হিলি স্থলবন্দর দিয়ে আসছে ভারতের পেঁয়াজ
প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মধ্যে। কোরবানির আগে ভারতের পেঁয়াজ আসায় দেশে দাম বাড়বে না, বলছেন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভারত থেকে মেসার্স আর এস বি ট্রেডার্স পেঁয়াজ আমদানি করে। একটি ট্রাক ৩০ টন পেঁয়াজ নিয়ে হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এতদিন আমদানি বন্ধ ছিল। গত ৪ মে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তার পরও ৪০ শতাংশ শুল্ক থাকায় নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দিন পর মঙ্গলবার আমদানি শুরু হয়েছে।
১৫ মে, ২০২৪

ভারতের পেঁয়াজ ঢাকায় বিক্রি হবে ৪০ টাকায়
ভারতের পেঁয়াজ আজ সোমবার থেকে রাজধানীতে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রোববার রাতেই ভারত থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসছে বাংলাদেশে। আজ সোমবার পরিবেশকদের এই পেঁয়াজ দেওয়া হবে। ভারত বাংলাদেশকে যে ৫০ হাজার টন পেঁয়াজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রথম চালানে এই পরিমাণ পেঁয়াজ আসছে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে এই পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকায় ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে। রোজা শুরুর পর বেশিরভাগ পণ্যের দাম কমেছে বলেও জানান তিনি। ঢাকা এবং চট্টগ্রামে বিক্রির কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, আমরা ঢাকায় ৪০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি শুরু করলে ৬৪ জেলার অনন্ত ৩০টিতে এর দাম ৪০ টাকায় চলে আসবে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আমরা সরু, চিকন ও মোটা চাল পদ্ধতি থেকে বেরিয়ে জাতভিত্তিক চালের নাম মিলার, পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রির একটি রূপরেখা তৈরি করেছি, যা পহেলা বৈশাখ থেকে কার্যকর হবে।
০১ এপ্রিল, ২০২৪
X