মিছিল শেষে কথা-কাটাকাটির জেরে খুন মাসুদ
স্বেচ্ছাসেবক লীগ নেতা মামার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রায় এসেছিল মেহেদী হাসান (১৭)। ফেরার পথে মিছিলে কথা-কাটাকাটি হয় অন্য এক গ্রুপের সঙ্গে। এর জেরে সবার সামনেই ছুরিকাঘাতে হত্যা করা হয় মেহেদীকে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী ছোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. চয়ন কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রায় এসেছিলাম আমরা। মিছিল শেষ করে আমরা এলাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আমাদের জন্য বাস রেডি ছিল। বাসে ওঠার সময় রাস্তা পারাপার নিয়ে আমার এক বন্ধুর সঙ্গে কয়েকটি ছেলের কথা কাটাকাটি হয়। তখন হুট করে ওই ছেলেগুলো সুইচ গিয়ার বের করে আঘাত করা শুরু করে। তখন আমার ভাগনে তাদের থামাতে যায় এবং কথা কাটাকাটি হয়। তখন ওরা মেহেদীকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে। তিনি বলেন, যারা চাকু দিয়ে মেরেছে তাদের আমি চিনতে পারিনি। সবার সামনে এভাবে মেরে ফেলল আমার ভাগনেকে। আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগ করি। মেহেদীর মাও আওয়ামী লীগ নেত্রী। আমার ভাগনে হত্যার বিচার চাই। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল আহাদ বলেন, ঘটনা শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মে, ২০২৪

ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল শেষে শিক্ষার্থী খুন
রাস্তা পার হওয়া নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৮) নামে সদ্য এসএসসি পাশ এক শিক্ষার্থী নিহত হয়েছে। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. চয়নের ভাগ্নে।  জানা যায়, মামার সঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রায়। যাত্রা শেষ করে ফেরার পথে মিছিলে কথা কাটাকাটি হয় অন্য এক গ্রুপের সঙ্গে। কথা কাটাকাটির জেরে সবার সামনেই সুইচ গিয়ার চাকু চালায় অপর পক্ষ। সেই চাকুর আঘাতে প্রাণ হারায় মেহেদী। শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সংসদ ভবন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মেহেদী ছোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছেন। নিহতের মামা চয়ন কালবেলাকে বলেন, মিছিল শেষ করে আমরা এলাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আমাদের জন্য বাস রেডি ছিল। বাসে ওঠার সময় রাস্তা পারাপার নিয়ে আমার এক বন্ধুর সঙ্গে কয়েকটি ছেলের কথা কাটাকাটি হয়। তখন হুট করে ওই ছেলেগুলো সুইচ গিয়ার বের করে আঘাত করা শুরু করে। তখন আমার ভাগ্নে তাদের থামাতে যায় এবং কথা কাটাকাটি হয়। তখন ওরা মেহেদীকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে। তিনি বলেন, যারা চাকু দিয়ে মেরেছে তাদের আমি চিনতে পারিনি। সবার সামনে এভাবে মেরে ফেললো আমার ভাগ্নে কে। আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগ করি। মেহেদীর মা ও আওয়ামী লীগ নেত্রী। আমার ভাগ্নের এমন হত্যার বিচার চাই। শেরে বাংলা নগর থানার ওসি আব্দুল আহাদ কালবেলাকে বলেন, ঘটনা শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।          
১৯ মে, ২০২৪

