দক্ষিণ সিটির ৯ খাল থেকে সহস্রাধিক টন বর্জ্য অপসারণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৯টি খালে পরিচালিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গত ৩ দিনে ১ হাজার ১৭ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।  গত ২৭ জুলাই থেকে গতকাল ২৯ জুলাই পর্যন্ত ৩ দিনে এ বর্জ্য অপসারণ করা হয়েছে। রোববার (৩০ জুলাই) শেষ দিনের বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান। গত ২৭ জুলাই থেকে করপোরেশনের আওতাধীন কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল থেকে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর থেকে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত, স্টাফ কোয়ার্টার থেকে ডগাইর সাংবাদিক বাড়ি খাল, জিয়া সরণি খাল এবং সুখনগর-নন্দীপাড়া-ত্রিমোহনী (জিরানি) খালে ৪ দিনব্যাপী এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। আজ এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ দিন।  ৪ দিনের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রথম দিনে ২৬৬.৯৫৩ টন, ২য় দিনে ৩৭৯.৩৮ টন, ৩য় দিনে ৩৭০.২৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। (৪র্থ দিনের অপসারিত বর্জ্য পরিমাণ রাতে জানানো সম্ভব হবে) প্রতিদিন গড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ১৩০ জন পরিচ্ছন্নকর্মী এই কার্যক্রমে অংশ নেন।
৩০ জুলাই, ২০২৩

কোরবানির দিন বিকেল ৫টার মধ্যে বর্জ্য অপসারণ : চসিক মেয়র
কোরবানির দিন বিকেল ৫টার মধ্যে বর্জ্য অপসারণের সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, এবার ৪ হাজার ৩০০ শ্রমিক ৩৪৫টি ট্রাকসহ অন্য যানবাহন দিয়ে বর্জ্য পরিষ্কার করবে। গতকাল মঙ্গলবার নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে চট্টগ্রামের কেন্দ্রীয় জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে মেয়র এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের প্রমুখ। ঈদের প্রধান জামাতের জন্য নগরীর জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান পুরোপুরি প্রস্তুত বলে জানান মেয়র রেজাউল। তিনি বলেন, এবার সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি জামাতের ব্যবস্থা করা হয়েছে ঈদগাহে। মুসল্লিদের সুবিধার্থে ১৫০টি ফ্যান ও শামিয়ানা থাকবে। অজুখানার পাশাপাশি গাড়িতে করে অতিরিক্ত পানি রাখা থাকবে। নিরাপত্তার জন্য সিসিটিভি মনিটরিংসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য থাকবেন। এ ছাড়া নগরীতে চসিকের তত্ত্বাবধানে আটটি মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
২৮ জুন, ২০২৩
X