চবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে আন্দোলন চালিয়ে যাবে চবি শিক্ষার্থীরা’

অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে উত্তাল চবি ক্যাম্পাস। ছবি : কালবেলা
অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে উত্তাল চবি ক্যাম্পাস। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চম দিনের মতো ক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। পরবর্তীতে বিক্ষোভ মিছিল করে তারা। প্রশাসনিক ভবন থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।

মানববন্ধনে অংশ নেওয়া রসায়ন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার বলেন, প্রশাসন থেকে আমরা আমাদের দাবি মোতাবেক কোনো সিদ্ধান্ত পাচ্ছি না। আমাদের দাবি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

একই বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, আমরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। রেজিস্ট্রার অফিস আদেশ জারি করে মতিনকে সাময়িক বহিষ্কার করলেও উক্ত আদেশে যৌন হয়রানি বা ধর্ষণচেষ্টার কোনো অভিযোগ তোলা হয়নি। আমরা চাই রেজিস্টার আদেশে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার কথাটি উল্লেখ করে মতিনকে স্থায়ী বহিষ্কার করা হোক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। একটা মানুষের অভিযোগের সত্যতা প্রমাণ না পাওয়া পর্যন্ত শাস্তি দিতে পারি না। অভিযুক্তের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্তের রিপোর্ট হাতে আসলে সে অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেব।

এর আগে, গত বুধবার (৩১ জানুয়ারি) উপাচার্য শিরীণ আখতার বরাবর এক শিক্ষার্থী নিজ বিভাগের এক অধ্যাপক সম্পর্কে লিখিতভাবে যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। এর পর থেকে সেই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে অনবরত আন্দোলন ও মানববন্ধন করে যাচ্ছে ওই বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিশ্ব শিশু দিবস আজ 

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

১০

টিভিতে আজকের যত যত খেলা

১১

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

১৩

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১৫

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১৬

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১৭

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৮

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৯

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

২০
X