নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে কাজ বন্ধ: তাপস
নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার গুলিস্তানে শহীদ মতিউর পার্কে অবস্থিত (মহানগর নাট্যমঞ্চ) ড. কাজী বশির মিলনায়তনের সংস্কারকাজ পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ভবন নির্মাণ-সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠান, বিশেষ করে রিহ্যাবের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা এ কাজে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেব। ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার আগামী মে থেকেই অভিযান চালানো হবে জানিয়ে শেখ তাপস বলেন, এডিস মশার মৌসুম সামনে রেখে আমাদের যে কর্মপরিকল্পনা ও সূচি রয়েছে, সে অনুযায়ী মে মাসে পুলিশ, রাজউক, রেলওয়ে, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করব।
২৫ এপ্রিল, ২০২৪

ঢাকা উত্তরে মশার লার্ভা পেলে জেল-জরিমানা
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করতে ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী প্রচার অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ কার্যক্রম শুরুর এক সপ্তাহ পর আগামী ২৭ এপ্রিল থেকে যেসব বাড়ি ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের জেল ও জরিমানা করা হবে। এমনকি সরকারি বা সিটি করপোরেশনের অফিসে মশার লার্ভা পেলে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। গতকাল সোমবার রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডে সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। ৭নং ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় ঢাকা-১৪ আসনের এমপি মাইনুল হোসেন খান, ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, সংক্রামক রোগ বিশেষজ্ঞ বে-নজির আহমেদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
২৩ এপ্রিল, ২০২৪

সেবা পেলে মানুষ রাজস্ব দিতে উৎসাহ পাবে
মানুষের আয় বৃদ্ধি পেলে এবং সহজে নাগরিক সেবা পেলে মানুষ রাজস্ব দিতে উৎসাহ বোধ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে শুধু বরাদ্দকেই বোঝায় না, বরং নির্দিষ্ট এলাকার মানুষের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে বোঝায়। প্রতিটি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদকে তাদের নিজ নিজ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার বিষয়ে ভাবতে হবে। গতকাল শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ষষ্ঠ নির্বাচিত পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। আরও বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল লতিফ, মহিউদ্দিন বাচ্চু ও আব্দুস সালাম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার রাজিব রঞ্জন প্রমুখ।
১০ মার্চ, ২০২৪

সহজে সেবা পেলে মানুষ রাজস্ব দিতে উৎসাহ বোধ করবে : স্থানীয় সরকারমন্ত্রী
