১০৭ বছরের বৃদ্ধার পাশে দাঁড়ালেন মামুন বিশ্বাস
বয়সের ভারে পিঠ বাঁকা হয়ে গেছে। ঠিকমতো চলাফেরা ও কাজ করতে পারেন না। বয়সের ভারে নুয়ে পড়েও রান্না করে খান। না করলে তার খাওয়া হয় না। সকল কাজ নিজেরই করতে হয়। জীবনের শেষ সময়ে এসেও জীবনযুদ্ধ থামেনি তার।  ৪০ বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। ২ ছেলে ও ৪ মেয়ে ছেড়ে চলে গেছে তাকে। কেউ খবর রাখে না বৃদ্ধা মায়ের। এমনকি ঈদুল ফিতরের দিনেও কোনো খোঁজ নেয়নি সন্তানরা। একা একা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চকনিহাল গ্রামে মৃত জসিম উদ্দিনের স্ত্রী ১০৭ বছর বয়সী ডালিম খাতুন। ডালিম খাতুনের দুর্দশার কথা শুনে তার পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। বুধবার (১৭ এপ্রিল) ডালিম খাতুনের হাতে সহযোগিতার অর্থ তুলে দেন তিনি। জানা গেছে, সমাজকর্মী মামুন বিশ্বাস বৃদ্ধার দুর্দশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে প্রায় ৬০ হাজার টাকা সংগ্রহ করেন। পরে বৃদ্ধা ডালিম খাতুনের হাতে নগদ ৪০ হাজার টাকা ও পরনের কাপড়, বিছানা চাদর, জায়নামাজ, মাছ, গোশত, চার্জার ফ্যান, জুতা, চালের বস্তা, সবজি, তেল ও বিভিন্ন ধরনের ফল তুলে দেন। বৃদ্ধা ডালিম খাতুন কালবেলাকে বলেন, সন্তানরা আমার কোনো খোঁজ নেয় না। এমনকি ঈদ গেল তাও খোঁজ নেয়নি। নিজে রান্না করি আর প্রতিবেশীরা মাঝেমধ্যে খাবার দেয়। গত মাসে আমার বয়স্ক ভাতার ৩ হাজার টাকা পেয়েছিলাম। ছেলে খবর পেয়ে ঢাকা থেকে এসে টাকা নিয়ে গেছে।
১৭ এপ্রিল, ২০২৪
X