রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদনের শেষ তারিখ ৮ মে
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ০৫টি পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৮ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসক কার্যালয়, রংপুর পদসংখ্যা : ৫টি জনবল : মোট সাতজন কর্মস্থল : রংপুর প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) ১. পদের নাম : সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর) পদসংখ্যা : ১টি যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলসুটিংয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ থাকতে হবে। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ২. পদের নাম : সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন পরিসংখ্যান সহকারী) পদসংখ্যা : ১টি যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলসুটিংয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ৩. পদের নাম : হিসাব সহকারী পদসংখ্যা : ২টি যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৪. পদের নাম : সার্টিফিকেট সহকারী পদসংখ্যা : ১টি যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৫. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ২টি যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) আবেদনের বয়সসীমা : ৯ এপ্রিল ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা : ৯ এপ্রিল থেকে ৮ মে ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
০৮ এপ্রিল, ২০২৪

১৫৯ জনবল নিয়োগ দেবে রংপুর সিভিল সার্জন কার্যালয়
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রংপুর সিভিল সার্জনের কার্যালয়। ৫টি শূন্য পদে ১৫৯ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ২৮ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : রংপুর সিভিল সার্জনের কার্যালয়। চাকরির ধরন : সরকারি । প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৪। পদ ও লোকবল : ৫টি ও ১৫৯ জন। আবেদন করার মাধ্যম : অনলাইন। আবেদন শুরুর তারিখ : ২৮ মার্চ ২০২৪। আবেদনের শেষ তারিখ : ২২ এপ্রিল ২০২৪। অফিসিয়াল ওয়েবসাইট : https://cs.rangpur.gov.bd/ প্রতিষ্ঠানের নাম : রংপুর সিভিল সার্জনের কার্যালয় । পদের সংখ্যা : ০৫টি । লোকবল নিয়োগ : ১৫৯ জন । পদের নাম : পরিসংখ্যানবিদ । পদসংখ্যা : ০৫টি । বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম : কোল্ড চেইন টেকনিশিয়ান । পদসংখ্যা : ০১টি । বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)। শিক্ষাগত যোগ্যতা : রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম : স্টোর কিপার । পদসংখ্যা : ০৬টি । বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম : স্বাস্থ্য সহকারী। পদসংখ্যা : ১৪৪টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম : গাড়ি চালক । পদসংখ্যা : ০৩টি । বেতন :  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কর্মস্থল : রংপুর। চাকরির ধরন : সরকারি। প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। আবেদন ফি : ১ থেকে ৬নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৭নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদনের শেষ সময় : ২২ এপ্রিল ২০২৪
২৯ মার্চ, ২০২৪

অবৈধ সম্পদ অর্জন / রংপুর পরিবার পরিকল্পনা অফিসের স্টোর কিপারের কারাদণ্ড
রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টোর কিপার হামিদুর রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ষাট দিনের মধ্যে জরিমানা করা অর্থ ৭ লাখ ৪০ হাজার ৭৪৫ টাকা সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরের অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্পেশাল জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হামিদুর রহমান, নওগাঁ জেলার সদর উপজেলার কেশবপুর গ্রামের নজিবর রহমান মন্ডলের ছেলে। বর্তমানে তিনি রংপুরের গুড়াতিপাড়ায় বসবাস করেন। এদিন আসামি আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার আগেই আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। বিচারক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, আসামি হামিদুর রহমান মণ্ডল রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টোর কিপার হিসেবে কর্মরত থাকা কালে অবৈধভাবে নিজের ও স্ত্রীর নামে কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেন। রংপুর নগরীতে তার তিন তলা আলিশান বাড়ি, বেশ কয়েকটি প্লট এবং নওগাঁয় বিপুল পরিমাণ আবাদি জমি কিনে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ ঘটনায় রংপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ২০১১ সালের ২৭ জুলাই দুদক আইনে মামলা দায়ের করেন। পরে তার নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি হামিদুর রহমান মণ্ডলকে দোষী সাব্যস্ত করে এ কারাদণ্ড এবং জরিমানার আদেশ দেন আদালত। জরিমানার অর্থ আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।  দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি হারুন উর রশীদ জানান, আসামি হাজিরা দিতে আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার আগে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
১৮ মার্চ, ২০২৪

রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার
রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।  বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে যশোরের ঝিকরগাছা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলো, রংপুরের হারাগাছ উপজেলার বানুপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহাজাহান ওরফে সানি (২০) ও শাহিন মিয়া (২৮)। মামলা সূত্রে জানা যায়, রংপুর জেলার হারাগাছ উপজেলার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে ১৩ ফেব্রুয়ারি সকালে অপহরণ করে শাহাজাহান ওরফে সানি ও তার ভাই শাহিন মিয়া। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৩ মার্চ হারাগাছ থানায় স্কুলছাত্রীর বাবা অপহরণ মামলা করেন। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে অবহিত হয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্প অপহরণের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোলবাকপুর এলাকা সানি ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা ভিকটিমকেও উদ্ধার করা হয়।  অপহৃত স্কুলছাত্রী র‌্যাবকে জানিয়েছে, স্কুলে যাওয়া আসার পথে অপহরণকারী সানি প্রায়ই তাকে উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক অপহরণ করে। উদ্ধারকৃত স্কুলছাত্রী এবং অপহরণকারীদের রংপুরের হারগাছ থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪ মার্চ, ২০২৪

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আটকে রাখলেন স্থানীয়রা
রংপুরের পীরগাছায় রেলপথ অবরোধ করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আটকে দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সেখানে যাত্রাবিরতির দাবিতে ট্রেনটি ৩৫ মিনিট আটকে রাখেন তারা। মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পীরগাছা রেলস্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশনে ফিতা কেটে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।    সেখানে হওয়া বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাটের বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, পীরগাছা স্টেশনে এই ট্রেনের যাত্রাবিরতির দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে আমার কাছে মতামত চাইলে, আমি এই স্টেশনে যাত্রাবিরতির বিষয়ে সুপারিশ করবে। রেলওয়ের ওই কর্মকর্তার এই আশ্বাসে প্রায় ৩৫ মিনিট পর ট্রেনটিকে ছেড়ে দেওয়া হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ও রাত ১০টায় রেলপথ অবরোধ করে ন্যূনতম ৩ মিনিট ট্রেনটিকে ওই স্টেশনে থামিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়। এর আগে রোববার (১০ মার্চ) দুপুরে পীরগাছা সরকারি কলেজে ট্রেনটির যাত্রাবিরতির লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য সভা করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতারা। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১১ মার্চ) দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে যাত্রাবিরতির দাবি জানিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতির ঘোষণা দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকারসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।   মঙ্গলবার (১২ মার্চ) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা থেকে পীরগাছা রেলস্টেশন চত্বরে দলে দলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জমায়েত হতে থাকেন। রাত সাড়ে ৯টা থেকে নাগরিক কমিটির ব্যানারে সভা-সমাবেশ চলতে থাকে। এ সময় বক্তব্য দেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, সাবেক চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হক মুন্সি প্রমুখ।  বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‌‘বুড়িমারী রেলস্টেশনে ওয়াস পিড ও অন্যান্য অবকাঠামো নির্মাণ না হওয়া পর্যন্ত লালমনিরহাট রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চলাচল করবে।’
১৩ মার্চ, ২০২৪

পেনশনারদের দুর্ভোগ কমানোর উদ্যোগ রংপুর ডিসিএর
চাকরি শেষে পেনশনারদের দুর্ভোগ কমিয়ে আনতে চান রংপুরের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ)। সেজন্য নানামুখী উদ্যোগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেবাগ্রহীতাদের লাইফ ভেরিফিকেশন, পেনশন চালুকরণ, অনলাইন ও অফলাইনে যে কোনো সমস্যা সমাধানসহ মাত্র এক কর্মদিবসে পেনশন নিষ্পত্তি করে আনুতোষিকের চেক দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। জেলা ডিসিএ কার্যালয়ে সরেজমিন দেখা যায়, একটি কক্ষে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। যেখানে কর্মকর্তারা পেনশনারদের নানা সমস্যা সমাধান কাজ করছেন। এ ছাড়া অন্য দপ্তর থেকে পেনশন মঞ্জুরি ও পেনশন কেস আসতে যাতে দেরি না হয়, সেজন্য জনসচেতনতামূলক প্রি-পেনশন ডিসকাশন সেশন প্রবর্তন করা হয়েছে। রংপুরের ডিসিএ মোহাম্মদ শাহজাহান বলেন, দ্রুততম সময়ে অনুতোষিক ও পেনশন প্রাপ্তি সরকারি কর্মচারীর মৌলিক অধিকার। পেনশনারদের জিপিএফ চূড়ান্ত, গ্র্যাচুইটি ও ল্যাম্পগ্রান্টের চেক পেনশন ম্যাচুরিটি ডে-তে দিতে বদ্ধ পরিকর।
০৩ মার্চ, ২০২৪