মানুষের আয় বৃদ্ধি পেলে এবং সহজে নাগরিক সেবা পেলে মানুষ রাজস্ব দিতে উৎসাহ বোধ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে শুধু বরাদ্দকেই বোঝায় না বরং নির্দিষ্ট এলাকার মানুষের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে বোঝায়। শনিবার (৯ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ষষ্ঠ নির্বাচিত পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সংসদ সদস্য এম আব্দুল লতিফ, মহিউদ্দিন বাচ্চু এবং আব্দুস সালাম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজিব রঞ্জন প্রমুখ। আয়বর্ধন চ্যালেঞ্জিং উল্লেখ করে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান যদি এমনভাবে সেবা দেয় যে, নাগরিক আশ্বস্ত হয়, তাহলে তিনি টাকা দিতে দ্বিধাবোধ করবেন না। বেনিফিট পেলে আপনি যখন রেভিনিউ সার্চ করবেন, তখন তিনি দ্বিমত করবেন না। যেমন, একটি বাজারে যদি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেন, এতে একজন ব্যবসায়ীর যদি ১০ হাজার টাকা সেভ হয়, তিনি আপনাকে ৫০ টাকা দিতে দ্বিধাবোধ করবেন না।’
০৯ মার্চ, ২০২৪

নির্ধারিত দামে তেল না পেলে তাৎক্ষণিক ব্যবস্থা
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে গিয়ে যদি দেখেন প্রতি লিটার ১৬৩ টাকা মূল্যের ভোজ্যতেল নেই, তাহলে আমাদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ১ মার্চ থেকে সব কারখানা ১৬৩ টাকা দরে প্রতি লিটার সয়াবিন তেল বাজারজাত করছে। এটা আমার নিশ্চিত করেছি। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ডি-৮ সুপারভাইজরি কাউন্সিলের সপ্তম সভা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি সচিবালয়ে নিত্যপণ্য সরবরাহকারী ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনের সভায় ‘সরকারপক্ষ ৫ টাকা শুল্ক ছাড় ও রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ৫ টাকা ছাড় দিয়ে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০ টাকা কমায়। এর মধ্যে ১৪ দিনের বেশি সময় পার হলেও এখনো সব দোকানে নতুন দামের তেল পৌঁছায়নি। নতুন দামে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলে ৪৫ টাকা কমে ৮০০ টাকায় বিক্রি হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। আশা করি, ভোক্তারা এটার (দাম কমার) সুবিধা পাওয়া শুরু করেছেন।
০৬ মার্চ, ২০২৪

আতঙ্কের নাম হিজড়া, চাঁদা না পেলে করেন অশ্লীলতা-মারধর
রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকার মুদি দোকানি সুমন মিয়া। প্রতিদিনের মতো গত মঙ্গলবারও দোকান খুলে বসেছিলেন তিনি। ঠিক তখনই দোকানে আসেন তিনজন হিজড়া। দাবি করেন চাঁদা। ৫০ টাকা দেওয়া হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি তারা। তবে সুমন মিয়া এর বেশি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান হিজড়ারা। দোকান থেকে টেনেহিঁচড়ে বেধড়ক মারধর করা হয় তাকে। কালবেলার হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় মারধরের সেই দৃশ্য।  ভিডিও দেখার পর কালবেলার এই প্রতিবেদক যান ঘটনাস্থলে এবং কথা বলেন ভুক্তভোগী মুদি দোকানি সুমন মিয়ার সঙ্গে। আলাপচারিতায় সুমন মিয়া কালবেলাকে বলেন, প্রতি সপ্তাহেই তারা চাঁদা নিতে আসে এবং ২০ টাকা করে নেয়। তবে এবার এসে ৪০০ টাকা চাঁদা দাবি করেন তারা। যা দেওয়া আমার জন্য কষ্টসাধ্য। আমি প্রথমে ২০ টাকা এবং পরে ৫০ টাকা দেই। কিন্তু এতে তারা ক্ষিপ্ত হয় এবং একপর্যায়ে আমার ওপর হামলা করে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ছে হিজড়াদের এ ধরনের চাঁদাবাজির ঘটনা। রেহাই পাচ্ছেন না দোকানমালিক থেকে পথচারী, কেউ-ই। বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোয় তাদের বেপরোয়া চাঁদাবাজি ও উৎপাতে অতিষ্ঠ দোকান মালিকসহ সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে কালবেলা টিম মাঠে নামলে বের হয়ে আসে হিজড়াদের নানা অপকর্মের ফিরিস্তি। পথচারী ও দোকান মালিকদের অভিযোগ— প্রতি সপ্তাহে তারা চাঁদা নিতে আসে। চাহিদা অনুযায়ী চাঁদা দিতে না পারলে অকথ্য ভাষায় গালাগালসহ বিবস্ত্র হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, এমনকি মারধরের মতো ঘটনাও ঘটান হিজড়ারা। তারা আরও বলেন, শুধু দোকান থেকেই চাঁদা নিয়ে ক্ষান্ত হন না তারা। কোনো বাড়িতে বাচ্চা জন্ম নিলে সেখানে গিয়েও দাবি করেন টাকা; না দিলে ঘটান হুলস্থুল কাহিনি।  