অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস -এর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল (বৃহষ্পতিবার) সকাল সাড়ে ৮টায় নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। এ সময় সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ অ্যান্ড সাসটেইনাবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক এন্থনি কসটেলো। এ সমাবর্তনে ছয় শতাধিক শিক্ষার্থীকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সাত শিক্ষার্থীকে সম্মানসূচক চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।
২৬ এপ্রিল, ২০২৪

বিইউএইচএস জার্নালের মোড়ক উন্মোচন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) প্রথম জার্নাল বাংলাদেশ জার্নাল অব হেলথ অ্যান্ড এলায়েড সায়েন্সেসের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার এ অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান প্রধান অতিথি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও নির্বাহী পরিচালকদের নিয়ে জার্নালের মোড়ক উন্মোচন করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জার্নালের নির্বাহী সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহ মো. জহুরুল হক আসনা ও বিইউএইচএসের রেজিস্ট্রার অধ্যাপক ডা. জাহিদ হাসান।
০১ ডিসেম্বর, ২০২৩

ফের বিইউএইচএস উপাচার্য অধ্যাপক ফরিদুল আলম
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) উপাচার্য হয়েছেন অধ্যাপক ডা. ফরিদুল আলম। সম্প্রতি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের অনুমোদনক্রমে সরকার তাকে এই নিয়োগ দিয়েছে। ২০১৮ সালের ১৪ জুলাই এই থাইরয়েড বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ প্রথম মেয়াদে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের পরিচালক ও অধ্যাপক ছিলেন তিনি। ২০১৪ সালে ফরিদুল আলম বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স হাসপাতালে পরিচালক হন। পরে তিনি বিইউএইচএসে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। স্বাস্থ্য ও শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ফরিদুল আলম অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
২৭ জুলাই, ২০২৩
X