এবার সমুদ্রসৈকতে ভেসে এলো ডিমওয়ালা মৃত কচ্ছপ
কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকতে ভেসে এসেছে দুটি অলিভ রিডলি জাতের মৃত মা কচ্ছপ।  রোববার (১৮ ফেব্রুয়ারি) উখিয়ার সোনারপাড়া ও রেজুখালের মোহনার বালিয়াড়ি থেকে কচ্ছপ দুটি উদ্ধার করা হয়।  কচ্ছপ দুটির পেট থেকে ২১৫টি ডিম পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।  তিনি বলেন, ভেসে আসা মৃত কচ্ছপ দুটির পেছনের দুটি এবং সামনের একটি ফ্লিপার ক্ষতিগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে, ডিম পাড়তে আসার সময় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে এসব কচ্ছপ। কচ্ছপ দুটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এর আগে কক্সবাজার সমুদ্রসৈকতে তিন দিনে মৃত অবস্থায় ভেসে আসে চারটি ডলফিন এবং একটি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। এর মধ্যে ১৬ ফেব্রুয়ারি সকালে ইনানী এবং সোনারপাড়া সৈকতে ভেসে আসে একটি ইরাবতী ও একটি ইন্দো প্যাসিফিক হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন। 
১৮ ফেব্রুয়ারি, ২০২৪
X