ফারুক আহমেদ নামে মুগদা এলাকার একজন বাসিন্দা অভিযোগ করে কালবেলাকে বলেন, বাচ্চা হওয়ার খবর পেয়ে আমার বাসায় আসে একদল হিজড়া, দাবি করেন টাকা। তবে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে হামলা চালান আমার বৃদ্ধা মায়ের ওপর। এদিকে টিম কালবেলা মুগদার মানিকনগর এলাকাতে উপস্থিত থাকার সময়েই হিজড়াদের একটি দল দোকান থেকে চাঁদা নিতে আসে। কিন্তু মিডিয়ার উপস্থিতি টের পেয়ে সরে যান তারা।  পরে বিষয়টি নিয়ে কালবেলার পক্ষ থেকে যোগাযোগ করা হয় ওই এলাকার হিজড়াদের গুরু আবুল সর্দারের সঙ্গে। তিনি দোকানি সুমন মিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, তাদের আমি বিষয়টি নিয়ে গালমন্দ করেছি। সবাই তো আসলে এক না, তাই এমন ঘটনা ঘটিয়েছে। যারা আমাদের চাঁদা দেয় তাদের ওপর হাত তোলাটা একদম নিকৃষ্ট কাজ। তারা দিলে দেবে, না দিলে না দেবে। কিন্তু তাদের ওপর জুলুম-অত্যাচার করা যাবে না। স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান সৌরভও এমন ঘটনার কথা স্বীকার করেছেন। কালবেলাকে তিনি বলেন, যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে এবং ঘটছে, সেহেতু যত দ্রুত সম্ভব এটি সমাধানের চেষ্টা করব। এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আছে কিনা, সেই সাথে আইনগত কী সমাধান রয়েছে, তা জানতে কালবেলার এই প্রতিবেদক যোগাযোগ করেন মুগদা থানায়। সেখানকার ওসি (তদন্ত) মো. কামরুল হোসাইন কালবেলাকে বলেন, ‘হিজড়া নিয়ে কোনো অভিযোগ আমাদের কাছে নেই। তবে অভিযোগ পেলে সে যে-ই হোক আমরা তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

সস্তা খুঁজতে যাই, সস্তা পেলে বেশি খাই: খাদ্যমন্ত্রী
ভোক্তারা অনেক সময় খরচ বাঁচাতে নিম্নমানের পণ্য কেনেন বলে মন্তব্য করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদেরও দোষ আছে। আমরা আবার সস্তা খুঁজতে যাই। একটু সস্তা পেলে বেশি খাই। চিন্তা করতে হবে, মানসম্মত উৎপাদন করতে গেলে খরচ; সেটা দিয়ে আমরা অল্প খাব কিন্তু ভালো জিনিস খাব।’ গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে সেফ ফুড কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ কার্নিভাল ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন। মন্ত্রী বলেছেন, দানাদার খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা নিরাপদ খাদ্য ও পুষ্টির জন্য সংগ্রাম করছি। তিনি বলেন, এক সময় দেশে খাদ্যের অভাব ছিল। আজকের ভাত পানি দিয়ে রেখে দিতে হয়েছে, পরের দিন সেটা যাতে খাওয়া যায়। তবে এখন আর সেই অবস্থা নেই, এখন পান্তা ভাত মানুষ শখ করে খায়। তিনি বলেন, আমাদের প্রচুর রপ্তানি পণ্য আছে। রপ্তানি পণ্যগুলো আন্তর্জাতিকমানের করে গড়ে তুলুন। পণ্য এমনভাবে উৎপাদন করুন, যেন বিদেশি চেইন শপে সেগুলো পাওয়া যায়। দ্বিতীয় পর্বে বিভিন্ন এলাকার খাবার নিয়ে আঞ্চলিক বিতর্ক। গম্ভীরায় সুরে সুরে নিরাপদ খাদ্যবিষয়ক বার্তা দেওয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কার্যক্রম।
০৯ ফেব্রুয়ারি, ২০২৪

