ট্রেনের কেবিন থেকে সিপিবি সভাপতির ব্যাগ চুরি
কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের কেবিন থেকে ব্যাগ চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম। গতকাল শনিবার করা ওই অভিযোগে তিনি তার ব্যাগে জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা সনদ, টাকা ছিল বলে উল্লেখ করেন। মোহাম্মদ শাহ আলম জানান, কিশোরগঞ্জ স্টেশন থেকে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। তিনি ট্রেনের সিঙ্গেল কেবিনের যাত্রী ছিলেন। কেবিনের দরজা দেওয়া ছিল। তবে লক করা ছিল না। ভোর রাত পৌনে ৪টার দিকে তিনি ঘুম থেকে জেগে দেখেন তার কাঁধের ব্যাগটি নেই। শাহ আমানত এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কেবিন অ্যাটেনডেন্টসহ কর্মচারীদের তিনি বিষয়টি জানান। তারা খোঁজাখুঁজি করে ব্যাগটি আর পাননি। শনিবার সকালে চট্টগ্রামে পৌঁছে শাহ আলম এ বিষয়ে রেলওয়ে থানায় অভিযোগ করেন। চট্টগ্রামের রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা শাহ আলমের অভিযোগ আমরা নিয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
০৭ এপ্রিল, ২০২৪

ট্রেনের কেবিন থেকে সিপিবি সভাপতির ব্যাগ চুরি
কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসের কেবিন থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহআলমের ব্যাগ চুরি হয়েছে।  এ বিষয়ে তিনি চট্টগ্রাম রেলওয়ে থানায় অভিযোগ করেছেন। ওই ব্যাগে জাতীয় পরিচয়পত্র ও মুক্তিযোদ্ধা সনদ, নগদ টাকা ছিল বলে তিনি উল্লেখ করেছেন। শুক্রবার (৫ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে। মোহাম্মদ শাহআলম জানান, কিশোরগঞ্জ স্টেশন থেকে রাত ১২টা ২০ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। তিনি ট্রেনের সিঙ্গেল কেবিনের যাত্রী ছিলেন। কেবিনের দরজা ভেজানো ছিল। তবে লক করা ছিল না। ভোর পৌনে ৪টার দিকে তিনি ঘুম থেকে জেগে দেখেন, তার কাঁধের ব্যাগটি নেই। শাহ আমানত এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কেবিন এটেনডেন্টসহ কর্মচারীদের তিনি বিষয়টি জানান। তারা খোঁজাখুঁজি করে ব্যাগটি আর পাননি। এ বিষয়ে চট্টগ্রামের রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলমের অভিযোগ আমরা নিয়েছি। চলন্ত ট্রেনে তিনি দরজা ভেতর থেকে লক না করে ঘুমাচ্ছিলেন। সম্ভবত জানালাও খোলা ছিল। এই ফাঁকে কেউ সেটি নিয়ে যেতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
০৬ এপ্রিল, ২০২৪
X