চবিতে নতুন ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিতে যুক্ত হয়েছেন নতুন ৫ জন সহকারী প্রক্টর। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সহকারী প্রক্টরের দায়িত্ব পাওয়া পাঁচজন হলেন- ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক নীল, সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন মিত্র, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান। এর আগে সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম। তিনি অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারের স্থলাভিষিক্ত হয়েছেন।
২৪ এপ্রিল, ২০২৪

চবির নতুন প্রক্টর ড. মোহাম্মদ অহিদুল আলম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম। তিনি অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম আহমদ নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে অদ্য ২১ এপ্রিল (অপরাহ্ন) হতে প্রক্টর এর পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলমকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ১ বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো।  সদ্য নিয়োগ প্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম তার অনুভূতি ব্যক্ত করে জানান, আমাকে কিছুক্ষণ আগে এ ব্যাপারে জানানো হয়েছে। আমি এখনো ছুটিতে আছি। আগামীকাল দায়িত্ব গ্রহণ করব। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি শান্ত রাখার ব্যাপারে গুরুত্ব দেব। এ ছাড়াও হলের অব্যবস্থাপনাগুলো দূর করার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখব। 
২১ এপ্রিল, ২০২৪

জবির নতুন সহকারী প্রক্টর সাবরিন নাহার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমে নতুন সহকারী প্রক্টর হিসেবে যুক্ত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন নাহার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। রোববার (মার্চ) থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। এর আগে গত ২৮ তারিখে অফিস আদেশে তার নিয়োগ সম্পন্ন হয়। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন নাহারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা পাবেন।
৩১ মার্চ, ২০২৪

রিমান্ড শেষে কারাগারে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম এক‌দি‌নের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  মঙ্গলবার (১৯ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ রায় দেন। কোতয়ালী থানার ওসি ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে সোমবার (১৮ মার্চ) অবন্তিকা মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  গত ১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। নিহত অবন্তিকা কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার মরহুম জামাল উদ্দিনের মেয়ে। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মা তাহমিনা শবনম বাদী হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।  
১৯ মার্চ, ২০২৪

অবন্তিকার আত্মহত্যা  / জবির সহকারী প্রক্টর ও অভিযুক্ত শিক্ষার্থী আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জানা গেছে, আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কুমিল্লা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৫ মার্চ) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেন। এ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফেসবুক পেজে দীর্ঘ একটি লেখা পোস্ট করেন অবন্তিকা। সেখানে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মৃত্যুর জন্য দায়ী করেন অবন্তিকা। তিনি লেখেন, ‘আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর তার সহকারী হিসেবে তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।’ অবন্তিকার মৃত্যুর খবর ক্যাম্পাসে আসার পর থেকে তার সহপাঠীসহ শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়েন। শনিবার সকাল থেকেও ক্যাম্পাসে জমায়েত হয়ে বিক্ষোভ করেন তারা। পরে এ ঘটনায় জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে সাময়িক অব্যাহতি ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
১৬ মার্চ, ২০২৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন দুই সহকারী প্রক্টর
শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নিয়োগ পেয়েছেন আরও দুজন শিক্ষক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত পৃথক পৃথক নিয়োগ আদেশে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের প্রথম সংবিধির ১৮(১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আজিম উদ্দিন এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোছা: শারমিন আক্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রদান করা  হয়েছে।  নতুন দুজন যুক্ত হওয়ার ফলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে সদস্য সংখ্যা হলো চারজন। গত সেপ্টেম্বরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মো. ফখরুল ইসলাম। তিনি এর পূর্বে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়। এর সঙ্গে যুক্ত হলেন নতুন দুজন সহকারী প্রক্টর।  সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ায় আজিম উদ্দিন ও শারমিন আক্তার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একইসাথে ড. মো: ফখরুল ইসলাম ও বরুণ চন্দ্র রায়ের সঙ্গে এই বডিতে যুক্ত হতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।  এ বিষয়ে প্রক্টর ড. মো. ফখরুল ইসলাম বলেন, উপাচার্য প্রফেসর শাহ্ আজম স্যার আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন এবং একইসাথে আরও তিনজনকে এই বডিতে যুক্ত করেছেন। আমরা যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারব।  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদসমূহ পূর্ণরূপ লাভ করছে। এর মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিণত বিশ্ববিদ্যালয়ের মতো আচরণ করবে এবং বিশ্ববিদ্যালয় তার নিজস্ব চরিত্র অর্জন করে নিবে।
২২ ফেব্রুয়ারি, ২০২৪

