ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন / দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। আগামী শনিবার (২৭ এপ্রিল) থেকে সোমবার (২৯ এপ্রিল) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। বুধবার (২৪ এপ্রিল) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত (প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।  দলের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ২৯ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৪টার মধ্যে আবেদনপত্র জমা প্রদান করতে হবে। এর আগে গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা যান। তিনি লিভার সিরোসিস ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
২৪ এপ্রিল, ২০২৪

দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে আ.লীগ
সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।  প্রথম দিনের ফরম বিক্রি শেষে বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, প্রথম দিনে মোট ৮১০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৬২টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১৪৯টি, সিলেট বিভাগ থেকে ২৬টি, বরিশাল বিভাগ থেকে ৫৬টি, খুলনা বিভাগ থেকে ৭৭টি, রংপুর বিভাগ থেকে ৭৫টি এবং রাজশাহী বিভাগ থেকে ৯০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা। কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় বিক্রি করা হচ্ছে রংপুর, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম। এ সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টিই এবার যাচ্ছে আওয়ামী লীগের ভাগে। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।  
০৭ ফেব্রুয়ারি, ২০২৪

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। এদিন দুপুর ১২টার পর মনোনয়ন ফরম কিনেন অভিনেত্রী অপু বিশ্বাস। এর আগে নানা সময় বিভিন্ন নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। এমনকি দলটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অনুষ্ঠানেও হাজির হয়েছেন অভিনেত্রী। মনোনয়ন ফরম কেনার পর অপু বিশ্বাস বলেন, রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম আমি। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি। তিনি আরও বলেন, নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। বাকিটা মহান আল্লাহতাআলার ইচ্ছা। এর আগে এদিন সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোহানা সাবা ও সৈয়দা কামরুন নাহার শাহনূর, নিপুন আক্তার ।  এদিকে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
০৬ ফেব্রুয়ারি, ২০২৪

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়নপ্রত্যাশীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের ভেতরে দেখা গেছে, প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা। এক্ষেত্রে কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। আর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে আগে থেকেই দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রতিটি আবেদনপত্রের দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকা। আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত তিনটি সংসদের মতো এবারও পুরোনোদের বাদ দিয়ে নতুনদের মূল্যায়ন করা হবে। এই তালিকায় দলের জেলা-উপজেলার ত্যাগী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী নারী নেত্রীদের মনোনয়ন দেওয়া হতে পারে। এ ছাড়া গত কয়েকটি সংসদে যেসব জেলা থেকে নারী সংসদ সদস্য নির্বাচিত হননি, সেসব জেলার নারীদের প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেত্রী, শরিক দলের দু-তিনজন এ তালিকায় স্থান পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান কালবেলাকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এরপর দলের সভাপতির সম্মতিক্রমে বসবে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। তবে এখনো সেই সভার তারিখ চূড়ান্ত করা হয়নি।’ দলীয় সূত্রে জানা গেছে, কোন কোন জেলা থেকে এবার নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হবে, কোন কোন পেশার প্রতিনিধি রাখা হবে—এসব হিসাব-নিকাশ অনেকটাই এগিয়ে রেখেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে আবেদনপত্র বিক্রির পর মনোনয়ন বোর্ডের সভায় তিনি সবকিছু চূড়ান্ত করবেন। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।’ সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দিতে এসেছিলেন কয়েক ডজন নারী নেত্রী। এ সময় তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে কারও কিছু করার নেই।’
০৬ ফেব্রুয়ারি, ২০২৪

