শরীয়তপুরে আগুনে পুড়ল ৯ দোকান
শরীয়তপুর আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার আংগারিয়া বাজারের জুতাপট্টিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদের জুতার দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত। এ সময় সেই আগুন আশপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে পুড়ে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্যামল শীল বলেন, কয়েকদিন আগে ৩ লাখ টাকার মাল উঠাইছিলাম। তাছাড়াও দোকানে আরও অনেক টাকার মাল ছিল। আগুনে আমার সব মাল পুড়ে গেছে। আমি সরকারের কাছ থেকে সাহায্য চাই। আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ বলেন, আমার দোকানের সব মাল পুড়ে গেছে। দোকানের উপরে গোডাউন ছিল সেটাও পুড়ে গেছে। আমার অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এখন আমার ওঠে দাঁড়াবার মতো সামর্থ্য নেই।  শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এ ঘটনায় ৫টি দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে। এছাড়াও আরও ৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে। বিষয়টি নিয়ে ইউএনও মো. মাইনউদ্দিন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
০৭ মে, ২০২৪

নেদারল্যান্ডসে বাংলাদেশের কৃষির রূপান্তর, ভবিষ্যৎ ও সহযোগিতা নিয়ে আলোচনা
নেদারল্যান্ডসে বাংলাদেশের কৃষির রূপান্তর ও ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি বিশেষজ্ঞ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিসহ বহুপাক্ষিক অংশীজনের অংশগ্রহণে এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কৃষি উন্নয়ন সংশ্লিষ্ট বৈশ্বিক অংশীজন এবং কৃষি ব্যবসায়ীদের নিকট বাংলাদেশের কৃষিখাতের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ তুলে ধরতে এ গোলটেবিল আলোচনার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয় ও নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস। কৃষি গবেষণায় বিশ্বে শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয় ও রিসার্চ এবং কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ গোলটেবিল আলোচনাটি আগামী ০৬ মে সোমবার অনুষ্ঠিত হবে। এতে অন্যদের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব ব্যাংক, গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিরা যোগ দিবেন। গোলটেবিল বৈঠকের কার্যক্রম নেদারল্যান্ডস থেকে ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্লাটফর্ম https://wur.yuja.com/LiveStream/W/1561642/277811235 এ ০৬ মে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০ টা থেকে প্রচারিত হবে।  বাংলাদেশের কৃষিতে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি যান্ত্রিকীকরণ, টেকসই সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং দক্ষতার ঘাটতি পূরণ- এই ৪টি বিষয়ে আলোচনা সভায় গুরুত্বারোপ করা হবে।   এ আলোচনা সভায় যোগ দিতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের নেতৃত্বে নেদারল্যান্ডস যাচ্ছেন চার সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. মাহমুদুর রহমান।  শনিবার (৪ মে) সন্ধ্যায় প্রতিনিধিদল নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য, নেদারল্যান্ডস বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ কৃষিপণ্য রপ্তানিকারক দেশ। নেদারল্যান্ডসের আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণা দক্ষতা দেশের কৃষিতে প্রয়োগের জোর চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে নেদারল্যান্ডস সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৃষিখাতের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছিলেন। বিগত দুই বছরে কৃষি খাতে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে। ২০২২ সালে নেদারল্যান্ডসের ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয় ও রিসার্চের  প্রথমবারের মতো বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেসব বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা মোকাবিলা