বিএনপির পর্তুগাল শাখার নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগাল শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনের ৫ তারকা হোটেল মুন্ডিয়ালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সঞ্চালনা করেন সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান প্রধান অতিথি, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক প্রধান বক্তা, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও ইউরোপ বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুবেল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।  অনুষ্ঠানের সভাপতি আবু ইউসুফ তালুকদার স্বাগত বক্তব্যে বলেন, আমাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। তারই অংশ হিসেবে পর্তুগাল সান্তারাইম বিএনপির জোনাল কমিটি ঘোষণা করছি।  তিনি বলেন, এই প্রথমবারের মতো পর্তুগালে কোনো জোনাল কমিটি ঘোষণা করা হলো। তিনি নবনির্বাচিত সান্তারাইম বিএনপির আহ্বায়ক সোহেল এ চৌধুরী ও সদস্য সচিব কাউসার হোসেন কিংস তালুকদারসহ সবাইকে পর্তুগাল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান। পর্তুগাল বিএনপির অন্যান্য নেতারা কেন্দ্রীয় বিএনপির নেতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন থেকে পর্তুগাল বিএনপি নেতৃত্বশূন্য ছিল। এই আহ্বায়ক কমিটি গঠনের পরে পর্তুগাল বিএনপির নেতারা এখন অনেকটা উজ্জীবিত ও আনন্দিত। বাংলাদেশের বিভিন্নপ্রান্ত থেকে বিএনপির অসংখ্য নেতারা এখন পর্তুগালে বসবাস করছেন। এই আহ্বায়ক কমিটি সকল ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পর্তুগাল বিএনপিকে ইউরোপের মধ্যে একটি মডেল এবং শক্তিশালী জাতীয়তাবাদের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে নেতারা আশা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান বলেন, পর্তুগাল বিএনপির নেতাদের দলপ্রেম, দলের প্রতি কমিটমেন্ট সত্যিই আমাকে মুগ্ধ করেছে। তারা ইউরোপের প্রতিটি আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল। সেজন্য দল তাদের মূল্যায়ন করেছে। আমি আশা এবং বিশ্বাস করি এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে পর্তুগাল বিএনপি সুসংগঠিত হবে এবং সুন্দর একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে। সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবসহ সব নেতাদের ধন্যবাদ জানান তিনি। প্রধান বক্তা এম এ মালিক বলেন, পর্তুগাল বিএনপি আগের চেয়ে অনেক সুসংগঠিত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে নিতে এবং সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্বার করতে আমাদের ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের প্রতিটি দুর্যোগময় মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা দায়িত্ব নিয়ে কাজ করে, পর্তুগাল বিএনপিও দেশের বর্তমান ক্রান্তিলগ্নে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে। বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘদিন পরে হলেও পর্তুগাল বিএনপি তাদের কমিটি পেয়েছে, দল যাদের দায়িত্ব দিয়েছে তাদের দল যোগ্য মনে করেই দিয়েছে।  তিনি আরও বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কোনো ব্যক্তিকে খুশি করতে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। নবনির্বাচিত আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটসহ সব নেতাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট নতুন কমিটির সবার নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিল্লাল হোসেন শাকিল, যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ, মন্জুরুল হোসেন জিন্নাহ, সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, এম কে নাসির, দিলোয়ার আহমেদ রাফি, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মাহফুজুল আলম সোহাগ, পর্তুগাল কমিউনিটি নেতা মুশাররফ হেসেন, আবু নাঈম শহীদ, কামরুল আহমেদ, পর্তুগাল আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, শাহাব উদ্দিন, নুরুন নাহার, মোয়াজ্জেম হোসেন কায়েস, পর্তুগাল বিএনপি নেতা আব্দুল গাফফার, নবগঠিত পর্তুগাল সান্তারাইম শাখা কমিটির আহ্বায়ক সুয়েল চৌধুরী, যুবনেতা এমদাদুর রহমান স্বপন, মাজেদ আহমেদ সামী, পর্তুগাল সেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিম গিলমান চৌধুরী, সদস্য সচিব সুজন মিয়া, যুগ্ম আহ্বায়ক কাজী ইব্রাহিম ইবু, মোহাম্মদ আমান, যুবনেতা মর্তুজা আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য লিটন মিয়া, আব্দুল লতিফ কয়েস, জায়েদ আহমদ, জামিল মিয়া, আকমল হুসাইন, বদরুল আলম, মন্জুর এলাহী, আখলাক আহমদ, মিসবাহ উদ্দিন, ফজলু আহমদ, নাইম আহমদ, মোহাম্মদ আজাদ হুসাইন কামিল আহমদ, তারেক আহমদ, যুবনেতা জাকির হুসাইন ও কাজী জুয়েলসহ প্রমুখ।
