দুদিনের ব্যবধানে স্বর্ণের দাম কমল ৩১৩৮ টাকা
এবার দুদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর পরও মধ্যবিত্তের হাতের নাগালে আসছে না মূল্যবান ধাতুটি। এখন ভালো মানের স্বর্ণের গহনা বানাতে ভরিতে খরচ হবে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে গতকাল বিকেল ৪টা থেকে। নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের ভরি কমে হয়েছে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৯৯৫, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৭০৯ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ৭৬ হাজার ৫৮৬ টাকা। অর্থাৎ, প্রতি ভরি ২২ ক্যারেটে ৩ হাজার ১৩৮, ২১ ক্যারেটে ৩ হাজার ৯, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৬৬ এবং সনাতন পদ্ধতির স্বর্ণে কমেছে ২ হাজার ৭৬ টাকা।
২৪ এপ্রিল, ২০২৪

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
জ্বালানি তেলের দাম কমেছে। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমল। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।  প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা করা হয়েছে। এ ছাড়াও অকটেনের দাম লিটার প্রতি ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম লিটার প্রতি ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।  এর আগে, জ্বালানি তেলের দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের দামে সমন্বয় করা হবে।  গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, দেশে ব্যক্তিগত যানবাহনে অকটেন ও পেট্রোল বেশি ব্যবহৃত হয়। সেকারণে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়। প্রসঙ্গত, উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আর কেরোসিন, ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ২০২২ সালে আগস্টে ভর্তুকির চাপ এড়াতে গড়ে ৪২ শতাংশ জ্বালানি তেলের দাম বাড়েনো হয়। এরপর ব্যাপক সমালোচনার মুখে ওই মাসের শেষ দিকে লিটার প্রতি ৫ টাকা করে দাম কমানো হয়।
০৭ মার্চ, ২০২৪

সয়াবিন তেলের দাম কমল
সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে পাম তেলের দাম কমছে লিটার প্রতি ৪ টাকা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। টিপু মুনশি বলেন, নতুন দর নির্ধারণের ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা। এক লিটার খোলা সয়াবিন বিক্রি হবে ১৪৯ টাকায়, যা এতদিন ছিল ১৫৪ টাকা, যা আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রী বলেন, ডিম, আলু ও পেঁয়াজের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে নির্ধারিত দামেই এসব পণ্য পাওয়া যাবে। নতুন দাম অনুযায়ী ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ডিম ও তেলের পাশাপাশি আলুর দামও নির্ধারণ করা হয়েছে। খুচরাবাজারে আলু পাওয়া যাবে কেজি প্রতি ৩৬ টাকা করে। পণ্যের দাম যাচাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বিকেল থেকেই অভিযানে নামবে বলেও জানিয়েছেন টিপু মুনশি। এ সময় ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।
১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্বর্ণের দাম কমল বিশ্ববাজারে
গত মাসেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছিল। যার প্রভাব পড়েছিল দেশের বাজারেও। এবার সবাইকে সুখবর দিয়ে স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে। প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৩০ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ কমেছে। স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা এবং প্লাটিনামের দামও কমেছে। এর আগে গত ২০ জুলাই বিশ্ববাজারের পাশাপাশি স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৈঠকে ২১ জুলাই থেকে সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৭৮ টাকা। এর সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯ হাজার টাকার ওপরে। ভালোমানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়, সব ধরনের স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয় রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা।
১২ আগস্ট, ২০২৩
X