ভারতের বিহারের লখিসরাই জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আটজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার ঝুলনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।
স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলছিল ট্রাক। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে অটোর সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলেই আটজন নিহত হয়।
স্থানীয় পুলিশ জানায়, লখিসরাই এলাকার দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই অটো। ভেতরে ১৪ জন যাত্রী ছিলেন। হঠাৎ একটি ট্রাক এসে ধাক্কা মারে অটোতে। সংঘর্ষের ফলে জয়গাতেই নিহত হন আটজন। বাকি যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই প্রসঙ্গে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।
মন্তব্য করুন