১৪ মে, ২০২৪

পর্তুগাল ও বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশে নবনিযুক্ত পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতের কাছ থেকে তাদের পরিচয়পত্র গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বঙ্গভবনে রাষ্ট্রদূতদের কাছ থেকে তাদের পরিচয়পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।  অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন- পর্তুগালের জোয়াও রিবেইরো দে আলমেদা এবং বাহরাইনের আবদুল রহমান মোহাম্মদ আলগাউদ। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপ্রধান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারস্পরিক ও বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনা তুলে ধরে- রাষ্ট্রপতি পারস্পারিক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান। সাক্ষাৎকালে পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। রাষ্ট্রদূতরা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের শান্তিপ্রিয় ও দক্ষ কর্মীদের অবদান তুলে ধরেন। নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি চৌকস অশ্বারোহী দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।
০৪ এপ্রিল, ২০২৪

রোনালদোকে যে কারণে পর্তুগাল দলে রাখা হয়নি
পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার হিসেবেই গণ্য করা হয় পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক সিআরসেভেন রয়েছেন এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। স্বাভাবিক ভাবেই রোনালদোর চাওয়া থাকবে এখন যত বেশি সম্ভব ম্যাচ খেলা। তবে পর্তুগালের এবারের ঘোষিত প্রীতি ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার নাম। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচের জন্য পতুর্গালের কোচ রবার্তো মার্তিনেজের ঘোষণা করা ২৪ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি রোনালদোর নাম। তবে শুধু রোনালদো নয় সুইডেনের বিপক্ষে ম্যাচে রাখা হয়নি দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনিয়া এবং জোয়াও ফেলিক্সের মতো খেলোয়াড়দেরকেও। তবে এতজন খেলোয়াড়কে দলে না রাখার কারণ কি? সংবাদমাধ্যম ইএসপিএনের মতে মূলত বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে প্রীতি ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে রোনালদোদের। একই কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়রিও এএসও। তাদের দাবি– ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে ছেটে ফেলা নয় কেবল আসন্ন প্রীতি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহেই ফের পর্তুগাল দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে রোনালদো জাতীয় দলের ৩২ সদস্যের প্রাথমিক দলে ছিলেন। সুইডেনের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পাওয়ায়, রোনালদো এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। গতকাল সমুদ্রসৈকতে সন্তানদের হাত ধরে হাঁটার ছবি পোস্ট করেছেন। পরে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গেও ছবি দিয়েছেন তিনি। ছুটি শেষে তিনি জাতীয় দলের পরের প্রীতি ম্যাচের জন্য যোগ দিতে পারেন। ২৬ মার্চ আরেকটি প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। সেই ম্যাচে নিশ্চিতভাবেই বাড়তি নজর থাকবে জাতীয় দলের হয়ে রেকর্ড ১২৮ গোল করা রোনালদোর দিকে। পর্তুগিজ সুপারস্টার সৌদি ক্লাব আল নাসরের জার্সিতেও দারুণ ছন্দে আছেন। আন্তর্জাতিক বিরতির আগে সর্বশেষ সৌদি প্রো লিগের ম্যাচেও গোল করেছেন তিনি। আল আহলির বিপক্ষে ১–০ ব্যবধানের জয়ে গোলটি এসেছে রোনালদোর কাছ থেকে। সব মিলিয়ে সৌদি প্রো লিগের এবারের মৌসুমে সর্বোচ্চ ২৩ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সৌদি প্রো লিগে রোনালদো পরের ম্যাচ খেলবেন ৩০ মার্চ আল তাইয়ের বিপক্ষে।
২০ মার্চ, ২০২৪

