স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের কবজি কেটে নিল দুর্বৃত্ত
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নকে (৩৮) কুপিয়ে দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গচিহাটা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি বাড়ির নিকট পৌঁছালে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তার গতিরোধ করে তার দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায় তারা।  তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। মো. রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সতরদ্রোন গ্রামের শাহজাহান মিয়ার বড় ছেলে। রফিকুল ইসলাম নয়নের বাবা শাহজাহান মিয়া বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের জেরে এই হামলা ঘটে থাকতে পারে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ বলেন, প্রায় দেড় বছর আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে সতরদ্রোণ ও রায়খলা গ্রামে পাল্টাপাল্টি দুটি খুনের ঘটনা ঘটে। এর একটি মামলায় শাহজাহান ও নয়ন আসামি। পরবর্তী সময়ে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ পড়েছে। নয়নের ওপর হামলার সঙ্গে ওই ঘটনারও যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পরে বিস্তারিত জানানো হবে।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের কবজি কেটে নিল দুর্বৃত্ত
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নকে (৩৮) কুপিয়ে দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গচিহাটা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি বাড়ির নিকট পৌঁছালে দেশীয় ধারাল অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে। এসময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায় তারা।  তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। মো. রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সতরদ্রোন গ্রামের শাহজাহান মিয়ার বড় ছেলে। রফিকুল ইসলাম নয়নের বাবা শাহজাহান মিয়া বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের জেরে এই হামলা ঘটে থাকতে পারে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ বলেন, প্রায় দেড় বছর আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে সতরদ্রোণ ও রায়খলা গ্রামে পাল্টাপাল্টি দুটি খুনের ঘটনা ঘটে। এর একটি মামলায় শাহজাহান ও নয়ন আসামি। পরবর্তী সময়ে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ পড়েছে। নয়নের ওপর হামলার সঙ্গে ওই ঘটনারও যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পরে বিস্তারিত জানানো হবে।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

রাতের আঁধারে দেড়শ একর লবণের মাঠ নষ্ট করল দুর্বৃত্ত
কক্সবাজারের চকরিয়ায় দেড়শ একর লবণ মাঠের পলিথিন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিম গান্ধি পাড়া এলাকায় কে বা কারা এ  লবণ মাঠের পলিথিন কেটে দেয়। সকালে লবণ চাষিরা মাঠে গেলে এসব দৃশ্য দেখতে পান।  জানা যায়, স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমানসহ কয়েকজনের মালিকানাধীন ২শ একর জমি চিংড়ি চাষের জন্য সেকান্দর বাদশা নামে এক ব্যক্তি লিজ নেয়। বর্ষা মৌসুমে চিংড়ি চাষ হলেও শুষ্ক  মৌসুমে লবণ পানি ঢুকিয়ে এসব জমিতে লবণ উৎপাদন করা হয়।  সেকান্দর বাদশা বলেন, স্থানীয় ৭২ জন লবণ চাষিকে এই জমি বর্গা হিসেবে দেওয়া হয়। গত দেড় মাস ধরে এসব কৃষক লবণ উৎপাদনের জন্য জায়গাটি উপযোগী করে তোলে। গত কয়েকদিন আগে পলিথিন বসিয়ে লবণ পানি ঢুকানো হয়। লবণও তৈরি হচ্ছে। এ সময় দুর্বৃত্তরা রাতের আঁধারে অন্তত দেড়শ একর জমির পলিথিন কেটে দিয়ে লবণ নষ্ট করে দিয়েছে।  চিংড়ি ঘেরের মালিক পক্ষের সদস্য আতিকুর রহমান বলেন, কারা কেন এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে জানি না। এতে ৭২ জন কৃষক তাদের পুঁজি হারিয়ে পথে বসবে।  ক্ষতিগ্রস্ত কৃষক বাহাদুর আলম বলেন, লাভের আশায় দুই একর জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করি। প্রতি একর জমি চাষের জন্য তৈরি করতে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এখন আমি কী করব ভেবে পাচ্ছি না।  কৃষক হেলাল উদ্দিন বলেন, দেড়শ একর জমি বর্গা নিয়ে গত দেড় মাস ধরে চাষাবাদ করে লবণ মাঠের জন্য তৈরি করেছি। লবণ উৎপাদনের শুরুতে একদল দুর্বৃত্ত লবণ মাঠের পলিথিন কেটে দেওয়ায় আমাদের অন্তত ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লবণ মাঠের পলিথিন কেটে দেওয়ার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৮ জানুয়ারি, ২০২৪

স্কুলশিক্ষিকার একমাত্র বাহন পুড়িয়ে দিল দুর্বৃত্ত
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সরকারি আবাসিক ভবনের তালা ভেঙে স্কুলশিক্ষিকার বাইক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের পূর্ব ফ্লাটে দীর্ঘদিন ধরে তার একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করছেন শিউলি চাকমা। তিনি মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। শিউলি চাকমা জানান, ভবনের গেট তালাবন্ধ থাকে। আমরা গতকাল বিশেষ কাজ রাঙামাটি এসেছি। আমি ঘটনার খবর পাই রাত ৩টার সময়। আমি কারোর ক্ষতি করিনি। অথচ স্কুলে যাওয়ার একমাত্র ভরসা বাইকটি পুড়িয়ে দিল।  জুরাছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছি। অথচ নির্বাচন শেষে শান্তিময় পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের কাজ করা হচ্ছে।
১২ জানুয়ারি, ২০২৪

ঢাকা শহরে দুর্বৃত্ত ঢুকে পড়েছে : নানক
আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরে দুর্বৃত্ত-সন্ত্রাসীরা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখা শেষে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর মিরপুরে সনি হলে সিনেমাটি দেখার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তিনি বলেন, শহরের বিভিন্ন হোটেল-ফ্লাট বাসা-বাড়িতে দিগুণ টাকায় ভাড়া দিয়ে তারা আস্তানা বানিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নানক বলেন, যার যার এলাকায় দুর্বৃত্তরা থাকবে, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিবেন। তারা দায়িত্ব পালন করবে। কোনো অরাজকতা হলে দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা (বিএনপি) নির্বাচন করতে দিতে চায় না। তবে আমাদের খেয়াল রাখতে হবে- আগামী সংসদ নির্বাচন যেন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হয়। বিএনপিকে মাউথ ছাড়া পাগলা হাতি মন্তব্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ওরা দল চালাতে জানে না, দেশও চালাতে পারবে না। তাই যার যার প্রস্তুতি নিতে হবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী যে গণজমায়েত হবে, সেখানে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকতে হবে। আগামী ২৮ তারিখ বিএনপি দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করবে। তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।
২০ অক্টোবর, ২০২৩
X