দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করবে শ্রমিক দল
কেন্দ্রীয়সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মূল্যায়ন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি ও টাকার ক্রমাগত অবমূল্যায়নের ফলে শ্রমিকদের প্রকৃত মজুরি হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে বেকারত্ব বৃদ্ধি রোধ ও শ্রমিক কর্মচারীদের ওপর সরকারি দমনপীড়ন অবিলম্বে বন্ধের জন্য দাবি করা হয়। প্রচণ্ড তাপদাহের মধ্য রাজধানী ঢাকার নয়াপল্টনে ১লা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন পরবর্তী এই মূল্যায়ন সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ এতে কেন্দ্রীয় কমিটির নেতারা অংশগ্রহণ করেন।
১৪ মে, ২০২৪

বাকৃবিতে শিক্ষকদের শেখাতে প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনিযুক্ত প্রভাষকদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে টিচিং-লার্নিং শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণকক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম নওশাদ আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিচার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম। এ ছাড়া জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং প্রশিক্ষণার্থী নবনিযুক্ত শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ভালো শিক্ষক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। তোমরা ছাত্র থাকা অবস্থায় যে গুণাবলির কারণে শিক্ষকদের অপছন্দ করতে সে গুণগুলো পরিহার করবে এবং বেশি পছন্দের শিক্ষকদের ভালো গুণগুলো নিজের মধ্যে ধারণের চেষ্টা করবে। দিন শেষে গুণের কদর। একজন শিক্ষক পরিচিত হয় তার কাজের মাধ্যমে। যারা তাদের ভালো কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চায় তাদের অনুসরণ করো। ব্যক্তিগত স্বাস্থ্য, পরিবার ও কর্মক্ষেত্র এই তিনটির সঠিক সমন্বয় ছাড়া কেউ নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারবে না। তাই আমাদের এই তিনটি বিষয়ে বিশেষ করে গুরুত্বারোপ করতে হবে।
২২ জানুয়ারি, ২০২৪

নসরুল হামিদের পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় নির্বাচনে কেরানীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদের পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৫ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউ মহানগর কনভেনশন সেন্টার, ঢাকায় এ প্রশিক্ষণ কর্মশালা ও দলীয় প্রচার শীর্ষক কর্মশলা অনুষ্ঠিত হয়।   কর্মশালায় প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের ভোটের দিনে তাদের কার্যক্রম সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন। একজন ভোটার বৈধ কী বৈধ না সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া ব্যালট পেপারের ব্যবহার, ভোটার তালিকায় নাম না থাকলে কী করতে হবে এবং শারীরিকভাবে অক্ষম ভোটাররা কীভাবে ভোট প্রদান করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।  ষষ্ঠ দফায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫২ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন। এবারের আয়োজনে শুধু কোন্ডা ইউনিয়নের পোলিং এজেন্টরা অংশ নেন।  প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, ঢাকা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জসিম মাহমুদ, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ, চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুকসহ অনেকে। এবারের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ সংসদীয় আসন থেকে নৌকা মার্কায় নসরুল হামিদ ছাড়াও জাতীয় পার্টিসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ।
২৫ ডিসেম্বর, ২০২৩

সাংবাদিকতার ওপর বেরোবিতে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বেরোবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মাহমুদ ভবন অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। সংগঠনটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালাটি শেষ হয় বিকেল ৪টায়। দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও শিহাব মণ্ডলের সভাপতিত্বে  কর্মশালায় উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার কলাম লেখক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, একুশে টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান লিয়াকত আলি বাদল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদ, গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সারোয়ার আহমেদ, প্রভাষক সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক টয়। এ ছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক রবিউল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইভান চৌধুরী। বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতা, বেসিক জার্নালিজম, ফিচার, অনুসন্ধানী ও টিভি সাংবাদিকতা, কলাম সাংবাদিক ওপর দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়। এ সময় সাংবাদিকতার ওপর বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা হলো দর্পণ স্বরূপ। সাংবাদিকতা একটা সেবামূলক পেশা। সমাজ ও দেশের বিভিন্ন অনিয়ম ধরিয়ে দেওয়ার মাধ্যমে তারা মানুষের সেবামূলক কাজ করে থাকে।
১২ নভেম্বর, ২০২৩

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজশাহীতে আ.লীগের প্রশিক্ষণ কর্মশালা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দোরগোড়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ।  এরই অংশ হিসেবে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (৬ নভেম্বর) রাজশাহী জেলার প্রশিক্ষক (ট্রেইনার) প্রশিক্ষণ ও জেলার পবা উপজেলায় ভোট প্রার্থনাকর্মী (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আর বিকেল সাড়ে ৫টায় পবা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওয়াদুদ দারা।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. জাকিরুল ইসলাম সান্টু, অধ্যক্ষ মো. মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ, সপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াদুদ দারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে সার্বিক স্টেনদেন করার জন্য আওয়ামী লীগের ভোটার সংখ্যার হিসাব রাখতে স্লিপ ফরম বিতরণ করে থাকি। কিন্তু এই ভোটারদের সংঘবদ্ধ করে ভোট সেন্টারে নিয়ে আসাটাই আমাদের মূল লক্ষ্য। এজন্য ভোট প্রার্থনাকর্মী এবং ক্যাম্পেইনারের তালিকা প্রণয়ন করে তাদের মাধ্যমে যাতে সুন্দরভাবে ভোট প্রার্থনা বা ক্যাম্পেইন করে সকল প্রকারের ভোটারদের আমরা আকৃষ্ট করতে পারি, সেজন্য মূলত এই প্রশিক্ষক (ট্রেইনার) ও ভোট প্রার্থনা কর্মী (ক্যাম্পেইনার) প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের আরেকটি উদ্দেশ্য হলো আমাদের দলীয় এই প্রশিক্ষক ও ক্যাম্পেইনারদের যাতে করে শিক্ষিত ও সচেতন হিসেবে গড়ে তুলে আধুনিক, সমৃদ্ধশালী, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে আমাদের এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে রাজশাহী জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী, যারা সরাসরি ভোট ক্যাম্পেইন ও ভোট প্রার্থনার কাজে জড়িত থাকবে, তারাই অংশগ্রহণ করেছেন। 
০৬ নভেম্বর, ২০২৩
X