স্কুলে বসে ফেসিয়াল প্রধান শিক্ষিকার, সহকর্মীকেও দিলেন কামড়
ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে বসেই ফেসিয়াল করছিলেন প্রধান শিক্ষিকা। বিষয়টি তার এক সহকর্মী ভিডিও করেন। এরপর ঘটে আরও বিব্রতকর ঘটনা। এ সংক্রান্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলছে ব্যাপক সমালোচনা।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভারতের উত্তরপ্রদেশের উন্নাও শহরের বিঘাপুর ব্লকের একটি প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। এদিকে প্রধান শিক্ষিকার অপকর্ম ধারণ করে আহত হয়েছেন ওই সহকারী শিক্ষিকা। তার হাতে কামড়ে রক্তাক্ত করেছেন অভিযুক্ত। জানা গেছে, সঙ্গীতা সিং নামের ওই প্রধান শিক্ষিকার ক্লাসে পাঠদানের কথা ছিল। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে স্কুলটির রান্নাঘরে তাকে পাওয়া যায়। সেখানে তিনি একজনকে দিয়ে ফেসিয়াল করাচ্ছিলেন। মোবাইল ফোনে ভিডিও চালু রেখে রান্নাঘরের দরজা খুলে প্রবেশ করেন ওই স্কুলের সহকারী শিক্ষিকা এনাম খান। ভিডিওতে দেখা যায়, ভিডিওর বিষয়টি বুঝতে পেরে ফেসিয়াল করানো অবস্থায় হন্তদন্ত হয়ে চেয়ার থেকে উঠেন অভিযুক্ত। এরপর ভিডিওকারীর দিকে তেড়ে যান। পরের বিষয়টি ভাইরাল ভিডিওতে দেখা যায়নি। পরে আহত শিক্ষিকা মিসেস খান আরও একটি ভিডিও করেন। সেখানে তার হাতে কামড়ের দাগ দেখান। তিনি এর বিচার দাবি করেন। এদিকে ভুক্তভোগী পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি জানান, প্রধান শিক্ষিকা তার হাতে কামড়ে রক্তাক্ত করেছেন। পুলিশ ডাক্তারি পরীক্ষা শেষে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে। এ ঘটনায় ব্লকের শিক্ষা কর্মকর্তা সঙ্গীতা সিংয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিঘাপুর সার্কেল অফিসার মায়া রায় বলেন, ‘প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে ফেসিয়াল এবং সহকর্মীর হাতে কামড় দেওয়ার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।’
২২ এপ্রিল, ২০২৪

টিপস / বাড়িতে করুন ফ্রুট ফেসিয়াল
ফল শুধু শরীর নয়, যত্ন নেয় ত্বকেরও। নিয়মিত ফল খেলে ত্বক হয়ে উঠবে মসৃণ। খাওয়ার পাশাপাশি ফল যদি ত্বকে মাখা হয় তাতেও আছে উপকার। ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে ফল দিয়ে বানাতে পারে ফেসিয়াল। এটি ত্বকের পিগমেন্টেশনও কমায় এবং ময়েশ্চারাইজ করে কমলা কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ফল দিয়ে ফেসিয়াল করলে ত্বক পরিষ্কার ও মসৃণ হয়। কমলালেবুর কোয়ার ভেতর থেকে বীজ ফেলে শাঁস বের করে নিন। এর মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ মধু মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে নিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। কলা পাকা কলা চটকে তাতে এক টেবিল চামচ মধু ও এক চা চামচ হলুদ মিশিয়ে নিন। মুখে-গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। পেঁপে পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি এবং পাপাইন নামক এনজাইম। পাকা পেঁপে চটকে তাতে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এ প্যাক ত্বককে টানটান করবে। স্ট্রবেরি চার-পাঁচটা স্ট্রবেরি পেস্ট করে নিন। এক টেবিল চামচ মধু মিশিয়ে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। তরমুজ পরিমাণমতো তরমুজ পেস্ট করে তাতে এক চা চামচ মধু ও এক চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। মুখ ও গলায় এই প্যাক লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এসব ফেসিয়াল করার পরপরই মেকআপ ব্যবহার করা যাবে না। এমনকি ফ্রুট ফেসিয়ালের পরের দুই-তিন দিন এক্সফোলিয়েটও করবেন না।
৩০ জানুয়ারি, ২০২৪

রূপ চর্চা / বর্ষবরণে চকলেট ফেসিয়াল
শীতে উৎসবের কমতি নেই। পার্টি, পিকনিক চলতেই থাকে। সামনে আবার নতুন বছরের পার্টি। শত ব্যস্ততার মাঝে বাড়িতেই সেরে ফেলুন ফেসিয়াল। হাতের কাছে চকলেট থাকলেই হলো- n স্ক্রাব : প্রথমে কিছুটা ডার্ক চকলেট গলিয়ে নিন। এতে ১ টেবিল চামচ দুধ এবং ২ টেবিল চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিন। ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে লাগান স্ক্রাবটি। বৃত্তাকারে পাঁচ মিনিট ঘষুন। বেশি জোরে ঘষবেন না। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ডার্ক চকলেট ত্বকে বলিরেখা পড়তে দেবে না এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দুধ। এটি আর্দ্রতাও রাখবে। অন্যদিকে চিনি ত্বকের মরা কোষ দূর করবে। n ম্যাসাজ: মিল্ক চকলেট গলিয়ে ১ টেবিল চামচ টকদই ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মুখের পাশাপাশি গলায়ও এই মিশ্রণ দিয়ে ম্যাসাজ করুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। মিল্ক চকলেট ত্বক ময়েশ্চারাইজ করবে। টকদই ত্বক পরিষ্কার করে এবং ব্রণের আশঙ্কা কমাবে। মধু ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বক মসৃণ ও কোমল রাখে। n ফেসপ্যাক: ২ টেবিল চামচ কোকো পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ দুধের সর, অর্ধেক পাকা কলা এবং কয়েক ফোঁটা ভিটামিন ই তেল মিশিয়ে প্যাক বানান। মুখে ও গলায় মেখে শুকিয়ে নিন। তারপর ধুয়ে ফেলুন। কোকো পাউডার ও ভিটামিন ই ত্বক সুস্থ রাখবে। মুখে রক্ত সঞ্চালনও বাড়াবে। কলা ত্বককে ময়েশ্চারাইজ করে বলিরেখা কমাবে। দুধের সর ত্বককে কোমল করবে।
৩১ ডিসেম্বর, ২০২৩
X