যশোর ব্যুরো
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

যশোরে স্কুল বাসে আগুন

যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন। ছবি : কালবেলা
যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন। ছবি : কালবেলা

যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে চালক ও হেলপার ছাড়া আর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে স্থানীয় কোল্ডস্টোর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হুশতলা থেকে মণিহারে দিকে আসার পথে কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের পেছনে আগুন জ্বলতে দেখা যায়। একপর্যায়ে পথচারীদের ইশারায় চালক গাড়ি থামান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় গাড়িতে চালক ও হেলপার ছাড়া আর কেউ ভেতরে ছিলেন না।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ড স্টোর মোড়ের একটি ওয়ার্কশপ থেকে বাসটিতে ওয়েল্ডিং কাজ করা হয়। কাজ শেষে বাসটি চলে যাওয়ার সময় হঠাৎ পেছনে আগুন লাগে। আগুনে বাসটির ভেতরের সব অংশই পুড়ে গেছে। তবে চালক-হেলপাররা নেমে যেতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ে ত্রুটি থাকার কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মুরাদ হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, স্কুল বাসটি ওয়েল্ডিং কারখানার সামনে ছিল। হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরেক প্রত্যক্ষদর্শী তাপস কুমার দেবনাথ বলেন, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন দাউ দাউ করে জ্বলছিল। পরে গাড়ি থামানো হয়। ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়িচালক শহিদুল ইসলাম বলেন, গাড়িতে কেউ ছিল না। আমরা গাড়ির শংকপুর বাস টার্মিনাল থেকে কাজ করিয়ে ফিরছিলাম। গাড়ি চালিয়ে আসার সময় হঠাৎ গাড়ির পিছনে কাঁচ ভেঙে পড়ে। পেছনে তাকিয়ে দেখি আগুন জ্বলছে। কীভাবে লেগেছে বলতে পারব না।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল বলেন, আমরা খবর পেয়ে ৩টি ইউনিট এসে ১০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়। ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসের ছিট পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বাসের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা নীরিক্ষা করা হয়েছে। তাতে কোনো ত্রুটি পাইনি। তবে কীভাবে আগুন লেগেছে এ মুহূর্তে বলতে পারছি না। তদন্ত করে জানা যাবে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ বিশ্বাস বলেন, আমরা বাসে আগুনের খবর শোনে ঘটনাস্থলে যাই। তদন্ত করে দেখব কীভাবে আগুন লাগছে। আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে’  

রাজশাহীর নতুন কমিশনার জিল্লুর রহমান

এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফলাফল কবে, যা জানা গেল

বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা

প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগ যা বলছে

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

১০

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

১১

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

১২

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

১৩

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

১৪

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

১৫

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

১৬

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

১৭

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১৮

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১৯

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X