গোলশূন্য ড্রতে শেষ সুপার ক্লাসিকোর প্রথমার্ধ
গ্যালারিতে সমর্থকদের হাতাহাতির মধ্য দিয়ে শুরু হয় ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকপ বাছাই পর্বের ম্যাচ। নির্ধারিত সময়ের বেশি সময় পর মাঠে গড়ানো ম্যাচে আর্জেন্টাইন প্রধান্য ছিল বেশি। প্রথম ৪৫ মিনিটের বেশিভাগ সময় বল দখলে রাখে মেসি- ডি পলরা। তবে অন টার্গেট শটে এগিয়ে স্বাগতিকরা। ব্রাজিলের গোল পোস্টে ৩টি শট নেয় আর্জেন্টিনা। বিপরীতে চারটি শট ছিল সেলেসাওদের।  এ ছাড়া ফাউল করাতেও এগিয়ে ব্রাজিলিয়ানরা। তারা ১২টি ফাউল করে হলুক কার্ড দেখেছে ৩টি। অন্যদিকে আর্জেন্টিনা ৫টি ফাউল করেও এখনো কোনো কার্ড দেখেনি। এদিকে খেলা শুরুর আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের গ্যালারিতে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে তা হাতাহাতি রূপ নেয়। ফলে সুপার ক্লাসিকোর ম্যাচটি শুরু হতে কিছুটা দেরি হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে এসব ছবি। এতে দেখা যায়, শুরুতে দুদলের সমর্থকরা তর্কে জড়িয়ে পড়েছেন। সে অবস্থা থেকে একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে বেশ কিছু সময় শুরু করা যায়নি ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি। পরে আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এতে করে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর, মাঠে গড়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো।
২২ নভেম্বর, ২০২৩
X