বিকল্পধারার ২২ মনোনয়ন ফরম বিক্রি চার দিনে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেষ দিনে ৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিকল্পধারার প্রার্থীরা। এই নিয়ে ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চার দিনে মোট ২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে দলটির। গতকাল শনিবার বিকল্পধারার মহাসচিব মেজর মেজর (অব.) আবদুল মান্নান এমপি, লক্ষ্মীপুর-৪, প্রেসিডিয়াম সদস্য মাহী. বদরুদ্দোজা চৌধুরী এমপি, মুন্সীগঞ্জ-১, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ-১ এবং সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী চট্টগ্রাম-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া শনিবার ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন ফেনী-৩ আসনে বিকল্পধারার জ্যেষ্ঠ সহসভাপতি মহসিন চৌধুরী, বরিশাল-৩ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব এনায়েত কবির, ঢাকা-৫ আসনে যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার, রংপুর-২ হারুন-অর-রশিদ, যশোর-৩ মারুফ হাসান কাজল, গাইবান্ধা-৫ জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর-৪ আবু বক্কর সিদ্দিক, নাটোর-৩ মো. আনোয়ার হোসেন, পটুয়াখালী-১ মো. সিদ্দিকুর রহমান খোরশেদ। গত ২২ নভেম্বর থেকে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
২৬ নভেম্বর, ২০২৩

৪৩০টি মনোনয়ন ফরম বিক্রি তৃণমূল বিএনপির
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ৪৩০টি ফরম বিক্রি করেছে তৃণমূল বিএনপি। শুক্রবার (২৪ নভেম্বর) পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলে। গত ১৮ নভেম্বর থেকে রাজধানীর তোপখানা রোডে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিনে ৩৭ জন এবং শেষ দিনে ২৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং মনোনয়ন চূড়ান্ত করবেন। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।  শনিবার (২৫ নভেম্বর) রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং পরদিন রোববার (২৬ নভেম্বর) ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে এই কার্যক্রম চলবে। তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা। তিনি ১৯৯১ ও ২০০১ সালে দুদফায় খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। প্রথমবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং দ্বিতীয়বার যোগাযোগ মন্ত্রী ছিলেন। পরে মতবিরোধে জড়িয়ে বিএনপি থেকে বহিষ্কৃত হন, গঠন করেন নিজের দল।  তৃণমূল বিএনপি নাজমুল হুদা প্রতিষ্ঠিত চতুর্থ দল। নিজের প্রথম দল বিএনএফ থেকে বহিষ্কৃত হয়ে নাজমুল হুদা একে একে গঠন করেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) ও তৃণমূল বিএনপি। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। এর তিন দিন পরে ১৯ ফেব্রুয়ারি মারা যান নাজমুল হুদা। এরপর থেকে তার মেয়ে অন্তরা সেলিমা হুদা দল চালাচ্ছিলেন। পরে গত ১৯ সেপ্টেম্বর তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে চেয়ারপারসন এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে মহাসচিব করে তৃণমূলের নতুন কমিটি গঠন করা হয়। অন্তরা হুদা দলটির নির্বাহী চেয়ারপারসন হন। কার্যত আগামী নির্বাচনকে ঘিরে শমসের ও তৈমূরের যোগদানের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় আসে তৃণমূল বিএনপি। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদের ‘প্রধান বিরোধী দল’ হওয়ার স্বপ্নের কথাও জানিয়েছে দলটি। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, তৃণমূল বিএনপি বাংলাদেশের ‘তৃণমূল কংগ্রেস’ হতে চায়। দলীয় প্রতীক ‘সোনালি আঁশ’-এ নির্বাচন করবেন তৃণমূল বিএনপির প্রার্থীরা। নির্ধারিত সময়ে মনোনয়নপ্রত্যাশীদের মাঝে ৪৩০টি ফরম বিক্রি করেছে দলটি। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে তৃণমূল বিএনপির পালে এখন হাওয়া লেগেছে।  
২৪ নভেম্বর, ২০২৩

