শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকাসহ ৪ বিভাগে মৃদু তাপপ্রবাহ
ঢাকা, রাজশাহী, পঞ্চগড়, মৌলভীবাজার ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হতে পারে লঘুচাপ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুলেটিনে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত গরম এ রকমই থাকবে। মাঝেমধ্যে তাপমাত্রা কম থাকতে পারে; কিন্তু গরমের অনুভূতি কম থাকবে না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বাতাসে এখন জলীয়বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টিপাত কমে গেছে। এখন তাপমাত্রা যদি ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও থাকে, আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে বেশি। গরমের সময় আমাদের ঘাম হয়। ঘামের মাধ্যমে শরীর নিজেকে ঠান্ডা করে। কিন্তু জলীয়বাষ্প থাকলে এই ঘাম বের হওয়ার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। তাই অস্বস্তিকর গরম লাগে।
২৪ জুলাই, ২০২৩
X