চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি
চাঁদপুরে পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ হওয়ার ঘটনায় ওই শাখার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসের (আরএম) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সঙ্গে পৃথকভাবে নিখোঁজের বিষয়টি তদন্ত করছে পুলিশ। এদিকে পূবালী ব্যাংকের চাঁদপুরের নতুন বাজার শাখার নবাগত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরসহ সব কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা রিজিওনাল অফিসে নেওয়া হয়েছে। রোববার (২১ এপ্রিল) থেকে এই শাখায় নতুন সেটআপে কর্মকর্তারা গ্রাহক সেবা দেবেন। ঘটনার পর থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও দুদুক চাঁদপুর কার্যালয় ঘটনার তদন্ত করছে। প্রসঙ্গত, নিখোঁজ ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়ার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবারে কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলছে। তিনি গত ১৪ জানুয়ারি পূর্বালী ব্যাংকের নতুন বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।
১৯ এপ্রিল, ২০২৪

পূবালী ব্যাংক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত মনজুরুর রহমান
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পর্ষদের ১৩৮৮তম সভায় তাকে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়।  ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায় ৫৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মনজুরুর রহমান রেমা টি কোম্পানির চেয়ারম্যান। তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন। মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
০৬ জুন, ২০২৩
X