চার দিনে ১৭৩৭ মনোনয়ন ফরম বিক্রি জাপার
চার দিনে ১ হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি করে পাঁচ কোটি ২১ লাখ টাকার বেশি আয় করেছে বিরোধী দল জাতীয় পার্টি। মনোনয়ন ফরম সংগ্রহের সময় এক দিন বাড়িয়ে আজ শুক্রবার পর্যন্ত ঠিক করা হয়েছে। আজ থেকেই দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হবে। এ দিকে জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই জানিয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, জি এম কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে। রওশন এরশাদ আমাদের প্রধান পৃষ্ঠপোষক ও সম্মানের পাত্র। তিনি নির্বাচন করলে তার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব। তিনি ২০ নভেম্বর ফোন করে মনোনয়ন ফরম নেওয়ার কথা বলেছেন, লোক পাঠালেই আমরা তার মনোনয়ন ফরম দিয়ে দেব। গতকাল বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তেই জাপা নির্বাচনে যাচ্ছে। আমরা নিরপেক্ষ ভোটের পরিবেশ চেয়েছি। নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন মহল আমাদের আশ্বস্ত করেছে নির্বাচন সুষ্ঠু হবে। মুজিবুল হক চুন্নু আরও বলেন, তিনশ আসনেই নিজস্ব প্রতীক নিয়ে আমরা নির্বাচন করব। কারণ, কোনো জোটে যেতে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দেইনি। আমরা নিজস্ব কৌশলে এগিয়ে যাব। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি বলেন, জাপা চায় নির্বাচনকালীন সময়ে কেউ অনিয়ম করলে ইসি যেন তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশন যেভাবে শিডিউল ঘোষণা করেছে, তাতে সংলাপের সুযোগ আছে। সবাই এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে পারে। ১ হাজার ৭৩৭ মনোনয়ন ফরম বিক্রি : দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২, ২২ নভেম্বর ৩৩১ এবং ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম কিনেছেন প্রার্থীরা। জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের কার্যক্রম আজ শুক্রবারও চলবে। সেই সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময়সূচি : ২৪ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকেল ৩টায় রাজশাহী বিভাগ। ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ। ২৬ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ। এ সময় মনোনয়নপ্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
২৪ নভেম্বর, ২০২৩

প্রথম দিন বিকল্পধারার চার মনোনয়ন ফরম বিক্রি
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অঙ্গীকার যথাযথভাবে পালিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান। তিনি বলেন, দেশবাসী উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে। গতকাল বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রথম দিনে বিকল্পধারার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট চারটি। মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। ওইদিন বিকেল ৪টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। উদ্বোধনী দিনে বিকল্পধারার মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা-১৭ ও সিরাজগঞ্জ-৪ আসনে বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, কুমিল্লা-৭ আসনে মো. হোসাইন সরকার এবং মৌলভীবাজার-২ আসনে বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে) মহাসচিব মো. কামরুজ্জামান সিমু।
২৩ নভেম্বর, ২০২৩

তিন দিনে জাপার ১৫১০ মনোনয়ন ফরম বিক্রি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৫১০টি। বুধবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বলেন, গত ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি এবং আজ বুধবার ৩৩১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র বিক্রি ও গ্রহণ করা হবে। এবার জাতীয় পার্টির মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সাক্ষাৎকার।
২২ নভেম্বর, ২০২৩

দুই দিনে ৩৩ মনোনয়ন ফরম বিক্রি গণতন্ত্রী পার্টির
দুই দিনে ৩৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টি। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলের দপ্তর সম্পাদক হরি প্রসাদ মিত্র জানান, যারা ফরম সংগ্রহ করছেন, তারা অনেকেই ১৪ দলীয় জোটের প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। যদি জোটের প্রার্থী হতে না পারেন; তবে গণতন্ত্রী পার্টির নির্বাচনী ‘কবুতর’ প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লা সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলনসহ অন্য নেতাকর্মীদের উপস্থিতিতে ফরম বিক্রি কার্যক্রম চলে। সোমবার দলের ২২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন। মঙ্গলবার সংগ্রহ করেছেন ১১ জন। জোটগতভাবে দলটি আওয়ামী লীগের কাছে ১০টি আসন চাইতে পারে বলে জানা গেছে।
২২ নভেম্বর, ২০২৩
X