ফাইনালে কুমিল্লা অপেক্ষায় রংপুর
১৮৫ রান করেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যালেঞ্জ দিতে পারল না রংপুর রাইডার্স। উল্টো সহজ জয়ে সবার আগে বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে লিটন দাসের দল। ৬ উইকেটের জয়ে টানা তৃতীয়বার বিপিএলের ফাইনালে উঠল কুমিল্লা। অন্যদিকে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৫ রান তোলে রংপুর। রান তাড়ায় ৯ বল বাকি রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। একাই ৮৩ রান করে লিটন। তবে মূল নায়ক ছিলেন ৬৪ রান করা তাওহীদ হৃদয়। টস হেরে ব্যাটিং করতে নেমে ২৭ রানে তিন উইকেট হারায় রংপুর। সাকিব আল হাসানসহ টপ অর্ডারের সবাই হন ব্যর্থ। তবে চারে নেমে ইনিংসের একপাশ আগলে রাখেন জিমি নিশাম। সতীর্থদের আসা-যাওয়ার ফাঁকেও খেলেছেন ৯৭ রানের দারুণ এক ইনিংস। ৪ ওভারে ৭২ রান দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলারের লজ্জায় ডুবেন কুমিল্লার পেসার মুশফিক হাসান। অন্যদিকে চোটের জন্য না খেলা মুস্তাফিজুর রহমান গ্যালারিতে বসে খেলা দেখলেও তার জায়গায় সুযোগ পেয়েই দারুণ করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা রোহানউদৌলা বর্ষণ। ৩ ওভারে ৭ রান দিয়ে ফেরান রনি তালুকদারকে। বড় লক্ষ্য দিয়ে শুরুতেই কুমিল্লার ওপেনার সুনীল নারিনকে ফেরান ফজল হক ফারুকী। ইনিংসের প্রথম বলেই ফেরেন তিনি। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লিটন ও হৃদয়। দুপাশ থেকেই দ্রুত রান তোলে এ জুটি। ১৪৩ রানের জুটি ভাঙলে ফেরেন ৬৪ রান করা হৃদয়। ৪৩ বলে ৫ চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। এরপর অবশ্য ম্যাচ অনেক সহজেই হাতের নাগালে নিয়ে যায় কুমিল্লা। লিটন শেষদিকে ফিরলেও জয় নিয়ে ফিরতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। আগামীকাল ফরচুন বরিশাল ও রংপুরের মধ্যকার ম্যাচের জয়ী দলই হবে দ্বিতীয় ফাইনালিস্ট।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

