বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. আব্দুল কাইয়ুমের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ছাত্রলীগের একাংশ প্রক্টর অফিসে তালা দিয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তার কক্ষে তালা দেওয়া হয়। ছাত্রলীগের একাংশের দাবি, তাদের মিথ্যা মামালার আসামি করে হয়রানি করা হচ্ছে। তাদের এক কর্মীকে আজকে জামিন দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। প্রশাসনের সঙ্গে আঁতাত করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে।
এ বিষয়ে প্রক্টর ড. আব্দুল কাইয়ুম বলেন, আজকে তামজিদ মনঝুর জামিন দেওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় তারা প্রক্টর অফিসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন। তামজিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের নেতা হিসেবে পরিচিত।
বিষয়টি নিয়ে ছাত্রলীগের একাংশের নেতা মাহমুদুল হাসান তমাল বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে। কিন্তু প্রক্টর এ বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এ দাবিতে আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এটা পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান বলেন, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। প্রশাসন তাদের পেছন থেকে মদদ দিচ্ছে। আমরা প্রক্টরের পদত্যাগে প্রয়োজনে আরও বড় কর্মসূচি পালন করব।
মন্তব্য করুন