আর্জেন্টিনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
আর্জেন্টিনার অন্যতম বড় শহর বুয়েন্স আয়ার্সে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৯০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, একটি যাত্রীবাহী ট্রেন ও অন্য একটি যাত্রীশূন্য ট্রেন একই লাইনে চলে আসলে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনটিতে ৬টি বগি ছিল।  টেলিভিশন এবং ড্রোন ফুটজের ভিডিওতে দেখা যায়, ট্রেন দুটি একই লাইনে চলাচলের সময় হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। আর্জেন্টিনার রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রেনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  জানা গেছে,  ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনায় আহতদের ট্রেন থেকে বের করতে যোগ দেয় ফায়ার ফাইটার এবং পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিতে সহায়তা করে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার। স্থানীয় জরুরি মেডিকেল কেয়ারের প্রধান আলবার্তো ক্রিসেন্তি বলেন, আহতদের উদ্ধারে ৯০টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। ৯০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টারের করে শান্তোজাননি হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে কী কারণে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে যথাযথ তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।    
১১ মে, ২০২৪

ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
পাবনার ঈশ্বরদীতে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেন দুটি দুমড়েমুচড়ে যায়। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী একটি ট্রেন খুলনা যাচ্ছিল। এটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পার হয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় পৌঁছালে অপর একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ও একটি বগি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনা ঘটার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে পাকশী রেলওয়ের ডিআরএম শাহ সুফি নূর মোহাম্মদ কালবেলাকে বলেন, ‘পার্বতীপুর থেকে তেলবাহী ট্রেনটি খুলনা যাচ্ছিল।ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া মাত্রই অপর একটি মালবাহী ট্রেন সানটিং করার সময় ঈশ্বরদী জংশন স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে উভয় ট্রেন‌ই ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ঈশ্বরদী-ভেড়ামারা, কুষ্টিয়া-যশোর লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।’ উদ্ধারকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান এ কর্মকর্তা।
২৭ মার্চ, ২০২৪

অটোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত
ভারতের বিহারের লখিসরাই জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার ঝুলনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।  স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলছিল ট্রাক। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে অটোর সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলেই আটজন নিহত হয়। স্থানীয় পুলিশ জানায়, লখিসরাই এলাকার দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই অটো। ভেতরে ১৪ জন যাত্রী ছিলেন। হঠাৎ একটি ট্রাক এসে ধাক্কা মারে অটোতে। সংঘর্ষের ফলে জয়গাতেই নিহত হন আটজন। বাকি যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই প্রসঙ্গে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।
২১ ফেব্রুয়ারি, ২০২৪

নোয়াখালীতে শোক র‌্যালিগামী ২ বাসের মুখোমুখি সংঘর্ষ
নোয়াখালীর সদর উপজেলায় ১৫ আগস্টের শোক র‌্যালিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের এলাকায় বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত ২০ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতরা সবাই জেলা শহর মাইজদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকীর শোক র‍্যালি ও আলোচনা সভায় যাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে নেতাকর্মীদের আনতে যাচ্ছিল। যাত্রা পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাস দুটি জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনিব্যবস্থা নেওয়া হবে।  
১৬ আগস্ট, ২০২৩
X