কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৬:১১ এএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৭:১৪ এএম
অনলাইন সংস্করণ

আজ যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের ৬৪ জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ। ছবি : সংগৃহীত
দেশের ৬৪ জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ। ছবি : সংগৃহীত

তীব্র গরমে আবারও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অস্বস্তিকর আবহাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। দেশের ৬৪ জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও পরিমাপযোগ্য বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার (১৮ মে) পর্যন্ত সারা দেশেই বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এরপর ৫ থেকে ৬ দিন বৃষ্টি হতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের সব বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে না। রংপুর, রাজশাহী বিভাগের সঙ্গে সঙ্গে যশোর, কুষ্টিয়ার তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে। তবে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর শঙ্কা নেই। আগামী শনিবার থেকে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে। এরপর কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টি সিলেট এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে শুরু হবে। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার। এ বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে।

এদিকে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় আবু তালেব নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশে তিনি কেনাকাটা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু তালেব আনসারের প্লাটুন কমান্ডার। তার বাড়ি পাবনার ভাঙ্গুরার চরপাড়া গ্রামে। তিনি নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহিমপুরে ধান কাটতে গিয়ে বিষ্ণুপদ মজুমদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সিলেট নগরীর জিন্দাবাজারে হিটস্ট্রোকে শফিকুল ইসলাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন

শোধনাগার বন্ধ, পানি সংকটে ৬০০ পরিবার

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক 

যেসব লক্ষণে বুঝবেন আপনার শরীর বিরতি চাইছে

কারাগারে হাজতির মৃত্যু

শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

১৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন 

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহজালাল 

১০

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১১

ভুলেও যে ৫ খাবারের সঙ্গে ডিম না খাওয়াই ভালো

১২

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারার স্ট্যাটাস

১৩

চবির এক সিন্ডিকেটে ১৫৩ নিয়োগ 

১৪

দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে : মির্জা ফখরুল

১৫

ব্র্যাকে চাকরির সুযোগ

১৬

ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১৭

আ.লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

১৮

আইসিসি থেকে বিসিবি কত টাকা পায়, যা জানা গেল

১৯

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

২০
X