ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন / মিজান-লাভলু-বাশার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা কাস্টমস্ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে মিজান-লাভলু-বাশার পরিষদ প্যানেলের মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ মে) রাতে উত্তরা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদপ্রার্থী মো. মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. খায়রুল বাশার প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন অন্যান্য প্রার্থী ও ব্যবসায়ীরা। 
১৭ মে, ২০২৪

সাতক্ষীরায় বিএনপির সমন্বিত মতবিনিময় সভা
সাতক্ষীরায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে রোববার (৫ মে) বিকাল ৪টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সহ-সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ন আহ্বায়ক মৃণাল কান্তি রায়, বিএনপি নেতা আবুল হাসান হাদি, জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রমুখ। প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের একপেশে ভূমিকার জন্য এর আগেও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তাই বাংলাদেশের বর্তমান অবস্থাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন উপজেলা পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের সব নেতা-কর্মীদের নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামীতে কেন্দ্রীয় নির্দেশিত আন্দোলন সংগ্রাম সফল করার আহ্বান জানান তিনি।  
০৫ মে, ২০২৪

পুলিশ পক্ষপাতিত্ব করলে প্রার্থীকে আদালতে যাওয়ার পরামর্শ ইসি রাশেদার
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, যদি থানা পুলিশ পক্ষপাতিত্ব করে, তবে কোর্টে যেতে পারেন প্রার্থীরা। আমরা চাই- যে দুষ্কৃতকারী, তারই শাস্তি হোক। পুলিশ যদি অন্যপক্ষ দ্বারা প্রভাবিত হন, তাহলে কোর্ট খোলা আছে।  শুক্রবার (৩ মে) সকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  এ সময় সিরাজগঞ্জের বেলকুচিতে গভীর রাতে থানায় ঢুকে এক চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন- নির্বাচন কমিশনে অভিযোগ দিতে হবে। আমি সাংবাদিকদের কাছ থেকে শোনা কোনো বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব না।  ওই ব্যাপারে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরমালি জানলেই কমিশন ব্যবস্থা নেবে। কমিশন জানছে ব্যবস্থা নেয় নাই- এমনটা কোনো জায়গাতেই হয় নাই।  বেলকুচি প্রসঙ্গে তিনি আরও বলেন, ঘটনা ঘটে গেছে। উভয়পক্ষেরই আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। থানা আছে, কোর্ট আছে, আইজিপি আছে। অনেক জায়গা আছে, স্তরে স্তরে ভাগ করা আছে যেখানে গেলে উনি সুবিচার পাবেন সেখানে যাবেন। যদি অভিযোগ আসে তবে তদন্ত করব, প্রমাণ পেলে ব্যবস্থা নেব।  রাশেদা সুলতানা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটের আয়োজন সম্পন্ন করতে চাইলে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাদের অবশ্যই প্রতিটি কেন্দ্রে দায়িত্বশীল এজেন্ট দিতে হবে, যিনি ভোটকেন্দ্রে প্রার্থীর পক্ষে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে অনেক সময় অনিয়ম হলেও প্রমাণের অভাবে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এক্ষেত্রে এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বক্তব্য রাখেন।
০৩ মে, ২০২৪

কালীগঞ্জে নতুন ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
গাজীপুরের কালীগঞ্জে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা হয়। এ সময় ইউএনও ইমমি রাজী টুলু সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা প্রতিকারের আশ্বাস দেন। এ সময় কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ান, কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেস ইউনিটির সদস্য সচিব মুহাম্মদ নোমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম খন্দকার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আশরাফুল আলম শিশির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আয়ুব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
২৩ এপ্রিল, ২০২৪

অগ্নি নিরাপত্তা নিয়ে ফায়ার সার্ভিসের মতবিনিময়
অগ্নিঝুঁকি হ্রাস ও অগ্নি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।  এসময় সভায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, পরিচালকবৃন্দসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি মো. ওসমান গণি, মহাসচিব ইমরান হাসানসহ সমিতির অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।   মতবিনিময় সভায় সূচনা বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এরপর উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) জনাব মো. কামাল উদ্দিন ভূঁইয়া দোকান ও রেস্টুরেন্টের অগ্নিঝুঁকি এবং তা নিরসনে করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে সকলের কাছে উন্মুক্ত মতামত ও বক্তব্য আহ্বান করা হয়। এ সময় বক্তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন। দোকান ও রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে সকল স্টেকহোল্ডারের সমন্বয়ে রেস্টুরেন্ট, মার্কেট ও দোকানসমূহে অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করার বিষয়ে সদিচ্ছা পোষণ করা হয়। রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার এবং সেফটি ইকুইপমেন্টের ট্যাক্স কমানোর বিষয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন অগ্নিঝুঁকি নিরসণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে নেতাদেরকে আশ্বস্ত করেন। তিনি বলেন, আমরা নিরাপদ দেশের পক্ষে। কেউ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সকলকে সাথে নিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করতে চাই।
০৩ এপ্রিল, ২০২৪

সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়
সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা। সোমবার (১৮ মার্চ) অধিদপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রতিমন্ত্রীকে সমবায় অধিদপ্তর ও এর আওতাধীন মাঠপর্যায়ের দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। প্রতিমন্ত্রী জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সমবায় কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  
১৯ মার্চ, ২০২৪

‘ভাতা দেওয়ার কথা বলে টাকা নিলে আল্লাহর গজব পড়বে’
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, সরকারি ভাতা দেওয়ার কথা বলে টাকা নিলে আল্লাহর গজব পড়বে। এই টাকা দিয়ে যদি সন্তানদের পড়ালেখা করান, তাহলে সেই সন্তান মানুষ হবে না। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনাইমুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়নের সাবেক-বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার, কলেজ অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক এবং ইউপি সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইব্রাহিম বলেন, আমার কাছে ৭৫ বছরের ওপরে এক বৃদ্ধা আসছেন, তার বয়স্ক ভাতা হচ্ছে না। তার ঘর নাই, সন্তানরা তাকে দেখে না। আমি বললাম কেন কার্ড হচ্ছে না?  তিনি বললেন, মেম্বার আমার কাছে ৩ হাজার টাকা চায়, সচিব টাকা চায়। কোন দেশে যামু আমরা। এই অসহায় মানুষের কাছে যারা টাকা চায় তারা তো মানুষ না।  তিনি আরও বলেন, সরকারি ভাতা দেওয়ার কথা বলে টাকা নিলে আল্লাহর গজব পড়বে। এই টাকা দিয়ে যদি সন্তানদের পড়ালেখা করান তাহলে সেই সন্তান মানুষ হবে না। টাকা খাওয়ার অনেক রাস্তা আছে। যে বয়স্কভাতা খাবে, বিধবা ভাতা খাবে, স্বামী পরিত্যক্তা ভাতা খাবে- তার কাছ থেকে টাকা নিয়ে সন্তানকে খাওয়াবেন? সেই সন্তান মানুষ হবে না। আমি বলেছি ওই মহিলাকে উপজেলা পরিষদে আসবেন সবার মুখোমুখি করাবো ওই মেম্বার-সচিবকে।   মায়ের ভাতার টাকা আত্মসাৎ করায় আমি এক সন্তানকে কারাগারে পাঠিয়েছি উল্লেখ করে ইব্রাহিম বলেন, এক মা আমাকে অভিযোগ করেছেন তার নাকি বয়স্ক ভাতা বন্ধ। আমি খবর নিয়ে জানতে পারলাম তার ছেলে মায়ের টাকাগুলো তুলে নেয়। আমি পুলিশের মাধ্যমে খবর নিয়ে তার মায়ের কথা অনুযায়ী তাকে কারাগারে পাঠিয়েছি। বর্তমানে এসব অসহায় মানুষের ভাতার টাকা তুলে নেয় একটা চক্র। আমি বলতে চাই গরিবের টাকা খেয়ে এই দুনিয়ায় পার হতে পারলেও আখেরাতে বহুগুণে ফেরত দিতে হবে।  তিনি বলেন, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, যানজট, চাঁদাবাজি আমাদের উপজেলার প্রধান সমস্যা। তাই সবাই নিজ নিজ জায়গা থেকে এসবের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। আমরা চাই স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট উপজেলা। ফসলি জমির মাটি কাটায় আমাদের এই এলাকার নতুন রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। আমরা ভোটের জন্য অনেকের বিরুদ্ধে কথা বলতে পারি না ভোট কমে যাওয়ার ভয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এসবের ভয় নাই। আপনারা কাজ করে যান আমি সর্বোচ্চ সহযোগিতা করব।   উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়ার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা আ.লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার, থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
০১ জানুয়ারি, ১৯৭০

আ.লীগ নেতা সোমনাথের মতবিনিময়
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার উপজেলার আরএমজি ইন্টারন্যাশনাল এগ্রো লিমিটেড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ম. নূরুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী প্রমুখ।
১৬ জানুয়ারি, ২০২৪
X