বেলাব প্রেস ক্লাবের সভাপতি নিলু, সম্পাদক আমিনুল
নরসিংদীর বেলাব প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা মিলনায়তন হলরুমে আহ্বায়ক কমিটির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি পদে আজকের বসুন্ধরার নিজস্ব প্রতিবেদক মোশারফ হোসেন নিলু এবং সাধারণ সম্পদক পদে মাই টিভির বেলাব উপজেলা প্রতিনিধি মো.আমিনুল হক জয়লাভ করেন। নির্বাচনে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও শেষমেশ দুটি পদে ভোটের লড়াই হয়। অন্যদিকে সিনিয়র সহসভাপতি দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সময়ের প্রতিনিধি ফরিদুজ্জামান এবং অর্থ সম্পাদক দৈনিক কালবেলার আলমগীর পাঠান স্ব স্ব পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২২ জনের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।  নির্বাচনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহসভাপতি খন্দকার আমির হোসেন, রায়পুরা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তন্ময় সাহা প্রমুখ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ।
২৭ ডিসেম্বর, ২০২৩

সপ্তাহ ধরে পানি নেই বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পানির পাম্প বিকল হওয়ায় এক সপ্তাহ ধরে পানি সংকটে পড়েছে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি। পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে এক সপ্তাহ ধরে পানির ব্যবস্থা না হওয়ায় চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা।   বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসাসেবা নেন বেলাব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ। হাসপাতালটিতে শুরু থেকে এক্সরে, ইসিজি, অভিজ্ঞ ডাক্তার, ওটির সমস্যা থাকলেও কয়েক বছর ধরে এসব সমস্যার সমাধান হয়েছে। কিন্তু হঠাৎ করেই গত এক সপ্তাহ ধরে এই হাসপাতালের একমাত্র পানির পাম্পটি নষ্ট হয়ে যায়। পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর তা মেরামতের জন্য পাঠানো হয় নরসিংদীতে। কিন্তু এক সপ্তাহ আগে নষ্ট পানির পাম্প মেরামতের জন্য দেওয়া হলেও এ পর্যন্ত তা মেরামত করা হয়নি। পানির পাম্প না থাকায় পানির সংকট দেখা দেয় হাসপাতালে। যার প্রভাব পড়ে হাসপাতালে ভর্তিকৃত রোগী ও কর্মরত স্টাফদের মধ্যে। খবর পেয়ে সরেজমিনে বৃহস্পতিবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, পুরো হাসপাতালে রোগী ভর্তি আছেন মাত্র পাঁচজন রোগী। হাসপাতালের এক পাশে পুরাতন বিল্ডিংয়ে পুরুষ ওয়ার্ডের সবগুলো সিটই খালি। মহিলা ওয়ার্ডেরও একই অবস্থা। তবে মহিলা ওয়ার্ডে একজন রোগী ভর্তি আছেন। ওয়ার্ড ও কেবিনের ভিতরের গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ড ও কেবিনের ট্যাপ থেকে পানি পড়ছে না। হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী জানান, হাসপাতালে পানি না থাকায় তারা বাইরে থেকে পানি আনেন। যাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো তারা পানি কিনে আনছেন। পানির সংকট থাকায় প্রাকৃতিক কাজে টয়লেটেও যেতে পারছেন না অনেকে। শৌচাগারেও তীব্র দুর্গন্ধ। এমন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরছেন। হাসপাতালে ভর্তি মানিক মিয়া নামে এক রোগী জানান, গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হবার পর এ পর্যন্ত তিনি পানি পাননি। চিকিৎসাও তেমন পাচ্ছেন না। পানি সংকটের কারণে বাথরুমে দুর্গন্ধ ছড়াচ্ছে। রোগীর স্বজন মো. অলফত আলী বলেন, আমাদের পানি না হলে এক মিনিটও চলে না। এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। আমরা গরিব বিধায় সরকারি হাসপাতালে আসছি। হাসপাতালের দুতলায় রোগীদের দায়িত্বে থাকা নাসিমা সরকার নামে সিনিয়র একজন স্টাফ নার্স বলেন, পানির পাম্প এক সপ্তাহ ধরে নষ্ট। রোগী যে ভর্তি হচ্ছে না তা নয়। তবে পানির কারণে তাদের একটু সমস্যা হচ্ছে। ৪ থেকে ৫ দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে আশা করা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিনকে না পেয়ে কথা হয় হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. বেনজির দুরদানার সঙ্গে। তিনি জানান, পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ার ফলে এ সমস্যা হয়েছে। পানির পাম্প ঠিক করতে দেওয়া হয়েছে। এটি মেরামত হলেই আর এ সমস্যা থাকবে না।
২২ সেপ্টেম্বর, ২০২৩

বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে ১ সপ্তাহ পানি নেই
পানির পাম্প বিকল হওয়ার কারণে এক সপ্তাহ ধরে পানি সংকটে পড়েছে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও সেখানের কর্মকর্তা ও কর্মচারীরা। এক সপ্তাহেও পানির ব্যবস্থা না করায় হাসপাতালটিতে ভর্তি রোগীরা চিকিৎসা না নিয়েই বাড়ি চলে যাচ্ছেন। বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা নেয় বেলাব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ। হাসপাতালটিতে শুরু থেকে এক্সরে, ইসিজি, অভিজ্ঞ ডাক্তার, ওটির সমস্যা থাকলেও কয়েক বছর ধরে এসব সমস্যা সমাধান হয়েছে। কিন্তু হঠাৎ করেই এক সপ্তাহ ধরে এই হাসপাতালের একমাত্র পানির পাম্পটি নষ্ট হয়ে যায়। এরপর তা মেরামতের জন্য পাঠানো হয় নরসিংদীতে। কিন্তু এক সপ্তাহ আগে নষ্ট পানির পাম্প মেরামতের জন্য দেওয়া হলেও এখন পর্যন্ত তা মেরামত করা হয়নি। পাম্প না থাকায় পানির অভাব পড়ে হাসপাতালে। এর প্রভাব পড়ে হাসপাতালে ভর্তিকৃত রোগী ও কর্মরত স্টাফদের। খবর পেয়ে সরেজমিন গতকাল বৃহস্পতিবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, পুরো হাসপাতালে রোগী ভর্তি আছে মাত্র ৫ জন। হাসপাতালটির একপাশে পুরোনো বিল্ডিংয়ের পুরুষ ওয়ার্ডের সব সিটই খালি। নারী ওয়ার্ডেরও একই অবস্থা। তবে নারী ওয়ার্ডে একজন রোগী ভর্তি আছেন দেখা গেছে। ওয়ার্ড ও কেবিনের ভেতরে দেখা যায়, পুরুষ ও নারী ওয়ার্ড ও কেবিনের ট্যাপ থেকে পানি পড়ছে না। হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী জানান, হাসপাতালে পানি না থাকায় তারা বাইরে থেকে পানি আনেন। যাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো তারা পানি কিনে আনেন। টয়লেটে যেতে পারছেন না। এমন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসা না নিয়েই চলে যাচ্ছে বাড়িতে। হাসপাতালে ভর্তি মানিক মিয়া নামে এক রোগী জানান, গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পর এ পর্যন্ত তিনি পানি পাননি। চিকিৎসাও তেমন পাচ্ছেন না। পানি সংকটের কারণে বাথরুমে দুর্গন্ধ ছড়াচ্ছে। রোগীর স্বজন অলফত আলী বলেন, আমাদের পানি না হলে এক মিনিটও চলে না। এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। আমরা গরিব বিধায় সরকারি হাসপাতালে আসছি। হাসপাতালের দোতলায় রোগীদের দায়িত্বে থাকা নাসিমা সরকার নামে সিনিয়র একজন স্টাফ নার্স বলেন, পানির পাম্প এক সপ্তাহ ধরে নষ্ট। রোগী যে ভর্তি হচ্ছে না, তা নয়। তবে পানির কারণে তাদের একটু সমস্যা হচ্ছে। ৪-৫ দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে আশা করা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিনকে না পেয়ে কথা হয় হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. বেনজির দুরদানার সঙ্গে। তিনি জানান, পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ার ফলে এ সমস্যা হয়েছে। পানির পাম্প ঠিক করতে দেওয়া হয়েছে। এটি মেরামত হলেই আর এ সমস্যা থাকবে না।
২২ সেপ্টেম্বর, ২০২৩

বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন
নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মংস্য ও প্রাণিসম্পদবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী রহমান রেশমা ও সুবোল কুমার ঘোষ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটিতে আহ্বায়ক ছাড়াও পাঁচজন যুগ্ম আহ্বায়ক ও ১৫ জন সদস্য রয়েছেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাশেদুল হাসান রাসেল। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাব্বির আহমেদ ভূঁইয়া কমল, কাজী শামীম হাসান, মো. রুবেল মিয়া, কাজী পলাশ ও মো. ইমাম শেখ। কমিটির অন্য সদস্যরা হলেন মো. কমল মিয়াজী, ইমতিয়াজ আহমেদ জয়, মো. নয়ন মিয়া, মনসুর আলম, মো. সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম রানা, মো. অছিউজ্জামান, মো. নাজমুল ইসলাম জয়, মো. শাহাজান, মো. মেনন ভূঁইয়া, সিদ্দিক হাসান রকি, মো. ওলিউল্লাহ, সম্রাট মিয়া, কবির মিয়া ও রকিবুল ইসলাম রবিন।
২২ জুলাই, ২০২৩
X