বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের ভেতর কেউ না থাকায় এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।
বরিশাল ফায়ার সার্ভিস সদর স্টেশন অফিসার রুহুল আল আমীন জানান, বাংলাদেশ ব্যাংকের সামনেই স্টাফ বাসটি পার্কিং করা ছিল। রাতে কোনো একসময় গাড়িটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
কোতোয়ালী মডেল থানার ওসি আরিচুল হক কালবেলাকে বলেন, কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
মন্তব্য করুন