৮ ম্যাচ পর জিতল রূপগঞ্জ টাইগার্স
পরপর দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠল আকবর আলীর দল। দিনের অপর দুই ম্যাচে জিতেছে রূপগঞ্জ টাইগার্স ও সিটি ক্লাব। সকাল থেকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে দিনের তিন ম্যাচেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৪৩ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৪২ রান তোলে শাইনপুকুর। জবাবে মাত্র ১৬১ রানে গুঁড়িয়ে যায় গাজী গ্রুপ। ৮৪ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরা হন শাইনপুকুরের কিপার ব্যাটার ইরফান শুক্কুর। বড় জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে শাইনপুকুর। শীর্ষে থাকা আবাহনী এখনো অপরাজিত। বিকেএসপির ৩নং মাঠে আগে ব্যাটিং করা রূপগঞ্জ টাইগার্স স্কোর বোর্ডে তোলে ১৪৯ রান। অল্প রান তাড়া করতেও ব্যর্থ হয় ব্রাদার্স ইউনিয়ন। ১১৬ রানে থেমেছে তারা। ৩১ রান জিতে লিগে হারের বৃত্ত ভাঙল রূপগঞ্জ টাইগার্স। টানা ৮ রাউন্ড হারার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে দলটি। বিকেএসপির ৪নং মাঠে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে জিতেছে সিটি ক্লাব। আগে ব্যাটিং করা পারটেক্স স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে তুলেছিল ২০৮ রান। বৃষ্টি আইনে ৪২ ওভারে ২১০ রান করতে হতো সিটি ক্লাবের। নির্ধারিত ওভারের ২ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে সিটি ক্লাব। তবে এখনো রেলিগেশন লিগের শঙ্কায় পড়ে আছে সিটি ক্লাব, পারটেক্স ও রূপগঞ্জ টাইগার্স।
০৮ এপ্রিল, ২০২৪

ব্রাদার্স, রূপগঞ্জ ও গাজী টায়ার্সের জয়
ঢাকা প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শক্তিশালী শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৬ রানে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। দিনের অপর দুই ম্যাচে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী টায়ার্স। বিকেএসপির ৩নং মাঠে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২২২ রান তোলে ব্রাদার্স। একাই ৫ উইকেট নেন শাইনপুকুরের লেগস্পিনার রিশাদ হোসেন। রান তাড়ায় দাপুটে শুরু এনে দেন তানজিদ হাসান তামিম। এর পরও সমীকরণ মেলাতে পারেনি শাইনপুকুর। ১৯৬ রানে গুঁড়িয়ে যায় তারা। তামিমের করা ২৪ বলে ৪১ রান গেল বৃথা। বিকেএসপির ৪নং মাঠে আগে ব্যাটিং করে ২১৪ রান তোলে গাজী টায়ার্স। রান তাড়ায় ধীরগতির ব্যাটিংয়ে ১৭৬ রানে থামে সিটি ক্লাব। ১২০ বলে ৮৫ রান করে ম্যাচসেরা হন গাজীর তাহজিবুল ইসাম। এদিকে ফতুল্লায় আরও একবার হার দেখল পারটেক্স স্পোর্টিং ক্লাব। আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারের আগেই ১৯১ রানে গুঁড়িয়ে যায় তারা। একাই ৮৮ রানের দাপুটে ইনিংস খেলেন দলটির অভিজ্ঞ ব্যাটার মিজানুর রহমান। রান তাড়ায় বিধ্বংসী এক ইনিংসে জবাব দেন শামিম হোসেন পাটোয়ারি।
২৯ মার্চ, ২০২৪

