বনানীতে বাইক চাপা দেওয়া বাসে আগুন নিহত ১
রাজধানীর বনানীর নৌ সদর দপ্তরের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সেটিকে টেনেহিঁচড়ে নিয়ে পালানোর সময় যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলটির তেলের ট্যাঙ্ক রাস্তায় ঘর্ষণের ফলে তেল বেরিয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জে কে এন্টারপ্রাইজ কোম্পানির বাসটি পুড়ে যায়। বাসটি ঢাকা-শেরপুর রুটে চলাচল করে। এদিকে, রাতে মোটরসাইকেলটির চালক শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বনানী থানার ওসি কাজী সাহান হক জানান, নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার বাস ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে চলন্ত মোটরসাইকেল ঢুকে পড়ায় আগুন ধরে যায় বাসটিতে। বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা। গতকাল শনিবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বনানীতে গিয়ে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শী এক ট্রাফিক পুলিশ বলেন, বনানী ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী ছিটকে দূরে পড়ে যান। মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে সেটিকে বহুদূর টেনে নিয়ে যায় বাসটি। এ সময় রাস্তার সঙ্গে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কের সংঘর্ষে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। যাত্রীরা নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে মোটরসাইকেলের ট্যাঙ্ক ফেটে বাসটিতে আগুন ধরে যায়।
২৮ এপ্রিল, ২০২৪

রাজধানীতে হঠাৎ বাসে আগুন
রাজধানীর বনানী নেভী হেড কোয়ার্টারের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
২৭ এপ্রিল, ২০২৪

চুয়েটের ২ শিক্ষার্থীর মৃত্যুর পর ভাঙচুর, বাসে আগুন
রাঙ্গুনিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। এদিকে, এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা এবং ২১ ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। তাদের মধ্যে শান্ত নরসিংদীর কাজল সাহার ছেলে এবং তৌফিক নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড এলাকার মোহাম্মদ দেলোয়ারের ছেলে। আহত জাকারিয়া একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী, তবে তার ঠিকানা জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীরা মোটরসাইকেলে রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন। সেলিমা কাদের কলেজ গেট এলাকায় শাহ আমানত পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে দুজনের মৃত্যু হয়। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিকেল ৫টার পর থেকে চুয়েট গেট এলাকায় শিক্ষার্থীরা সড়কে ব্যারিকেড দিয়ে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করেন। এ সময় তারা চারটি বাস আটক করেন। রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেন উত্তেজিত শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
২৩ এপ্রিল, ২০২৪

মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বাসে আগুন
ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সংঘর্ষের পর গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান নামক স্থানে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম শেখের ছেলে। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ ওরফে সুমন (৩০) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শরিফুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন এবং অন্য আরোহী আহত হয়েছেন। মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

