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
১৬ এপ্রিল, ২০২৪

তরুণ প্রজন্মই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে : ঢাবি উপাচার্য
তরুণ প্রজন্মই মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। রোববার (১৪ এপ্রিল) মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।  ঢাবি উপাচার্য বলেন, মঙ্গল শোভাযাত্রা প্রতিবারই আমাদের সামনে নতুন প্রতিপাদ্য নিয়ে উপস্থিত হতে অনুপ্রাণিত করে। আমাদের প্রতিপাদ্য অনুযায়ী, আমরা অন্ধকারকে কাটিয়ে আলোর পথে যাব। এটাই হলো আমাদের প্রতিশ্রুতি। এটাই আমাদের প্রত্যাশা তরুণ প্রজন্মের কাছে। এই তরুণ প্রজন্মই মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। ঢাক-ঢোল বাদ্যের তালে তালে রাজা-রানি, হাতি, পাখি, বড় মুখোশ, গাজীর পটে আঁকা দুটি চিত্র, বনরুই, চাকা, গন্ধগোকুল ও টেপা পুতুল ইত্যাদি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ‘আমরা তো তিমির বিনাশী’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ১৪৩১ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের পরপরই রোববার সকাল সোয়া ৯টায় চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীরা শাহবাগ মোড় হয়ে শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে আবার শাহবাগ হয়ে ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) হয়ে চারুকলায় ফিরে মঙ্গল শোভাযাত্রার সমাপনী ঘোষণা করেন।  মঙ্গল শোভাযাত্রায় বড় আকারের প্রতীকগুলো লোকসংস্কৃতির উপকরণ ও দেশের বিপন্ন প্রাণী নিয়ে তৈরি করা হয়েছে। এ ছাড়া রয়েছে বড় আকারের রাজা-রানির দুটি মুখোশ। ছোট আকারে হাতে বহন করার মতো ফুল, প্যাঁচা, পাখির মুখোশ। চারুকলা অনুষদের রাস্তার দেওয়ালজুড়ে আঁকা হয়েছে আল্পনা। গ্রামবাংলার নারী, পশু-পাখির দৃশ্য তুলে ধরা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মঙ্গল শোভাযাত্রা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই মঙ্গল শোভাযাত্রা শুধু বাংলাদেশের নয়, এটি সাড়া পৃথিবীর সম্পদ। বাঙালির যে অপরিমেয় ঐতিহ্য আছে, সেটি ইউনেস্কো আমাদের স্বীকৃতি দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষক। তিনি বাঙালি সংস্কৃতিকে আলাদা মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। নববর্ষ ভাতা চালু করা হয়েছে। যাতে আমরা নববর্ষ উদযাপন করতে পারি। মঙ্গল শোভাযাত্রার প্রথম এবং শেষে ছিল র‍্যাবসহ নিরাপত্তাবাহিনীর সদস্যরা। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে দর্শকরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। দর্শক সারিতে অনেক বিদেশি নাগরিকও অংশ নিয়েছেন। জাপান, চীন, পোল্যান্ড ইত্যাদি দেশের কয়েকজন নারী-পুরুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।   পোল্যান্ডের নাগরিক পিটার এসেছিলেন মঙ্গল শোভাযাত্রা দেখতে। তিনি কালবেলাকে বলেন, মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে আসা মানুষের মুখে আনন্দ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের বর্ষবরণের এক আশ্চর্যজনক মুহূর্তের সাক্ষী হলাম আমি। রাজধানীর গুলশান থেকে ডা. তাছলিমা ইসলাম মেয়ে নুরেন ফাইজাকে নিয়ে এসেছেন মঙ্গল শোভাযাত্রা দেখতে। ডা. তাছলিমা ইসলাম কালবেলাকে বলেন, প্রতিবছর মেয়েকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা দেখতে আসি। আমি সবসময় চেয়েছি, আমার সন্তান নিজের সংস্কৃতি, রাষ্ট্রভাষাকে শিখবে। ওর বয়স যখন দুই বছর তখন থেকে ওকে বর্ষবরণ দেখতে নিয়ে আসি। এখন ও স্নাতক করেছে। এই দিনটি আমার সন্তানকে নিয়ে পালন করি।
১৪ এপ্রিল, ২০২৪