না ফেরার দেশে মাইক প্রক্টর
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার মাইক প্রক্টরকে নতুন প্রজন্ম চেনে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে। কেউ হয়তো ধারাভাষ্যকার হিসেবেও মনে রাখবে তাকে। কিংবা কোচ। মাইক প্রক্টর ছিলেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা দলের কোচ। বর্ণবাদের নিষেধাজ্ঞা ওঠার পর ১৯৯২ সালে তার কোচিংয়েই বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রক্টর নিজে কতবড় ব্যাটার ছিলেন, তা কি জানে নতুন প্রজন্ম? হয়তো জানে না। মাত্র ৭ টেস্ট খেলা ক্রিকেটারকে নিয়ে তাদের আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। কিন্তু ক্রিকেটের সমঝদার মাত্রই জানেন বর্ণবিদ্বেষের কারণে দক্ষিণ আফ্রিকা নির্বাসিত না হলে আগ্রাসী ব্যাটিং ও দুর্ধর্ষ পেস বোলিং দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি হয়ে থাকতেন প্রক্টর। ৭৭ বছর বয়সে গতকাল না ফেরের দেশে চলে গেছেন তিনি। কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তার স্ত্রী দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট নিউজ২৪-কে বলেছেন, ‘প্রক্টরের অস্ত্রোপচারের সময়ে জটিলতা দেখা গিয়েছিল। আইসিইউতে থাকার সময় হৃদরোগে আক্রান্ত হয়। জ্ঞান ছিল না। আর জ্ঞান ফিরল না।’ প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০১ ম্যাচে ৪৮টি সেঞ্চুরিসহ ২১ হাজার ৯৩৬ রান আছে প্রক্টরের। সঙ্গে ১ হাজার ৪১৭টি উইকেটও নিয়েছেন। বলা বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেটে এর অর্ধেক পারফরম্যান্স করলেও বিশ্বের সেরা অলরাউন্ডার হতে পারতেন তিনি। তাহলে ম্যাচ রেফারি কিংবা কোচ হিসেবে তাকে পরিচিত হতে হতো না। প্রথম শ্রেণির ক্রিকেটে গ্লস্টারশায়ার, রোডেশিয়া, ওয়েস্টার্ন প্রভিন্সের মতো দলে খেলেছেন প্রক্টর। তবে এক দশকেরও বেশি সময় খেলেছেন গ্লস্টারশায়ারের হয়ে।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

চবিতে চার পদ থেকে হঠাৎ পদত্যাগ করলেন ২ সহকারী প্রক্টর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যক্তিগত কারণ দেখিয়ে চার পদ থেকে পদত্যাগ করেছেন দুজন সহকারী প্রক্টর। রোববার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বরাবর পদত্যাগের পৃথক চিঠি জমা দেন তারা। পদত্যাগকারী দুজন হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া। এর মধ্যে মোরশেদুল আলম সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষকের পদ থেকেও পদত্যাগ করেছেন। অন্যদিকে অরূপ বড়ুয়া চাকসু কেন্দ্রের বলিষ্ঠ সহকারী পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে তারা কর্মরত। ব্যক্তিগত কারণে আজ পদত্যাগ করছেন। এ পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ড. মো. মোরশেদুল আলম বলেন, একান্তই আমার ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি। এর বাইরে আর কিছুই নেই। পদত্যাগকারী আরেক সহকারী প্রক্টর অরুপ বড়ুয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ বলেন, দুজন সহকারী প্রক্টরের পদত্যাগের চিঠি পেয়েছি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
১১ ফেব্রুয়ারি, ২০২৪

ববির প্রক্টর অফিস রুমে ছাত্রলীগের তালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. আব্দুল কাইয়ুমের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ছাত্রলীগের একাংশ প্রক্টর অফিসে তালা দিয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তার কক্ষে তালা দেওয়া হয়। ছাত্রলীগের একাংশের দাবি, তাদের মিথ্যা মামালার আসামি করে হয়রানি করা হচ্ছে। তাদের এক কর্মীকে আজকে জামিন দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। প্রশাসনের সঙ্গে আঁতাত করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে। এ বিষয়ে প্রক্টর ড. আব্দুল কাইয়ুম বলেন, আজকে তামজিদ মনঝুর জামিন দেওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় তারা প্রক্টর অফিসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন। তামজিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের নেতা হিসেবে পরিচিত।  বিষয়টি নিয়ে ছাত্রলীগের একাংশের নেতা মাহমুদুল হাসান তমাল বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে। কিন্তু প্রক্টর এ বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এ দাবিতে আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এটা পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।  রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান বলেন, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। প্রশাসন তাদের পেছন থেকে মদদ দিচ্ছে। আমরা প্রক্টরের পদত্যাগে প্রয়োজনে আরও বড় কর্মসূচি পালন করব।
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

ববির নতুন প্রক্টর আবদুল কাইউম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. খোরশেদ আলমের স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রক্টর ড. আবদুল কাইউম সাংবাদিকদের বলেন, আমার প্রথম অগ্রাধিকার হবে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা। গত দিনে অনেক ঘটনার তদন্ত হয়নি বিধায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একধরনের আস্থার ঘাটতি দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। এখন বিচারহীনতার সংস্কৃতির সমাপ্তি ঘটবে। ড. আবদুল কাইউম আরও বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি শতভাগ সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দিন রাত ২৪ ঘণ্টা আমাকে তাদের পাশে পাবে। প্রক্টর অফিস হবে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে শিক্ষার্থীবান্ধব অফিস। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কেটিং বিভাগের শিক্ষক ড. আবদুল কাইউমকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে একাধিক পদে দায়িত্ব পালন করলে যেকোনো একটির ভাতা গ্রহণ করতে পারবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
২২ ডিসেম্বর, ২০২৩
X