টেবিল টেনিসে হারের মিছিল
ভারত না থাকায় দক্ষিণ এশিয়া অঞ্চলের বাকি দেশগুলোর সামনে অলিম্পিক টেবিল টেনিসের যোগ্যতা অর্জনের দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। সুযোগ ছিল বাংলাদেশের সামনেও। কিন্তু গতকাল শুরু হওয়া বাছাইয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছেন বাংলাদেশি প্যাডলাররা! মালদ্বীপের মিসকা ইব্রাহিমের কাছে সোনাম সুলতানা সোমার ৪-০ ব্যবধানে হার দিয়ে দিন শুরু হয়েছে। প্রথম গেম হারলেও যথেষ্ট লড়াই হয়েছে। বাকি তিন গেম হারতে হয়েছে বাজে ভাবে। সোমার হারের পর বাকিরাও হেঁটেছেন একই পথে। শ্রীলংকার জয়াশঙ্কা ডি সিলভার কাছে রামহিম লিওন বম হেরেছেন ৪-০ ব্যবধানে। মুহতাসিন আহমেদ হৃদয়ও হেরেছেন। শ্রীলঙ্কার গিমিগে চামিরার বিপক্ষে ম্যাচের ব্যবধান ছিল ৪-১। শ্রীলঙ্কার ইশারা মধুরাঙ্গির বিপক্ষে সাদিয়া রহমান মৌ হেরেছেন ৪-০ ব্যবধানে। দিনে নিজের দ্বিতীয় ম্যাচে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন সোনাম সুলতানা সোমা। কিন্তু ৪-৩ ব্যবধানে হেরেছেন এ ম্যাচও। রামহিম লিওন বম নেপালের শান্ত শ্রেষ্ঠার কাছে ৪-২ এবং মুহতাসিন আহমেদ হৃদয় একই দেশের সংযোগ কাপালীর কাছে হেরেছেন ৪-১ ব্যবধানে।
১৪ মে, ২০২৪

পঞ্চগড়ে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল
পঞ্চগড়ের দেবীগঞ্জে হাজারো মুসল্লির অংশগ্রহণে ফিলিস্তিনি মুসলমানদের ওপর অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) জুমার নামাজ শেষে দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দেবীগঞ্জ বাজার এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে বাংলাদেশ ও ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ইসরায়েলের পতাকা আগুন দিয়ে পোড়ানো হয়। জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশের সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আ.স.ম নূরুজ্জামান, দেবীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু মুসা আসারী বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মাওলা আবু মূসা আসারী উপস্থিত কয়েক হাজার মুসল্লিকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।  মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন এবং ইসরায়েলের হামলায় নিহতদের জান্নাতবাসী হিসেবে কবুল করার আকুতি জানান।
১০ মে, ২০২৪

বিজয় মিছিল কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় মিছিল কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৮ মে) রাতে উপজেলার ডগ্রি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এ কে এম ইসমাইল হক পুনরায় নির্বাচিত হওয়ার পরে নশাসন ইউনিয়ন যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদার, বাবুল মোল্লা, সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুব ফকির, রতন মাস্টার, লিটন হাওলাদার, লিটন মাদবর ও হাবিব মাদবরসহ ইসমাইল হকের সমর্থকরা মাঝিরহাট বাজার থেকে বিজয় মিছিল নিয়ে ডগ্রি বাজারের দিকে যাচ্ছিলেন। মিছিলটি ঘোড়া প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মামুন শিকদার ভিপি মোস্তফার সমর্থক ও নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের বাড়ির সামনে আসলে মিছিল থেকে দেলোয়ার তালুকদারের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মারা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদার, চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদারসহ দুজনকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত চেয়ারম্যান দেলোয়ার তালুকদার, ইউপি সদস্য কাদির মুন্সীসহ তার সমর্থকরা ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের স্ত্রী ডালিয়া বেগম বলেন, আমার স্বামী দেলোয়ার হোসেন তালুকদার ভিপি মোস্তফার সমর্থক। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসমাইল হক বিজয়ী হওয়ার পরে নুরুজ্জামান হাওলাদার, রতন মাস্টারসহ অন্যান্যরা বিজয় মিছিল বের করে। ওই মিছিল থেকে আমাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় চেয়ারম্যানসহ আমাদের পক্ষের কমপক্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। চেয়ারম্যানসহ অন্যরা বর্তমানে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  হোসেন মাদবর বলেন, হামলাকারীরা আমাদের বাড়ি ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায়। আমরা এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদার বলেন, আমি যুবদল সভাপতি সেটা আপনার লেখার দরকার নেই। আমি ইসমাইল হকের সমর্থক এটা লিখুন। আমরা মিছিল নিয়ে ডগ্রী বাজার থেকে ঘুরে পেছন দিকে আসার পথে আমাদের মিছিলে হামলা করা হয়েছে। আমার স্ত্রী রোমানা নশাসন ইউপির সংরক্ষিত আসনের সদস্য। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী সকল কার্যক্রমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না উল্লেখ করে শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, নশাসন ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন, যদি এমন প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শরীয়তপুর পুলিশের অতিরিক্ত সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, মিছিল থেকে ইটপাটকেল ছোড়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ ৯ জনকে আটক করেছে।  এ বিষয়ে দেলোয়ার চেয়ারম্যানের স্ত্রী  ডালিয়া বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সার্বিক পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
০৯ মে, ২০২৪

