স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

রোনালদো ম্যাজিকে সবার আগে ইউরোর মূল পর্বে পর্তুগাল  

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

আগের ম্যাচেই পর্তুগাল পেয়েছে ৯-০ গোলের বিশাল জয়। তবে কার্ড দেখার কারণে সেই ম্যাচে ছিলেন না পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্লোভাকিয়ার বিপক্ষে অবশ্য খেলেছেন সিআরসেভেন এবং তার জোড়া গোলেই আগামী বছর জার্মানিতে হতে যাওয়া ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ২০১৬ ইউরোর শিরোপাজয়ীরা।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১টায় ইউরো বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও স্লোভাকিয়া। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে রোনালদোর দল পর্তুগাল। দলের পক্ষে জোড়া গোল করেন তিনি। এ ছাড়া একটি গোল করেন গনসালো রামোস। অপর দিকে স্লোভাকিয়ার পক্ষে গোল করেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের অষ্টম মিনিটে গোল পেতে পারত দলটি। তবে বক্সে জটলার ভেতর থেকে রোনালদোর ব্যাকহিল ফ্লিক গোললাইন থেকে ফেরায় সফরকারীরা। পরক্ষণেই অফসাইডের কারণে বার্নার্দো সিলভার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

পর্তুগাল এগিয়ে যায় ম্যাচের অষ্টাদশ মিনিটে। ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের ক্রসে দুর্দান্ত হেডে গোলরক্ষককে পরাস্ত করেন রামোস। ২৫তম মিনিটে কাছ থেকে ফার্নান্দেজেরর হেড এক হাতে ঠেকান স্লোভাকিয়ার গোলরক্ষক। অবশ্য তিন মিনিট পরই সফল স্পট-কিকে ব্যবধান বাড়ান রোনালদো।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায় পর্তুগাল। তবে কাজে লাগাতে পারেনি। ফল ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রোনালদোর দল। প্রথমার্ধে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে পর্তুগাল। এই সময়ে স্লোভাকিয়া গোলের জন্য কোনো শটই নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্লোভাকিয়া। ৫৫তম মিনিটে প্রথম পর্তুগালের গোলপোস্টে আক্রমণ শাণায় তারা। তবে ডেভিড হান্সকোর প্রচেষ্টা ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক ডিয়েগো কস্তা।

অবশেষে ৬৯তম মিনিটে দলকে এগিয়ে নেন হান্সকো। এক্ষেত্রে কিছুটা ভাগ্যের ছোঁয়া পেয়েছিলেন তিনি। বক্সের বাইরে থেকে আচমকা হান্সকোর শট বক্সে পর্তুগালের আন্তোনিও সিলভার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়, চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না কস্তার।

তিন মিনিট পরই অবশ্য দলকে লিড এনে দেন রোনালদো। ডান দিক থেকে ফার্নান্দেজের বাড়ানো বল দূরের পোস্টে ফাঁকায় পেয়ে জালে পাঠান তিনি। এ নিয়ে জাতীয় দলের হয়ে ২০২ ম্যাচে রোনালদোর গোল হলো ১২৫টি।

৮০তম মিনিটে পর্তুগালকে আবার ভয় ধরিয়ে দেয় স্লোভাকিয়া। বক্সের বাইরে থেকে জোরালো শটে ওপরের কোণা দিয়ে গোলটি করেন স্তানিস্লাভ লোবোতকা। শেষ দিকে ডিয়োগো জোতার একটি প্রচেষ্টা ফিরিয়ে দেন স্লোভাকিয়ার গোলরক্ষক। গোল না হলেও জয় নিয়েই মাঠে ছাড়ে পর্তুগাল।

এই জয়ে ‘জে’ গ্রুপে প্রথম সাত ম্যাচ অপরাজিত থেকে তিন ম্যাচ হাতে রেখেই জার্মানির টিকেট নিশ্চিত করলো পর্তুগাল। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে লুক্সেমবার্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X