মানুষের মৌলিক চাহিদা এখনো পূরণ হয়নি : জি এম কাদের
অনেক উন্নয়নের কথা বলা হলেও মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি এমন মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই ৫টি আমাদের সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক চাহিদা। দেশের অনেক উন্নয়নের কথা বিভিন্নভাবে বলা হচ্ছে কিন্তু আমাদের মৌলিক চাহিদা এখনো পূরণ হয়নি। শনিবার (৩০ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মরহুম শাহাদাত কবির চৌধুরীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা এখনো খাদ্য ও বস্ত্রের জন্য সংগ্রাম করছি উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, এখনো অনেক মানুষের বাসস্থান নেই। সবার সুচিকিৎসার ব্যবস্থা নাই। শিক্ষার হার অপর্যাপ্ত। দেশে পর্যাপ্ত চিকিৎসার সুযোগের অভাবে শাহাদাত কবির চৌধুরীর মতো অনেকে অকালে মৃত্যুবরণ করছে। পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোআ মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, জহিরুল আলম রুবেল, যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, অ্যাড. আব্দুল হামিদ ভাসানী, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্মসাংগঠনিক সস্পাদক আজহারুল ইসলাম সরকার ও জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান।
৩০ মার্চ, ২০২৪
X