যশোর ব্যুরো
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

যশোরে স্কুল বাসে আগুন

যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন। ছবি : কালবেলা
যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন। ছবি : কালবেলা

যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে চালক ও হেলপার ছাড়া আর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে স্থানীয় কোল্ডস্টোর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হুশতলা থেকে মণিহারে দিকে আসার পথে কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের পেছনে আগুন জ্বলতে দেখা যায়। একপর্যায়ে পথচারীদের ইশারায় চালক গাড়ি থামান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় গাড়িতে চালক ও হেলপার ছাড়া আর কেউ ভেতরে ছিলেন না।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ড স্টোর মোড়ের একটি ওয়ার্কশপ থেকে বাসটিতে ওয়েল্ডিং কাজ করা হয়। কাজ শেষে বাসটি চলে যাওয়ার সময় হঠাৎ পেছনে আগুন লাগে। আগুনে বাসটির ভেতরের সব অংশই পুড়ে গেছে। তবে চালক-হেলপাররা নেমে যেতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ে ত্রুটি থাকার কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মুরাদ হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, স্কুল বাসটি ওয়েল্ডিং কারখানার সামনে ছিল। হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরেক প্রত্যক্ষদর্শী তাপস কুমার দেবনাথ বলেন, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন দাউ দাউ করে জ্বলছিল। পরে গাড়ি থামানো হয়। ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়িচালক শহিদুল ইসলাম বলেন, গাড়িতে কেউ ছিল না। আমরা গাড়ির শংকপুর বাস টার্মিনাল থেকে কাজ করিয়ে ফিরছিলাম। গাড়ি চালিয়ে আসার সময় হঠাৎ গাড়ির পিছনে কাঁচ ভেঙে পড়ে। পেছনে তাকিয়ে দেখি আগুন জ্বলছে। কীভাবে লেগেছে বলতে পারব না।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল বলেন, আমরা খবর পেয়ে ৩টি ইউনিট এসে ১০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়। ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসের ছিট পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বাসের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা নীরিক্ষা করা হয়েছে। তাতে কোনো ত্রুটি পাইনি। তবে কীভাবে আগুন লেগেছে এ মুহূর্তে বলতে পারছি না। তদন্ত করে জানা যাবে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ বিশ্বাস বলেন, আমরা বাসে আগুনের খবর শোনে ঘটনাস্থলে যাই। তদন্ত করে দেখব কীভাবে আগুন লাগছে। আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

গোলাম মাওলা রনিকে এক হাত নিলেন প্রেস সচিব

দ্বিতীয় ওয়ানডেতে মিরাজদের পাশে থাকছেন না সিমন্স

মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা : আমিনুল হক

আবারও মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা

কিয়েভে ড্রোন হামলার রেকর্ড রাশিয়ার

জামায়াতে যোগ দিলেন জাপা নেতা

শুটিং সেটে হঠাৎ অসুস্থ স্বস্তিকা, কী হয়েছিল? 

অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই 

১০

যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব : নাহিদ

১১

স্নাতকোত্তরে ১০০ নম্বরের পরীক্ষায় পেলেন ২৫০

১২

নুর-রাশেদসহ গণঅধিকারে ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

১৩

নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

১৪

‘রাজনীতি আমার জীবনের সবচেয়ে বড় ভুল’

১৫

ছুটির দিনে খেলতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক

১৭

বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

১৮

ইসরায়েলি হামলায় মারা গেলেন আরও এক ফিলিস্তিনি ফুটবলার

১৯

আবারও জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

২০
X