করতে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩টি রূপান্তরমূলক প্রকল্প গ্রহণের জন্য তহবিল অনুমোদন করেন। কৃষি খাতে বৈশ্বিক সহযোগিতার অংশ হিসেবে কানাডার কৃষি গবেষণায় শীর্ষস্থানীয় সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার আলোকে সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন, গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের চত্বরে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন ও ঢাকায় বিএআরসি চত্বরে সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির অফিস স্থাপন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা এ বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রযুক্তি ও জাত উদ্ভাবন নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন এবং বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ নিয়ে কার্যক্রম শুরু করেছে।
০৪ মে, ২০২৪

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতার আশ্বাস
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে সিডনিতে বিজনেস এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই বিজেনেস এক্সপোতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনগুলো। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা প্রস্তুত আছে। তারা একটি নির্ভরযোগ্য মাধ্যম খুঁজছে, যেন আমাদের মার্কেটে ইনভেস্ট করলে সেটা বিফলে না যায়। আমরা যদি তাদের দেখাতে পারি যে, বাংলাদেশে বিনিয়োগ করার সুন্দর পরিবেশ আছে তাহলে তারা বিমুখ হবে না। তাদের সেই পরিবেশটা আমাদের তৈরি করে দিতে হবে। আমরা যদি তাদের কমপ্লাইসন মোকাবিলা করতে না পারি তাহলে কখনো তাদের মার্কেটে পণ্য ঢুকানো যাবে না। আমরা ইতোমধ্যে বাংলাদেশে ইন্ডাস্ট্রি দেওয়ার জন্য সিরাজগঞ্জ ইকোনমিকের সঙ্গেও কাজ করছি। আব্দুল খান রতন বলেন, অস্ট্রেলিয়ার সহযোগিতায় আগামী ৩ ও ৪ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্টারন্যাশনাল বিজনেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো। এই এক্সপোতে ১৫০টি স্টল বসবে আশা করছি। দুই দিনের এক্সপোতে প্রতিদিন চারটি করে আটটি সেমিনার করা হবে। কারা কারা এই এক্সপোতে অংশগ্রহণ করবেন সেটি আমাদের সংগঠনের মাধ্যমে সব বিস্তারিত জানতে পারবেন।  ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা এ সময় বিজনেস এক্সপোতে সহযোগিতার আশ্বাস জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম যে উদ্যোগে নিয়েছে সেটি সত্যিই প্রসংশনীয়। এই বিজনেস এক্সপোসহ তাদের আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অস্ট্রেলিয়ার মার্কেটে আমরা পিছিয়ে আছি, আশা করি এখন থেকে আমরা আর পিছিয়ে থাকব না। বিজনেস এক্সপোর মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। অতিথিরা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপোতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সাফল্য কামনা করেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, মানসিকভাবে বা সংস্কৃতির দিক থেকে অস্ট্রেলিয়া পশ্চিমা বিশ্বের অংশ। তাদের মূল ফোকাস নর্থ আমেরিকা, ইউরোপের দিকে আগেও ছিল, এখনো আছে, ভবিষতেও থাকবে। শুধু ব্যবসার দিক থেকে নয়, সবদিক থেকে কৌশলগতভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। আরএমজি ও হোমটেক্স শেয়ার দিন দিন কমছে। সেটা সমস্যা না, কারণ একটার ওপর নির্ভর করলে হবে না। অন্য পণ্যের দিকেও আমাদের ফোকাস দিতে হকে। শুধু অস্ট্রেলিয়া না, অন্যান্য দেশে চামড়া, প্লাস্টিক, পাটসহ আরও আমাদের অনেক পণ্য আছে রপ্তানি করার মতো। বাংলাদেশের মার্কেট খুবই প্রোটেনশিয়াল, এটি কাজে লাগাতে হবে। অস্ট্রেলিয়াতে ম্যানপাওয়ারও কাজে লাগানোর সুযোগ আছে আমাদের। তিনি বলেন, আমাদের বিজনেস কমিউনিটিগুলোর মধ্যে আরও বড় সমন্বয় দরকার। এই সমন্বয়টা অনেক দুর্বল আমাদের। আরেকটা কথা মনে রাখতে হবে, টাকা খরচ না করলে টাকা আসে না। এই উপলব্ধিটা আমাদের সরকারি লোকের মধ্যেও থাকা উচিত। আমাদের প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হবে। বিজনেস ও বিনিয়োগ নিয়ে আমাদের আরও অনেক গবেষণা করতে হবে।  বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পোবক বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামকে এই উদ্যোগের জন্য শুভ কামনা জানাচ্ছি। তারা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পোবক, অতিরিক্ত সচিব বেজার মেম্বার প্রশাসন মো. আলী আহসান, বিজেএমইএ এর ডিরেক্টর মো. শোভন ইসলাম, বিকেএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ। এছাড়াও ব্যবসায়িক সংগঠনগুলোর অন্যান্য প্রতিনিধি এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পরিচালক এএসএম মুজ্জামেল হোসেন ও পরিচালক শফিক শেখ ও উপদেষ্টা নাইম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
৩০ এপ্রিল, ২০২৪

উপজেলা নির্বাচন / দিরাই-শাল্লায় বেশিরভাগ প্রার্থীই ব্যবসায়ী
সুনামগঞ্জ জেলায় প্রথম ধাপে আগামী ৮ মে দিরাই ও শাল্লা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে শাল্লায় চারজন এবং দিরাইয়ে পাঁচজন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বেশিরভাগই ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস। দুজন আছেন অষ্টম শ্রেণি পাস। শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস (ঘোড়া), শিক্ষাগত যোগ্যতা এমএ এলএলবি এবং পেশা আইনজীবী; উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার (আনারস), শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং পেশা কৃষি ও মৌসুমি ব্যবসা; বর্তমান ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাশ (মোটরসাইকেল), শিক্ষাগত যোগ্যতা বিএ, এলএলবি এবং পেশা নোটারি পাবলিক (সমগ্র বাংলাদেশ, জজকোর্ট, সুনামগঞ্জ); এসএম শামীম (দোয়াত-কলম), শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস এবং পেশা ব্যবসা। এদিকে দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. আজাদুল ইসলাম রতনের (মোটরসাইকেল) শিক্ষাগত যোগ্যতা বিএ, এলএলবি এবং পেশা আইনজীবী; দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় (দোয়াত-কলম) শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি এবং পেশা ব্যবসা, মহিলা আওয়ামী লীগের নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান রিপা সিনহা (টেলিফোন) শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং পেশা আইনজীবী; উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় (ঘোড়া) শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং পেশা ব্যবসা; উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাপ মিয়া (আনারস) শিক্ষাগত যোগ্যতা বিএ (পাস) পাস এবং পেশা ব্যবসা। হলফনামা অনুযায়ী প্রার্থীদের মধ্যে সম্পদে এগিয়ে আছেন রিপা সিনহা। তার রয়েছে ৬১ লাখ ২৯ হাজার ২৮ টাকার সম্পদ। দ্বিতীয় প্রদীপ রায় ২৯ লাখ ১৫ হাজার ২৮১ টাকার সম্পদের মালিক। এরপর পর্যায়ক্রমে মোহাম্মদ গোলাপ মিয়া ২৮ লাখ ৯১ হাজার ৯৭২ টাকা; অবনী মোহন দাস ২০ লাখ ২৩ হাজার ৬০০; মো. আজাদুল ইসলাম রতন ১৫ লাখ ৮০ হাজার; গণেন্দ্র চন্দ্র সরকার ১৩ লাখ ৪১ হাজার; এস এম শামীম ৯ লাখ ৮২ হাজার ৮৩০; রঞ্জন কুমার রায় ৯ লাখ ২০ হাজার এবং দিপু রঞ্জন দাশ ৯ লাখ ১০ হাজার টাকার সম্পদের মালিক।
২৭ এপ্রিল, ২০২৪

প্রবাসীদের স্ত্রীরা টার্গেটে থাকত কাপড় ব্যবসায়ী সুমনের
কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর নিউ মার্কেটের ফ্যাশন রুম নামে একটি কাপড়ের দোকানের মালিক সুমন সূত্রধর। এর আগে তিনি বিভিন্ন কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। ভৈরব বাজারের টিনপট্রি এলাকার বাসিন্দা তিনি। সুমন কাপড়ের ব্যবসার আড়ালে নিজের নাম ও ধর্মের কথা গোপন করে মুসলিম সম্ভ্রান্ত পরিবার ও প্রবাসীদের স্ত্রীদের টার্গেট করে সম্পর্ক করত। এতে বিভিন্ন নারীদের ফাঁদে ফেলে ভোগ ও হয়রানির অভিযোগ উঠেছে ওই কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে। ভৈরব বাজারের ১২-১৫ হিন্দু যুবক ব্যবসার আড়ালে প্রবাসীর স্ত্রী ও ভালো ফ্যামেলির নারী কাস্টমারদের টার্গেট করে দীর্ঘদিন ধরে এসব অপকর্মে জড়িতের অভিযোগ রয়েছে। ওই হিন্দু ধর্মাবলম্বী যুবকদের সঙ্গে কিছু মুসলিম যুবকদের যোগসূত্র আছে বলে ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে। এ বিষয়ে ভৈরব বাজারে আসা নারীদের সতর্ক থাকারও পরামর্শ দেন সাধারণ ব্যবসায়ীরা। রোববার (১৪ এপ্রিল) বিকেলে নরসিংদীর গাবতলী এলাকায় তিন সন্তানের জননীর সঙ্গে নারী কেলেংকারীর ঘটনায় স্থানীয় লোকজনের হাতে আটক হন ব্যবসায়ী সুমন সূত্রধর। আটকের পর তাকে কয়েক ঘণ্টা আটকিয়ে রাখেন স্থানীয়রা। আটক অবস্থায় ফ্যাশনরুম সুমন নামে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি থেকে নিজের অপকর্মের কথা অকপটে স্বীকার করে পোস্ট দেন। ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনসহ ভৈরবের সাধারণ মানুষের মাঝে। ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়া পোস্টে জানা যায়, ওই নারীর নাম অনু। তিন সন্তানের জননী সে। চার বছর আগে ভৈরব নিউ মার্কেটে অভিযুক্ত সুমনের কাপড়ের দোকানে কাপড় কিনতে আসার সুবাদে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে প্রায়ই নরসিংদী গিয়ে রেস্টুরেন্টে দেখা করত। ওই ভুক্তভোগী নারী সুমনকে মানা করার পরও সে তাকে নিয়মিত ডিস্টার্ব করত। পহেলা বৈশাখের দিন রোববার বিকেলে আধা ঘণ্টা জিম করে ওই নারীর বাড়িতে যায় দেখা করতে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত সুমন সূত্রধরকে আটক করে। সুমন হিন্দু সম্প্রদায়ের হলেও নিজের নামের পর কৌশলগত কারণে সূত্রধর ট্যাগ ব্যবহার করত না। মুসলমান ও প্রবাসীদের স্ত্রীরাই ছিল তার মূল টার্গেট। স্থানীয়দের হাতে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে এসব ঘটনা স্বীকার করে সে।   এ সময় সুমন ওই নারীকে বিয়ে করতে বলায় ভুক্তভোগী নারী সুমনের গলার কলার ধরে টানতে থাকে। তিনি বলেন, সুমন তাকে আপা বলে ডাকতেন এবং তার মেয়েকে ভাগিনী বলে ডাকত। নারী তখন বলেন, আমাকে বিয়ে করতে বললি কেন? এ ঘটনাটিতে ভৈরব বাজারের সাধারণ ব্যাবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।  অভিযুক্ত সুমনসহ নারী লোভী কতিপয় ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষজন। এ বিষয়ে অভিযুক্ত সুমন সূত্রধর আটক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
১৫ এপ্রিল, ২০২৪

ঝালকাঠিতে বাসচাপায় ব্যবসায়ী নিহত
ঝালকাঠির কাঠালিয়ায় বাসচাপায় আবু তালুকদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সকালে কাঠালিয়া-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের বাসিন্দা ও বান্ধাঘাটা বাজারের ব্যবসায়ী ছিলেন। কাঠালিয়ার থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়রা সড়ক অবরোধ করলে কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। স্থানীয়রা জানান, বাড়ি থেকে বান্ধাঘাটা বাজারে যাওয়ার পথে একটি বাস পেছন থেকে আবু তালুকদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুপাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে কাঠালিয়া থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে নিয়ে যায়।
১৫ এপ্রিল, ২০২৪

এসিল্যান্ডের গাড়ির চাপায় টাইলস ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এসিল্যান্ডের দ্রুত গতির গাড়িচাপায় এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১ এপ্রিল) বিকেলে ঐতিহাসিক আমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে। আহত দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা. মোশারফ হোসেন সিজান তাদের ওপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেন। একপর্যায়ে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। নিহতের লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।  নিহতের ভাতিজা জুবায়ের হোসেন জানান, উপজেলার সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে ওয়াহিদ হোসেন দিলীপ কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলস ব্যবসা করেন। রোববার বিকেলে তিনি আদমপুর বাজারে যাওয়ার পথে আমিনপুর এলাকায় সাদা রঙের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মো. ইব্রাহিমের সরকারি গাড়ি দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। সূত্র জানায়, সাদিপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় গভর্নিং বডির নির্বাচনে দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এসিল্যান্ড মো. ইব্রাহিম তার কার্যালয়ের প্রধান সহকারী দিপাল দেবনাথ ও কর্মচারী সোহানকে বহন করে গাড়িটি দ্রুত গতিতে এসে আমিনপুর এলাকায় এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলে ওই পথচারী মারা যায়।  