সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে চার প্রবাসী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। সংবাদমাধ্যম আল মারসদের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ মার্চ) তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাকটি বন্দর নগরী জেদ্দা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। শ্রমিকদের সংখ্যা বেশি থাকায় গাড়ির পেছনের অংশে চড়েছিলেন অনেকেই। খবর পাওয়ার পর শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ছাড়া প্রবাসীরা কোন দেশের নাগরিক তাও জানা সম্ভব হয়নি। সৌদি আরব সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তা সত্ত্বেও দেশটিতে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুর দিকে সৌদিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ২২ জন আহত হয়। সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪ হাজার ৫৫৫ জন মানুষ মারা যায়।
০১ এপ্রিল, ২০২৪

ওমানের সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের প্রবাসী নিহত
ওমানের সড়কের গাড়িচাপায় মিরসরাইয়ের প্রবাসী খাইরুল ইসলাম চৌধুরী নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় বেলা ১১টায় ওমানে এ দুর্ঘটনা ঘটে।   নিহত প্রবাসী খাইরুল ইসলাম (৪৪) উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালীর হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর চতুর্থ সন্তান। নিহত খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী কালবেলাকে বলেন, রোববার সকালে বাসা থেকে কাজে যাওয়ার সময় ওমানে গাড়িচাপায় আমার জেঠাতো ভাই ঘটনাস্থলে মারা যায়। তার মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, খাইরুল ইসলাম ৭ বছর আগে জীবিকার তাগিতে ওমানে পাড়ি জমান। এর আগে ১০ বছর কুয়েতে ছিলেন। খাইরুলের পরিবারে স্ত্রী এবং ১০ বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল ইসলাম নামে ইউনিয়নের এক বাসিন্দা মারা যাওয়ার খবর শুনেছি। তার মরদেহ দেশে আনার জন্য আমার পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
০৪ ডিসেম্বর, ২০২৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের ২ প্রবাসী নিহত
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. ফারদিন খান ও মো. রাশেদ নামে টাঙ্গাইলের দুই প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় গাড়ি উল্টে তারা নিহত হন। সোমবার (১৩ নভেম্বর) সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খানের ছেলে মো. ফারদিন খান এবং মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়ার ছেলে মো. রাশেদ। সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু বলেন, সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি মো. ফারদিন খান। বাবা ধার-দেনা করে প্রবাসে পাঠিয়েছে। বৃদ্ধা বাবা-মা যেন বিলাপ করে নানা রকমের স্মৃতির কথা বলছেন। অনেক আশায় বিদেশে পাড়ি জমান ফারদিন। ইউপি চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল কাগজ পাঠিয়েছি। মরদেহ আসতে আরও ২০ থেকে ২৫ দিন লাগতে। জানা যায়, সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় ১১ নভেম্বর গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
১৩ নভেম্বর, ২০২৩
X