যশোরে স্কুল বাসে আগুন
যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে চালক ও হেলপার ছাড়া আর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে স্থানীয় কোল্ডস্টোর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হুশতলা থেকে মণিহারে দিকে আসার পথে কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের পেছনে আগুন জ্বলতে দেখা যায়। একপর্যায়ে পথচারীদের ইশারায় চালক গাড়ি থামান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় গাড়িতে চালক ও হেলপার ছাড়া আর কেউ ভেতরে ছিলেন না।  যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ড স্টোর মোড়ের একটি ওয়ার্কশপ থেকে বাসটিতে ওয়েল্ডিং কাজ করা হয়। কাজ শেষে বাসটি চলে যাওয়ার সময় হঠাৎ পেছনে আগুন লাগে। আগুনে বাসটির ভেতরের সব অংশই পুড়ে গেছে। তবে চালক-হেলপাররা নেমে যেতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ে ত্রুটি থাকার কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  মুরাদ হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, স্কুল বাসটি ওয়েল্ডিং কারখানার সামনে ছিল। হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আরেক প্রত্যক্ষদর্শী তাপস কুমার দেবনাথ বলেন, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন দাউ দাউ করে জ্বলছিল। পরে গাড়ি থামানো হয়। ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়িচালক শহিদুল ইসলাম বলেন, গাড়িতে কেউ ছিল না। আমরা গাড়ির শংকপুর বাস টার্মিনাল থেকে কাজ করিয়ে ফিরছিলাম। গাড়ি চালিয়ে আসার সময় হঠাৎ গাড়ির পিছনে কাঁচ ভেঙে পড়ে। পেছনে তাকিয়ে দেখি আগুন জ্বলছে। কীভাবে লেগেছে বলতে পারব না। যশোর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল বলেন, আমরা খবর পেয়ে ৩টি ইউনিট এসে ১০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়। ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসের ছিট পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বাসের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা নীরিক্ষা করা হয়েছে। তাতে কোনো ত্রুটি পাইনি। তবে কীভাবে আগুন লেগেছে এ মুহূর্তে বলতে পারছি না। তদন্ত করে জানা যাবে।  যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ বিশ্বাস বলেন, আমরা বাসে আগুনের খবর শোনে ঘটনাস্থলে যাই। তদন্ত করে দেখব কীভাবে আগুন লাগছে। আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারব।
২৪ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে দুই বাসে আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ জানুয়ারি) ভোর ৫টায় উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুলতা ইউনিয়নের বলায়া এলাকায় ভোর ৫টার দিকে গ্লোরি পরিবহনের দুটি বাসে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। পরে দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা করে তারা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় টহল পুলিশের সহযোগিতায় পাশে থাকা আরও ১৮টি গাড়ি সরিয়ে নেওয়া সম্ভব হয়।  গাড়িচালক হৃদয় বলেন, রাতে প্রতিদিনের মতো গাড়ি পার্কিংয়ে রেখে যাই। ভোর সাড়ে ৪টার দিকে খবর পাই গাড়িতে আগুন লেগেছে। এ সময় গাড়িতে থাকা হেলপার তুহিন দগ্ধ হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। ততক্ষণে পাশে থাকা আরও একটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পেয়ে সাথে সাথে টহলরত পুলিশের এএসআই উত্তম কুমারকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়দের সহযোগিতায় ১৮টি গাড়ি সড়িয়ে নেওয়ায় বাকি গাড়িগুলোতে আগুন লাগেনি। গাড়িতে থাকা হেলপার তুহিন কিছুটা দগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। প্রাথমিকভাবে ধারণা করছি, কয়েলের আগুন থেকে আগুনের ঘটনা ঘটেছে।
২১ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন
বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের ভেতর কেউ না থাকায় এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। বরিশাল ফায়ার সার্ভিস সদর স্টেশন অফিসার রুহুল আল আমীন জানান, বাংলাদেশ ব্যাংকের সামনেই স্টাফ বাসটি পার্কিং করা ছিল। রাতে কোনো একসময় গাড়িটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কোতোয়ালী মডেল থানার ওসি আরিচুল হক কালবেলাকে বলেন, কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
০৭ জানুয়ারি, ২০২৪

নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে চট্টগ্রামে বাসে আগুন
নির্বাচনী সরঞ্জাম দিয়ে ফেরার পথে চট্টগ্রামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে ভোটের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চান্দগাঁও থানার বিসিক শিল্প এলাকার চর রাঙ্গামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। খোঁজ জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনের ভোটকেন্দ্র ইউসুফ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুলের কাছে চালক ভোটের সরঞ্জাম রেখে রাস্তার কাছে বাস দাঁড় করানোয় দুর্বৃত্তরা হঠাৎ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাসের হেলপার বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন টের পেয়ে তিনি বাস থেকে লাফ দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়। কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, নির্বাচনী কাজে ব্যবহারের জন্য পুলিশের রিক্যুইজিশন করা একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যায় ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানিয়েছেন, বাসটি নির্বাচনী সরঞ্জাম দিয়ে ফিরছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   
০৬ জানুয়ারি, ২০২৪

রাজধানীতে বাসে আগুন
রাজধানীর ডেমরার রমজান পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ডেমরার আমুলিয়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করেছে।  এদিকে, রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।  
০৫ জানুয়ারি, ২০২৪

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন
কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার (২৩ ডিসেম্বর) জেলার দেবিদ্বার উপজেলায় বাগুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে বাসের মালিককে খবর দেয়। বাস মালিকের মাধ্যমে খবর পেয়ে উপজেলার ভানী পুলিশ ক্যাম্প ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় পুলিশ।  ওসি নয়ন মিয়া জানান, বাসের একটি জানালা খোলা থাকায় ওই দিক দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
২৪ ডিসেম্বর, ২০২৩
X