নির্বাচন ২০২৪ / গাজীতেই আস্থা রাখছে রূপগঞ্জ আওয়ামী লীগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তিনবারের নির্বাচিত এমপি এবং গাজী গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) ওপর আস্থা রাখছে স্থানীয় আওয়ামী লীগ। অন্যদিকে নিজের অবস্থান পাকাপোক্ত করতে গণসংযোগ আর সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন গাজী। থেমে নেই তার সমর্থকরাও। তারাও গাজীর উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুল ধরছেন। সব মিলিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। যদিও ভিআইপি আসন হিসেবে চিহ্নিত এই আসনে প্রার্থী বাছাইয়ের এখতিয়ার শুধু দলের হাইকমান্ডের। একটা সময় এই আসনে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য মরহুম আব্দুল মতিন চৌধুরী ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কেএম সফিউল্লাহর (বীরউত্তম) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতো। কিন্তু নবম সংসদ নির্বাচনে মতিন চৌধুরী নির্বাচনে না আসায় এবং সফিউল্লাহ মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিজিএমইএর সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সঙ্গে গোলাম দস্তগীর গাজীর লড়াই হয়। সে নির্বাচনে পাল্টে যায় ভোটের সব হিসাব। কাজী মনিরকে প্রায় ৫৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন গাজী। এরপর থেকে তিনি সপ্তাহে তিন থেকে চার দিন এলাকায় সাধারণ মানুষকে সময় দিতেন এবং নানা উন্নয়ন কাজ করে গেছেন। এরই ফলশ্রুতিতে তিনি দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. শওকত আলীকে দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে জনপ্রিয়তার শীর্ষে উঠেন। দলের স্থানীয় নেতারা জানান, গাজী প্রতিনিয়তই এলাকার উন্নয়নের জন্য ছোটাছুটি করেছেন। চাকরি দিয়েছেন রূপগঞ্জের শতাধিক বেকারকে। নারীদের রাজনীতিতে সক্রিয় করেছেন। তাই মনোনয়ন দৌড়ে তার নামই তালিকার ওপরে থাকবে বলে আমরা মনে করি। বর্তমান সরকারের আমলে উপজেলায় চার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়। এর মধ্যে শুধু হাজার কোটি টাকার সড়ক নির্মাণ হয়। এতে বদলে গেছে উপজেলার চিত্র। রূপগঞ্জে তৈরি হয়েছে তৃতীয় শীতলক্ষ্যা সেতু আর চার লেনের উড়াল সেতু। এ ছাড়া শেখ হাসিনা সরণি, বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্র আর নির্মাণাধীন ঢাকা বাইপাস সড়ক আধুনিক রূপগঞ্জের প্রতিচ্ছবিকে তুলে ধরেছে। এ ছাড়া সড়ক, কালভার্ট, সেতু, ব্রিজ সংস্কার ও নির্মাণের ফলে প্রতিনিয়ত বদলে যাচ্ছে রূপগঞ্জ। ক্যারিশমাটিক লিডার হিসেবে পরিচিত গাজী রূপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে ব্যাপক ভূমিকা পালনের পাশাপাশি বহু ভবন নির্মাণ ও সরকারীকরণে বলিষ্ঠ অবদান রেখেছেন। ব্যাপক শিল্পায়নের ফলে রাজধানীর উপকণ্ঠের অবহেলিত রূপগঞ্জ এখন অন্যরকর সমৃদ্ধ। এ ব্যাপারে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, আমি রাজনীতি করি রূপগঞ্জের মাটি আর জনগণের জন্য। তারা অবশ্যই আমার কাজের মূল্যায়ন করবে। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
১৯ নভেম্বর, ২০২৩

রূপগঞ্জে বিএনপির নেতাসহ ৭৩ জনের নামে মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হরতালের সমর্থনে মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও দিপু ভুঁইয়াসহ ৭৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক নামের এক যুবলীগ কর্মী বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা করেন।  মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম শাহেদ বলেন, শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে আদুরিয়া এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে এক যুবলীগ কর্মীর মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও দিপু ভূঁইয়াসহ ৭৩ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
৩০ অক্টোবর, ২০২৩

রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ জর্জ মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মিন্টো রোডের গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার রাতে উপজেলার পূর্বাচল জয় বাংলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রত্যাশী আবু মোহাম্মদ মাসুম। গ্রেপ্তার মোহাম্মদ জর্জ মিয়া উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবের বাজার এলাকায় মৃত রইজ উদ্দিনের ছেলে। কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, পূর্বাচল জয়বাংলা চত্বর এলাকায় দলীয় একটি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ জর্জ মিয়াকে ঢাকা মিন্টো রোডের ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। জর্জ মিয়ার নামে দলীয় যেসব মামলা চলমান সেগুলোর জামিনে ছিলেন তিনি। অথচ কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, গ্রেপ্তারের বিষয়ে আমাদের জানা নেই।
২০ সেপ্টেম্বর, ২০২৩
X