মার্কিন দূতাবাসের দিকে গণসংহতির মিছিল
ফিলিস্তিনে চলমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিল নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের দিকে রওনা দিয়েছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। 'ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি' স্লোগানে মিছিলটি মুখর হয়ে ওঠে। গণসংহতি আন্দোলনের পক্ষ বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন লাখো মানুষ। পর্যাপ্ত চিকিৎসা ও খাবারের অভাবে অনেকে মারা গেছেন। ইসরায়েলি বাধার মুখে পর্যাপ্ত ত্রাণ কার্যক্রমও চালাতে পারছে না আন্তর্জাতিক সংস্থাগুলো। ইতোমধ্যেই সারা পৃথিবীতে গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতির দাবি উঠেছে। কিন্তু কাউকে পরোয়া না করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্রও রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে প্রত্যক্ষভাবে এই গণহত্যার অংশীদার হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি ও ইসরায়েলকে আর্থিক-সামরিক সহায়তা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ চলছে।
০৯ মে, ২০২৪

নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা জেলা সভাপতি কামরুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মুক্তির দাবি জানান।  সোমবার (৬ মে) বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।  সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মিনহাজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম কাজল, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুবায়ের হোসেন, সদস্য সচিব মীর হাবীবসহ অন্য নেতারা।  এ সময় বক্তারা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি করে বলেন, বেগম জিয়া দীর্ঘদিন হলো অসুস্থ কিন্তু এ সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও নিম্ন আদালতে আসলে তাকে আটক করা হয়। তাকে অতি দ্রত মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
০৬ মে, ২০২৪

মৌলভীবাজারে ছাত্রদলের মিছিল থেকে আটক ২
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজানসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের দুজন কর্মীকে আটক করেছে পুলিশ।  শনিবার (৪ মে) দুপুরে শহরের চৌমুহনা পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।  ওই মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ। মিছিলটি শহরের চৌমুহনা পয়েন্টে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই কর্মীকে থানায় নিয়ে যায় পুলিশ।  মৌলভীবাজার ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। পুলিশ অন্যায়ভাবে বাধা দেয়।  মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, ছাত্রদলের মিছিলের খবর পেলে পুলিশ যায়। পরে তারা পালিয়ে যায়।  উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মৌলভীবাজারে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠান জেলা ও দায়রা জজ আদালত। 
০৪ মে, ২০২৪