ঢাবি উপাচার্য ফ্রান্সের রাষ্ট্রদূত সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রাঁসোয়া গ্রোজজিন এবং ঢাবি সমুদ্রবিজ্ঞান বিভাগের ভিজিটিং প্রফেসর ড. তনিয়া এস্ট্রিড ক্যাপুয়ানো। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে প্রতিষ্ঠিত ‘অ্যানিমেশন ল্যাব’ পরিদর্শন করেন। এ সময় ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
০১ এপ্রিল, ২০২৪

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই শিক্ষার্থীরা পাবেন নগদ অর্থ : ঢাবি উপাচার্য  
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হতে পারলে শিক্ষার্থীরা বৃত্তি হিসেবে নগদ পাঁচ হাজার করে টাকা করে পাবেন, এরকম একটি প্রক্রিয়া নিয়ে কাজ চলমান বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইডাফস) বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম বর্ষের প্রতিটি শিক্ষার্থীকেই পাঁচ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিগগিরই এরকম একটা পদ্ধতি কার্যকর করা হবে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ আরও সুগম করবে এবং পড়াশোনায় উৎসাহ প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।  এসময় ইডাফসের সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীরসহ অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদানকালে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মহান ভাষার মাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ১ম গ্রেপ্তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা শহিদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য অবদান তুলে ধরে তিনি বলেন, এই অর্জনের কারণে বিশ্বের সব ভাষার মানুষ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ততা আরও বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা ও সার্বিক উন্নয়নে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, গবেষণাসহ সব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে রোডম্যাপ তৈরির মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।  
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

নটরডেম কলেজ হলো সেন্টার অব এক্সিলেন্স : ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেছেন, নটর ডেম কলেজে যারা পড়ালেখা করেছেন তাদের মধ্যে এমন একজন প্রাক্তনকেও পাওয়া যাবে না যিনি কোনো না কোনোভাবে রাষ্ট্রে অবদান রাখেননি, কোনো না কোনোভাবে চারপাশের মানুষকে আলোকিত করেননি। সে বিবেচনায় নটর ডেম কলেজকে সেন্টার অব এক্সিলেন্স বলতেই পারি। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আরামবাগে নটর ডেম কলেজ প্রাঙ্গণে কলেজটি প্রতিষ্ঠার ৭৫তম বর্ষ উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ঢাবি উপাচার্য বলেন, ৭৫তম বর্ষে এখানে যাদের দেখছি তাতে বোঝা যায়, এই কলেজের প্রভাব সমাজ ও রাষ্ট্রে কতটা বেশি। এমন অনেক কলেজ আছে, যেগুলো খুব ভালোভাবে শুরু করলেও রাজনীতি, গভর্নিং বডিসহ বিভিন্ন প্রভাবের কারণে তার অস্তিত্বকে সমভাবে টিকিয়ে রাখতে পারে না। সেই জায়গায় নটর ডেম কলেজ ব্যতিক্রম। কলেজটি প্রাতিষ্ঠানিক সম্মান ও প্রভাব টিকিয়ে রাখতে পেরেছে।  তিনি বলেন, আমি এই কলেজের শিক্ষার্থী নই। তবে আমার বড় ভাই ও আমার ছেলে এই কলেজের সাবেক শিক্ষার্থী। ভাই ও ছেলের কাছ থেকে যতটুকু শুনেছি, নটর ডেম কলেজের শিক্ষাব্যবস্থা মানসম্মত ও যুগোপযোগী। তিনি আরও বলেন, যখনই এই আঙিনায় আসি, মনে হয় একটি সুশৃঙ্খল জায়গায় এসেছি। যতদিন এসেছি, শিক্ষকদের কমনরুমে টাটকা বন ও গরম কফি খেয়েছি। এগুলো বলার কারণ হলো- কলেজ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সেই পরিবেশ দিয়েছে।  অধ্যাপক মাকসুদ কামাল বলেন, নটর ডেম কলেজের সহশিক্ষা কার্যক্রম অনেক শক্তিশালী। এখানে ২৪টি ক্লাব রয়েছে এবং সবগুলো সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এগুলো না থাকলে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ হয় না। আশা করি, নটর ডেম কলেজ প্রকৃত মানবসম্পদ সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখবে।  
২৬ জানুয়ারি, ২০২৪

শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে মেট্রোরেলে ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে মেট্রোরেল ভ্রমণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। রোববার টিএসসি স্টেশন থেকে মেট্রোরেল ভ্রমণ শেষে উত্তরার দিয়াবাড়ী স্টেশনে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় উপাচার্যসহ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের ডিন ও ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া কমাতে সরকারের প্রতি আহ্বান জানান উপাচার্য।
২৬ ডিসেম্বর, ২০২৩
X