রোমাঞ্চের পর শীর্ষেই রংপুর কুমিল্লা-বরিশালের অপেক্ষা
লড়াইটা রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের নাকি সাকিব আল হাসান-তামিম ইকবালের! কিছু সময়ের জন্য এমন ভাবনায় ডুবতে পারেন আপনিও। ক্ষণে ক্ষণে বেড়েছে ম্যাচের উত্তেজনা; সেটা ছুঁয়ে গেছে সাকিব-তামিম সম্পর্ককেও। দুজনের উদযাপনের মাঝেও ছাপা লড়াই ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর হয়ে ওঠা ম্যাচটি জিতে নেয় রংপুর। হারলেও লড়াই জমানোর তৃপ্তির হাসি হেসেছেন বরিশাল অধিনায়ক তামিমও। ১ উইকেটের জয়ে শীর্ষ দল হিসেবে কোয়ালিফায়ার-১-এ খেলবেন সাকিবরা। অন্যদিকে রংপুরের কাছে হেরে প্লে-অফের অপেক্ষায় থাকল বরিশাল। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরে অপেক্ষায় আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। বরিশালের শেষ ম্যাচের প্রতিপক্ষ আবার কুমিল্লা। সাগরিকায় সাকিব-তামিমের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছিল চোখে পড়ার মতোই। ধারাভাষ্য কক্ষ থেকে জানা যায়, সব টিকিটই নাকি বিক্রি হয়ে গেছে ম্যাচ শুরুর আগেই। সে উত্তেজনা বেড়েছে সাকিবের বলে তামিমের ফেরা কিংবা সাকিবের ফেরাতে তামিমের বেঙ্গ উৎযাপনেও। আগে ব্যাটিং করা বরিশাল স্কোর বোর্ডে যোগ করে ১৫১ রান। শেষদিকে উইকেট হারিয়ে চাপে পড়লেও ৩ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রংপুর। বরিশালের ভালো শুরু এনে দেন তামিম। ৩৩ রান করা এই ব্যাটারকে প্রথম বলেই বোল্ড করেন সাকিব। এরপর যে উদযাপন করলেন, সেটা ২৯ রান করে সাকিব ফেরার পর ব্যাঙ্গই করলেন তামিমও। তবে সব ছাপিয়ে টুর্নামেন্টকে একটা দারুণ ম্যাচই উপহার দিয়েছে দুদল। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে কুমিল্লার চ্যালেঞ্জ ছিল ১৭৮ রানের। প্রথম ৯ ওভারে ২ উইকেটে ৫৭ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে-অফ নিশ্চিতে ওভার প্রতি ১১ রান করে নিতে হতো গত আসরের শিরোপাধারীদের। পরের ওভারে ২২ রান নিয়ে হিসাব আরও সহজ করে দেন অধিনায়ক লিটন দাস। কিন্তু শেষ পর্যন্ত আর হিসাব মেলাতে পারেনি তারা। সিলেট স্ট্রাইকার্সের বোলিং তোপের সামনে ১৬৫ রানে গিয়ে থেমেছে তারকায় ঠাসা দলটি। অথচ জিতলেই দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা হতো কুমিল্লার। দলে ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বখ্যাত তারকা আন্দ্রে রাসেল, সুনিল নারিন, মঈন আলি ও জনসন চার্লস। কিন্তু মাঠের ক্রিকেটে খ্যাতির প্রভাব দেখাতে পারেননি তারা। লিটন দাসের ক্যারিয়ারসেরা ৮৫ রানের ইনিংসের পরও ১২ রানে হেরেছে তারা। দারুণ জয়ে বিদায়বেলা রাঙাল সিলেট। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে প্লে-অফের লড়াইয়ে কুমিল্লার পরের দুই প্রতিপক্ষ শীর্ষে থাকা রংপুর রাইডার্স ও তিনে থাকা ফরচুন বরিশাল। আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৭৭ রান তোলে সিলেট। প্রথম ১২ ওভারে ৪ উইকেটে ৮২ রান তোলে তারা। পরের ৪ ওভারে ৪০ রান তোলে সিলেট। একপাশ আগলে রেখে ২০০ স্ট্রাইকরেটে ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন হাওয়েল। ম্যাচসেরাও হন ইংলিশ এ অলরাউন্ডার।
২০ ফেব্রুয়ারি, ২০২৪

প্রথম দল হিসেবে প্লে-অফে রংপুর
এবারের বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগের (বিপিএল) আসর শুরুর আগেই শিরোপার দাবিদার ভাবা হচ্ছিল রংপুর রাইডার্সকে। প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ দলটি হতাশ করলেও সেই হতাশাকে বেশিক্ষণের জন্য স্থায়ী হতে দেয়নি রংপুরের ফ্রাঞ্চাইজিটি। এবারের বিপিএলে একক আধিপত্য বজায় রেখে টানা সপ্তম জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব-সোহানরা।    জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবারের (১৬ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তারা হারিয়েছে ১৮ রানের ব্যবধানে। রংপুরের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। রংপুরের যেমন প্লে-অফ নিশ্চিত ঠিক তেমনি টানা তিন হারে প্লে অফ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বন্দরনগরীর দলটির। বিস্তারিত আসছে….
১৬ ফেব্রুয়ারি, ২০২৪
X