বিএনপির পর্তুগাল শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পর্তুগাল শাখায় প্রথমবারের মতো কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে আবু ইউসুফ তালুকদারকে আহ্বায়ক ও ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে ৯৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৯৫ সদস্য বিশিষ্ট কমিটির উল্লেখযোগ্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শেখ খালেদ আহমেদ মিনহাজ, মন্জুরুল হোসেন জিন্নাহ, আমির সোহেল, সাইফুল হক, ফারুক আহমেদ লিটন কাদেরী, আজমল আহমেদ, শামসুজ্জামান জামান, হাকিম মুহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান (শাহ জামাল), এমকে নাসির, মোহাম্মদ দিলোয়ার আহমেদ রাফি। প্রথম সদস্য অলিউর রহমান চৌধুরী, যুগ্ম সচিব যথাক্রমে আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মাহফুজুল আলম সোহাগ প্রমুখ। নতুন কমিটি নিয়ে নবনির্বাচিত আহ্বায়ক ইউসুফ তালুকদার বলেন, দীর্ঘদিন পরে হলেও পর্তুগাল বিএনপির নেতাদের আশার প্রতিফলন ঘটেছে, ইনশাআল্লাহ আমরা দ্রুতগতিতে পর্তুগালে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব, যে কমিটি হবে ইউরোপ জাতীয়তাবাদের একটি শক্তিশালী ইউনিট। নবনির্বাচিত সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বলেন, দীর্ঘদিন পর হলেও পর্তুগাল বিএনপির নেতারা অফিসিয়ালি তাদের রাজনৈতিক পরিচয় পেয়েছে। সে জন্য তিনি দলের প্রতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের প্রতি। তিনি আরও বলেন, দল যে তার ওপর গুরুদায়িত্ব দিয়েছে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পর্তুগালে যথাসময়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন। যে কমিটি বাংলাদেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও আশা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, ইনশাআল্লাহ পর্তুগাল বিএনপিও আগামীতে গনতান্ত্রিকভাবে পরিচালিত হবে।
১৫ মার্চ, ২০২৪

রোনালদো ম্যাজিকে সবার আগে ইউরোর মূল পর্বে পর্তুগাল  
আগের ম্যাচেই পর্তুগাল পেয়েছে ৯-০ গোলের বিশাল জয়। তবে কার্ড দেখার কারণে সেই ম্যাচে ছিলেন না পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্লোভাকিয়ার বিপক্ষে অবশ্য খেলেছেন সিআরসেভেন এবং তার জোড়া গোলেই আগামী বছর জার্মানিতে হতে যাওয়া ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ২০১৬ ইউরোর শিরোপাজয়ীরা।   শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১টায় ইউরো বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও স্লোভাকিয়া। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে রোনালদোর দল পর্তুগাল। দলের পক্ষে জোড়া গোল করেন তিনি। এ ছাড়া একটি গোল করেন গনসালো রামোস। অপর দিকে স্লোভাকিয়ার পক্ষে গোল করেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।    ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের অষ্টম মিনিটে গোল পেতে পারত দলটি। তবে বক্সে জটলার ভেতর থেকে রোনালদোর ব্যাকহিল ফ্লিক গোললাইন থেকে ফেরায় সফরকারীরা। পরক্ষণেই অফসাইডের কারণে বার্নার্দো সিলভার প্রচেষ্টাও ব্যর্থ হয়।  পর্তুগাল এগিয়ে যায় ম্যাচের অষ্টাদশ মিনিটে। ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের ক্রসে দুর্দান্ত হেডে গোলরক্ষককে পরাস্ত করেন রামোস। ২৫তম মিনিটে কাছ থেকে ফার্নান্দেজেরর হেড এক হাতে ঠেকান স্লোভাকিয়ার গোলরক্ষক। অবশ্য তিন মিনিট পরই সফল স্পট-কিকে ব্যবধান বাড়ান রোনালদো।  প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায় পর্তুগাল। তবে কাজে লাগাতে পারেনি। ফল ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রোনালদোর দল। প্রথমার্ধে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে পর্তুগাল। এই সময়ে স্লোভাকিয়া গোলের জন্য কোনো শটই নিতে পারেনি।  দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্লোভাকিয়া। ৫৫তম মিনিটে প্রথম পর্তুগালের গোলপোস্টে আক্রমণ শাণায় তারা। তবে ডেভিড হান্সকোর প্রচেষ্টা ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক ডিয়েগো কস্তা। অবশেষে ৬৯তম মিনিটে দলকে এগিয়ে নেন হান্সকো। এক্ষেত্রে কিছুটা ভাগ্যের ছোঁয়া পেয়েছিলেন তিনি।  বক্সের বাইরে থেকে আচমকা হান্সকোর শট বক্সে পর্তুগালের আন্তোনিও সিলভার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়, চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না কস্তার। তিন মিনিট পরই অবশ্য দলকে লিড এনে দেন রোনালদো। ডান দিক থেকে ফার্নান্দেজের বাড়ানো বল দূরের পোস্টে ফাঁকায় পেয়ে জালে পাঠান তিনি। এ নিয়ে জাতীয় দলের হয়ে ২০২ ম্যাচে রোনালদোর গোল হলো ১২৫টি। ৮০তম মিনিটে পর্তুগালকে আবার ভয় ধরিয়ে দেয় স্লোভাকিয়া। বক্সের বাইরে থেকে জোরালো শটে ওপরের কোণা দিয়ে গোলটি করেন স্তানিস্লাভ লোবোতকা। শেষ দিকে ডিয়োগো জোতার একটি প্রচেষ্টা ফিরিয়ে দেন স্লোভাকিয়ার গোলরক্ষক। গোল না হলেও জয় নিয়েই মাঠে ছাড়ে পর্তুগাল। এই জয়ে ‘জে’ গ্রুপে প্রথম সাত ম্যাচ অপরাজিত থেকে তিন ম্যাচ হাতে রেখেই জার্মানির টিকেট নিশ্চিত করলো পর্তুগাল। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে লুক্সেমবার্গ।  
১৪ অক্টোবর, ২০২৩
X