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করল মুক্তিযুদ্ধ মঞ্চ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার (১ মে) রাতে সংগঠনটির মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছেন। এর আগে বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে মিল্টনকে গ্রেপ্তার করে। তার আগে গত ২৫ এপ্রিল ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার’ এবং ‘জীবনের ধাপে ধাপে প্রতারণা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক। উঠে আসে তার একের পর এক ভয়ংকর প্রতারণার আর অপকর্মের তথ্য।  সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা। যেখানে দেখা যায়, অসহায়-দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা-শুশ্রূষা। জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি-বেসরকারি নানা পুরস্কারও। তবে ভালো কাজ যতটুকু করেছেন, প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ। মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ংকর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ।   অনুসন্ধানে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-    মিল্টন সমাদ্দারের দাবি, আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, তার আশ্রমে চিকিৎসার খরচ বাবদ প্রতিমাসে ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ হয়; যা অস্বাভাবিক। আবার আশ্রমে চিকিৎসা না দেওয়ার দাবি করলেও তিনি ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনেছেন বলেও অভিযোগ আছে।  আশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৯০০ মরদেহ দাফন করা হয়েছে বলে দাবি করেন মিল্টন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। তবে কালবেলার অনুসন্ধানে উঠে আসে মিল্টনের প্রতিষ্ঠানের মাধ্যমে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সব মিলিয়ে ৫০টি মরদেহ দাফন করা হয়েছে। এ ছাড়া রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১৫টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি। তবে মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী ৯০০ মরদেহ দাফন করা হলে বাকি ৮৩৫টি মরদেহ কোথায় দাফন করা হয়েছে, তার কোনো সুদুত্তর পাওয়া যায়নি। এসব মরদেহ আবার বেশিরভাগ সময় রাতে দাফন করা হয়েছে না রহস্যের জন্ম দিয়েছে। তাছাড়া দাফন করা মৃতদেহের পেটে আবার কাঁটাছেঁড়ার দাগ থাকার অভিযোগও রয়েছে।  আশ্রমে যাদের মৃত্যু হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট মিল্টন নিজেই তৈরি করেছেন বলে অভিযোগ আছে। ডাক্তারের সীল-সাক্ষর জাল করে এসব করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে আসে। আবার মৃতদেহের শরীরে কাঁটাছেঁড়ার দাগ থাকার বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ প্রশ্ন তুললে বিনামূল্যে সেখানে গোসল (মৃতদের) করানো বাদ দেন মিল্টন। পরে ২ থেকে ৩ হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে মৃতদেহ গোসল করানো হতো বলে জানা গেছে।  মিল্টন সমাদ্দারের আশ্রমে এক বৃদ্ধকে রেখে আসেন মিরপুরের দারুস সালাম থানার বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি রনি মল্লিক। তবে সেই বৃদ্ধের ভাগ্যে কী ঘটেছিল সেই উত্তর পাননি রনি মল্লিক। রনির অভিযোগ, বৃদ্ধের বিষয়ে জানতে চাইলে উল্টো আমাকে নির্যাতন করা হয়। তার ধারণা বৃদ্ধকে হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে। মিল্টন সমাদ্দার হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ৬৬ লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাতকার দিয়েছেন। কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই। শুধু লাইসেন্স আছে। এছাড়া তিনি সব সময় দুটি আশ্রমের কথা বলে এসেছেন। তবে একটি আশ্রমের তথ্য সব সময় গোপন রেখে এসেছেন অভিযোগ আছে।    এছাড়া আশ্রমে চর্টার সেল বানিয়ে মানুষকে নির্যাতন, বরিশালে চার্চ দখল করতে মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি, চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া, শিশু পাচার বা বিক্রি, সাঈদী, মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা ইত্যাদি নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কোটি ষাট লাখের বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। অভিযোগ রয়েছে এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা।
০২ মে, ২০২৪

লুটপাট লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা : রিজভী
ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি, লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তি‌নি ব‌লেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নাকি প্রবেশ নিষেধ। কেন? ব্যাংকে কত টাকা লুট হয়েছে? এই লুটকারীরা হচ্ছে আওয়ামী লীগের এমপি-মন্ত্রী নাহলে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পায় এই কারণে ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধ করেছে।  রোববার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএন‌পির কার্যল‌য়ের সাম‌নে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল ও আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শে‌ষে এক সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির লোকজন, যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে। যারা ব্যাংক ডাকাতি করছে লুটপাট করছে নদী-নালা খাল-বিল দখল করছে অন্যায়-অবিচার দুর্নীতি করছে তারা আজ দুর্দান্ত প্রতাপে সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন এটা প্রমাণিত।  এই সরকার ক্ষমতায় থাকলে তারা দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দিবে মন্তব্য করে তিনি বলেন, এই সরকার লুটপাটের সরকার। দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দেবে।  রিজভী বলেন, এই খরতাপে আগুনের মতো পরিবেশে আপনারা আপনাদের কণ্ঠকে উচ্চারিত করেছেন এ রকম যে ,কোনো প্রতিকূল পরিবেশে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার আগ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ এ দেশে চিরদিনের জন্য বাকশাল কায়েম করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সওগাত উল ইসলাম সগির, আশরাফ উদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২৮ এপ্রিল, ২০২৪
X