শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব থেকে নাম লিখিয়েছেন সৌদি তরুণী রুমি আলকাহতানি। এর আগে কোনো সৌদি তরুণী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি।  ২৭ বছর বয়সী রুমি আলকাহতানি পেশায় একজন মডেল। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। তার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ফলোয়ার সংখ্যা ১০ লাখ। সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ঘোষণা করেন।  ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় দেশের হয়ে প্রথম অংশগ্রহণকারী হবেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের এটাই প্রথম অংশগ্রহণ।  দ্য খালিজ টাইমস এবং এবিসি নিউজ জানিয়েছে, মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে।  রুমি আলকাহতানি এর আগেও বিশ্বব্যাপী বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ানে অংশগ্রহণ করেছিলেন তিনি। 
২৬ মার্চ, ২০২৪

মিস ইউনিভার্স পালাসিওস
মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ার শেনিস পালাসিওসের। এবারের আসর অনুষ্ঠিত হয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায়। স্থানীয় সময় শনিবার প্রতিযোগিতার ফাইনালে পালাসিওকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে মিস ইউনিভার্স জিতলেন তিনি। তাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন। প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্তোনিয়া পোরসিল্ড। এবার ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮৪টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
২০ নভেম্বর, ২০২৩

মিস ইউনিভার্স ইন্ডিয়া হলেন শ্বেতা
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৩’ খেতাব জিতলেন শ্বেতা সারদা। আগামী ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন তিনি। রোববার রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় এ জমকালো অনুষ্ঠানটি। সেখানেই সেরার মুকুট পরিয়ে দেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এ ভারতীয় প্রতিনিধিকে। শ্বেতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দিভিতা রায়। এদিনের ফিনালেতে শ্বেতা পরেছিলেন গ্লিমারি থাই-স্লিট গাউন। বিজয়ী হিসেবে শ্বেতার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। দিভিতা রায় তাকে যখন ক্রাউন পরান, সেই সময় কেঁদে ফেলেন শ্বেতা। এ ছাড়া ‘মিস ডিভা সুপারন্যাশনাল-২০২৩’ খেতাব লাভ করেছেন দিল্লির মেয়ে সোনাল কুকরেজা। রানারআপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি। ভারতের চণ্ডিগড়ের বাসিন্দা শ্বেতা সারদা। বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা। এ বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়ালিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস ইত্যাদি।
২৯ আগস্ট, ২০২৩

যৌন হয়রানির অভিযোগ / ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মিস ইউনিভার্স
ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মিস ইউনিভার্স অরগানাইজেশন। মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন প্রতিযোগী পুলিশি যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন আয়োজকরা। খবর এএফপির। জাকার্তায় গত ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতার নানা পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য মিস ইন্দোনেশিয়া নির্বাচন করা হয়। তবে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার ১২ জনের বেশি প্রতিযোগী অভিযোগ করেছেন, প্রতিযোগিতার সময় তারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। চূড়ান্ত পর্বের ৩০ জন প্রতিযোগীর সবাইকে অপ্রত্যাশিতভাবে তাদের অন্তর্বাস খুলতে বলা হয়েছিল। শারীরিক পরীক্ষার নামে তাদের এমনটা করতে বলেছিলেন বলে অভিযোগ।  যুক্তরাষ্ট্রভিত্তিক মিস ইউনিভার্স অরগানাইজেশন গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগে টুইটার নামে পরিচিত ছিল) একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় যা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাতে এটা পরিষ্কার যে এ আয়োজকরা আমাদের ব্র্যান্ডের মানদণ্ড, নীতিমালা ও প্রত্যাশা অনুযায়ী চলছে না। মিস ইউনিভার্স অরগানাইজেশন ইন্দোনেশিয়ায় বর্তমান আয়োজকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’   মিস ইউনিভার্স অরগানাইজেশনের দাবি, নারীদের জন্য নিরাপদ জায়গা নিশ্চিত করাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। প্রতিযোগীদের সাহসিকতারও প্রশংসা করেছে প্রতিষ্ঠানটি। ইন্দোনেশিয়ার এ আয়োজকদের মালয়েশিয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা পরিচালনার লাইসেন্স দেওয়া ছিল। সে কারণে এ বছর মালয়েশিয়ায়ও মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ায় দীর্ঘদিন ধরেই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। কিন্তু আয়োজকরা মুসলিমপ্রধান দেশটির রক্ষণশীল সমাজব্যবস্থায় যাতে আঘাত না লাগে সব সময় সেই চেষ্টা করেন। যে কারণে, ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিকিনি রাউন্ড বাতিল করা হয়।
১৪ আগস্ট, ২০২৩
X