সস্তা খুঁজতে যাই, সস্তা পেলে বেশি খাই : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দানাদার খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা নিরাপদ খাদ্য ও পুষ্টি জাতীয় খাদ্যের জন্য সংগ্রাম করছি। সে জন্য এখন ভেজালকে আমরা না বলি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে, এখন তারা জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে। তবে সচেতনতার বৃদ্ধি জন্য আইন করলে হবে না এটাকে সবার মানতে হবে তাহলেই সচেতনতা বাড়বে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া কার্নিভাল ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন। খাদ্য মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশে খাদ্যের অভাব ছিল। আজকের ভাত পানি দিয়ে রেখে দিতে হয়েছে পরের দিন সেটা যাতে খাওয়া যায় কিন্তু এখন আর সেই অবস্থা নেই, এখন পান্তা ভাত মানুষ সখ করে খায়। তিনি বলেন, আমাদের প্রচুর রপ্তানি পণ্য আছে। কিন্তু সবকিছু বিদেশিরা নিতে চায়না। কারণ তাদের আমাদের পণ্যের প্রতি আস্থা কম। যে কারণে তারা নিজেরা এসে পণ্য উৎপাদন করে নিয়ে যাচ্ছে।  মন্ত্রী বলেন, আমাদের প্রচুর আম উৎপাদন হচ্ছে কিন্তু আমরা সেভাবে বিদেশে রপ্তানি করতে পারছি না। চিংড়ি মাছ আগে ভালো রপ্তানি হতো কিন্তু অপদ্রব্য ঢুকিয়ে আমরা রপ্তানি বাজার নষ্ট করে ফেলেছি।   এ সময় মন্ত্রী আরও বলেন, রপ্তানি পণ্যগুলো আন্তর্জাতিক মানের করে গড়ে তুলুন। তাদের সে বিশ্বাসটা অর্জন করতে হবে। আমাদের অনেক পণ্য বিদেশে যায় কিন্তু সেটি বিদেশে বাংলাদেশে বাংলাদেশি শপগুলোয় বিক্রি হয়। পণ্য এমনভাবে উৎপাদন করুন যেন বিদেশি চেইন শপে সেগুলোতে পাওয়া যায়।  ভোক্তারা অনেক সময় খরচ বাঁচাতে নিম্নমানের পণ্য কেনেন বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদেরও দোষ আছে। আমরা আবার সস্তা খুঁজতে যাই। একটু সস্তা পেলে বেশি খাই। চিন্তা করতে হবে, মানসম্মত উৎপাদন করতে গেলে খরচ সেটা দিয়ে আমরা অল্প খাব কিন্তু ভালো জিনিস খাব।’ সচেতনতা বিষয়ে তিনি বলেন, বিভিন্ন পাঠ্যপুস্তকে আমরা নির্দেশিকা দিয়েছি তবে এটা কতজন পড়ছেন? সচেতনতা বৃদ্ধি জন্য প্রতিটি মানুষের কর্তব্য রয়েছে আমরা শিক্ষক, ইমাম, মোয়াজ্জেমকে মূল্যায়ন করি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে, নামাজ শেষে নামাজে যদি এক থেকে ২ মিনিট নিরাপদ খাদ্য বিষয়ে বলি তাহলে আমরা জনগণকে সচেতন করতে পারব। এনজিও কর্মীরা প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি ওঠাতে উঠান বৈঠক করেন সেখানে যদিও এক মিনিট করে নিরাপদ খাদ্য নিয়ে কথা বলেন তাতেও সচেতনতা বৃদ্ধি পাবে। মন্ত্রী বলেন, আমরা যদি সচেতনতা আমাদের পরিবারের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে খুব দ্রুত আমরা নিরাপদ খাদ্য দেশের তালিকা স্থান করে নেব বলেও তিনি উল্লেখ করেন। খাদ্য সচিব বলেন, ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন হওয়ার পর ২০১৫ সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠা হয়। তবে যাত্রার শুরুতে কিছুটা প্রতিবন্ধকতা দেখা দেয়। করোনার কারণে কিছুটা সমস্যার পরও আমরা এগিয়ে যাচ্ছি। আমরা রেগুলেটরি রিফর্ম করার চেষ্টা করছি, এবং পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিচ্ছি। আমাদের কার্যক্রমে সকলে সহযোগিতা করছে, শুরু থেকে খাদ্য ব্যবসায়ীরা সহযোগিতা করে আসছে, সুতরাং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী খাদ্যের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, আমরা খাদ্যের নিরাপদতা নিয়ে কাজ করছি বলেও তিনি জানান। সভাপতির বক্তব্যে আব্দুল কাইউম সরকার বলেন, ৭০টি প্রতিষ্ঠান কার্নিভালে অংশ নিয়েছে। আমাদের উদ্দেশ্য একটা নিরাপদ খাদ্য বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া।  