রাজবন্দি নেই আছে বিএনপির অ্যাক্টিভিস্ট
কারাগারে কোনো রাজবন্দি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা আছে তারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে, পুলিশ-আনসারকে পিটিয়ে হত্যা করেছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে। তারা রাজবন্দি নয়, বিএনপির অ্যাক্টিভিস্ট। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভিডিও দেখে তাদের শনাক্ত করেছি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেটা পুলিশ বাহিনী করছে। এখানে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি, রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসাদুজ্জামান খান বলেন, ২০১৪ সালেও তারা (বিএনপি) অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করেছে। তবে ক্রমান্বয়ে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। নির্বাচন সংক্রান্ত গণগ্রেপ্তার, আটক, নির্যাতন সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য প্রসঙ্গে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো হামলা-মামলা, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পলিটিক্যাল বাহিনী করেনি; তারাই (বিএনপি) করেছে। তারা করে যদি অপবাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করছি। শোক-শ্রদ্ধায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত: শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪। এ উপলক্ষে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৩৪ জন পুলিশ সদস্যের পরিবারকে স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। পুলিশের সব মেট্রোপলিটন, রেঞ্জ এবং জেলা ইউনিটেও যথাযোগ্য মর্যাদায় পুলিশ দিনটি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা পুলিশ স্টাফ কলেজ চত্বরে স্থাপিত ‘পুলিশ মেমোরিয়ালে’ পুষ্পস্তবক অর্পণ করেন। ওই সময় একটি সুসজ্জিত পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুন সুর। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
১০ মার্চ, ২০২৪

রাজবন্দি নেই, কারাগারে বিএনপির অ্যাক্টিভিস্ট রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি বলছে, কারাগারে হাজার হাজার রাজবন্দি রয়েছে। তাদের কথা ঠিক নয়, কারাগারে কোনো রাজবন্দি নেই বিএনপির অ্যাক্টিভিস্ট রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৯ মার্চ) দুপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজবন্দি বলতে আমাদের এখানে কেউ নেই। যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে, যারা আমার পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমার আনসারকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছে। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যেভাবে বাংলাদেশ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছেন। আর নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।  আসাদুজ্জামান খান কামাল বলেন, গত নির্বাচনে অনেক মন্ত্রী, বড় বড় নেতা ধরাশায়ী হয়েছেন। কাজেই আমরা সুনিশ্চিত করে বলতে পারি এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি বা কোনো ধরনের সাপোর্ট কেউ পেয়েছে বলে আমরা মনে করি না, দেখিওনি। 
০৯ মার্চ, ২০২৪
X