কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন দুই সহকারী প্রক্টর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন দুইজন সহকারী প্রক্টর। ছবি : সৌজন্য
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন দুইজন সহকারী প্রক্টর। ছবি : সৌজন্য

শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নিয়োগ পেয়েছেন আরও দুজন শিক্ষক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত পৃথক পৃথক নিয়োগ আদেশে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের প্রথম সংবিধির ১৮(১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আজিম উদ্দিন এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোছা: শারমিন আক্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নতুন দুজন যুক্ত হওয়ার ফলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে সদস্য সংখ্যা হলো চারজন। গত সেপ্টেম্বরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম। তিনি এর পূর্বে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়। এর সঙ্গে যুক্ত হলেন নতুন দুজন সহকারী প্রক্টর।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ায় আজিম উদ্দিন ও শারমিন আক্তার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একইসাথে ড. মো: ফখরুল ইসলাম ও বরুণ চন্দ্র রায়ের সঙ্গে এই বডিতে যুক্ত হতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বিষয়ে প্রক্টর ড. মো. ফখরুল ইসলাম বলেন, উপাচার্য প্রফেসর শাহ্ আজম স্যার আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন এবং একইসাথে আরও তিনজনকে এই বডিতে যুক্ত করেছেন। আমরা যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারব।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদসমূহ পূর্ণরূপ লাভ করছে। এর মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিণত বিশ্ববিদ্যালয়ের মতো আচরণ করবে এবং বিশ্ববিদ্যালয় তার নিজস্ব চরিত্র অর্জন করে নিবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

১০

মির্জা ফখরুলের জন্মদিন আজ

১১

সাড়ে ৩০০ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরিডুবি

১২

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

১৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

১৪

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

১৬

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৭

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১৯

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

২০
X