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন এলাকার খাবার নিয়ে আঞ্চলিক বিতর্ক। গম্ভীরায় সুরে সুরে নিরাপদ খাদ্য বিষয়ক বার্তা দেওয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে প্রথমদিনের কার্যক্রম। ৯ ফেব্রুয়ারি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হবে কার্নিভালের দ্বিতীয় দিনের কার্যক্রম। এরপর দিনব্যাপী পর্যায়ক্রমে ডমিনোজ পিৎজা কর্তৃক লাইভ পিৎজা প্রদর্শনী, আন্তর্জাতিক কুইজিন প্রদর্শনী, ম্যাজিক শো, সাংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নিরাপদ খাদ্যবিষয়ক সেলিব্রিটি বার্তা, সাংস্কৃতিক পরিবেশনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় জিআই পণ্য এবং অর্গানিক ফুডের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। কার্নিভালের শেষ দিনে ১০ ফেব্রুয়ারি সকালে শুরু হবে পিঠা প্রতিযোগিতা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজিন প্রদর্শনী, পুতুল নাচ প্রদর্শনী শেষে শুরু হবে সমাপনী অনুষ্ঠান।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম. উবায়দুল মোক্তাদির।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

‘দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে আন্দোলন চালিয়ে যাবে চবি শিক্ষার্থীরা’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চম দিনের মতো ক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। পরবর্তীতে বিক্ষোভ মিছিল করে তারা। প্রশাসনিক ভবন থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। মানববন্ধনে অংশ নেওয়া রসায়ন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার বলেন, প্রশাসন থেকে আমরা আমাদের দাবি মোতাবেক কোনো সিদ্ধান্ত পাচ্ছি না। আমাদের দাবি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে আমরা আন্দোলন চালিয়ে যাব। একই বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, আমরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত  আমাদের আন্দোলন চালিয়ে যাব। রেজিস্ট্রার অফিস আদেশ জারি করে মতিনকে সাময়িক বহিষ্কার করলেও উক্ত আদেশে যৌন হয়রানি বা ধর্ষণচেষ্টার কোনো অভিযোগ তোলা হয়নি। আমরা চাই রেজিস্টার আদেশে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার কথাটি উল্লেখ করে মতিনকে স্থায়ী বহিষ্কার করা হোক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। একটা মানুষের অভিযোগের সত্যতা প্রমাণ না পাওয়া পর্যন্ত শাস্তি দিতে পারি না। অভিযুক্তের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্তের রিপোর্ট হাতে আসলে সে অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেব। এর আগে, গত বুধবার (৩১ জানুয়ারি) উপাচার্য শিরীণ আখতার বরাবর এক শিক্ষার্থী নিজ বিভাগের এক অধ্যাপক সম্পর্কে লিখিতভাবে যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। এর পর থেকে সেই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে অনবরত আন্দোলন ও মানববন্ধন করে যাচ্ছে ওই বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।
০৭ ফেব্রুয়ারি, ২০২৪
X