নীলফামারী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় তিনি বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসনে ফিরে যেতে চায় না। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ঐতিহাসিক বিজয় উপহার দিয়ে আবারও শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারা। অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ আরও অনেকে বক্তব্য দেন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী। প্রথম অধিবেশন শেষে কামরুল-দীপকের নেতৃত্বাধীন পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। কমিটি গঠন প্রক্রিয়ায় সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তাদের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় সভা মুলতবি করেন সভাপতি। এ বিষয়ে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা বলেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় সমঝোতার জন্য সময় দেওয়া হয়। এতেও কাজ না হওয়ায় প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতারা।
১৯ জুলাই, ২০২৩
X