প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁ পৌরসভা থেকে আদমপুর সড়কের আমিনপুর এলাকায় বিকেলে ৫টার দিকে সোনারগাঁ এসিল্যান্ডকে বহনকারী গাড়ি দ্রুত গতিতে এসে দিলীপকে চাপা দিয়ে বাড়ির টিনের বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। এ সময় গাড়িতে থাকা এসিল্যান্ড মো. ইব্রাহিম ও গাড়িচালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। গাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট লেখা ছিল।  শামীম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, এসিল্যান্ডের গাড়িটি সবার পরিচিত। যে গতিতে গাড়িটি আসছিল। এমন গতিতে মহাসড়কেও গাড়ি চলে না। লিংক রোডে মনে হয়েছে ১০০ গতিতে গাড়িটি আসছিল। গাড়িটি পথচারী দিলীপকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কী কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাল সেটা বুঝতে পারছি না।  সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান পিপিএম বলেন, আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা গ্রহণ করা হবে।   সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নিহত পরিবারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।
০১ এপ্রিল, ২০২৪

এসিল্যান্ডের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এসিল্যান্ডের গাড়িচাপায় ওয়াহিদ হোসেন দিলীপ নামে এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে ঐতিহাসিক আমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে। ওয়াহিদকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি। তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক মোশারফ হোসেন সিজান তাদের ওপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেন। একপর্যায়ে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমকে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের ভাতিজা যোবায়ের হোসেন জানান, ওয়াহিদ হোসেন কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলসের ব্যবসা করতেন। রোববার বিকেলে আদমপুর বাজারে যাওয়ার পথে আমিনপুর এলাকায় তাকে সাদা রঙের সোনারগাঁর এসিল্যান্ডের সরকারি গাড়ি দ্রুতগতিতে এসে চাপা দেয়। পরে তিনি মারা যান। সূত্র জানায়, সাদিপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় গভর্নিংবডির নির্বাচনে দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন এসিল্যান্ড মো. ইব্রাহিম। তখন তার সঙ্গে ছিলেন এসিল্যান্ড কার্যালয়ের প্রধান সহকারী দিপাল দেবনাথ ও কর্মচারী সোহান। সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, আহত অবস্থায় ওয়াহিদকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা নেওয়া হবে। সোনারগাঁর ইউএনও আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নিহতের পরিবারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফিলতি ছিল কি না, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে।
০১ এপ্রিল, ২০২৪

সিলেটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটের বন্দরবাজার থেকে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া লামাপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে কাউসার আহমদ (৩২) ও পাড়ুয়া বদিকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে নিজাম উদ্দিন (৪২)। এ সময় তাদের ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে সংবাদের ভিত্তিতে মহানগরের মহাজনপট্টির হিরামন মার্কেটের পূর্ব পাশে সিরাজ মিয়ার কলোনির ৬নং কক্ষে অভিযান পরিচালনা করে ৫ হাজার ইয়াবা, ১ লাখ ১৫ হাজার টাকা ও দুই মাদক কারবারিকে আটক করে।
২৯ মার্চ, ২০২৪
X