আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : রেলমন্ত্রী
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত ট্রেন চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ট্রেনের উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রেলপথমন্ত্রী। শনিবার (৪ মে) রাজবাড়ীর সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে এই পথে দুটি কমিউটার ট্রেন উদ্বোধনকালে রেলপথমন্ত্রী এসব কথা বলেন। মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা রুটে ভাঙ্গা কমিউটার ট্রেন ও ভাঙ্গা-রাজবাড়ী রুটে চন্দ্রনা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল যোগাযোগ ব্যবস্থাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন। ভবিষ্যতে এই পথে আরেকটি ট্রেন আমরা চালু করব। আবার আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি ট্রেন চালু হবে। ওই ট্রেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। রেলমন্ত্রী বলেন, ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটি রেললাইন বানানো হবে। সেটি আটটি জেলাকে যুক্ত করবে। কিন্তু এই অঞ্চলের মাটি ভালো না, তাই পুরো লাইনটি হবে এলিভেটেড (উড়াল)। তিনি আরও বলেন, আমরা চিন্তা করছি, রেলে বর্তমানে দুইটা জোন আছে, আরও দুইটা জোন তৈরি করা হবে। এর একটা হবে ভাঙ্গা-ফরিদপুর, এটির জোনাল অফিস হবে ভাঙ্গায়। এতে করে ভাঙ্গায় রেলের সেবা আরও বাড়বে। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা উপহার হিসেবে রেল সংযোগে ভাঙা-ফরিদপুরকে যুক্ত করেছেন। ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই রেক দ্বারা রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করা হবে। উভয় পথে ভাঙ্গা জাংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রাবিরতি থাকবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
০৪ মে, ২০২৪

ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি : রেলমন্ত্রী
যাত্রীবাহী ট্রেনগুলোতে দূরত্বভিত্তিক যে রেয়াত (ছাড়) দেওয়া ছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে নতুন করে ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে মাঠে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, ১০০ কিলোমিটারের মধ্যে ট্রেনে কোনো ভাড়া বাড়ানো হচ্ছে না। আমরা ১০০ কিলোমিটার দূরত্বের ওপরে যে ভর্তুকি দিতাম, এটা প্রত্যাহার করেছি। গত ১৫-২০ বছরের মধ্যে ট্রেনে কোনো ভাড়া বাড়েনি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে জনগণের ওপর চাপ দেওয়া যাবে না। তাই আমরা ভাড়া বাড়ানোর কোনো চেষ্টাও করছি না। ভর্তুকি প্রত্যাহারের জন্য যতটুকু ভাড়া বাড়বে, সেটুকু তো মেনে নিতেই হবে। এই সিদ্ধান্ত ৪ মে থেকে কার্যকর করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুসহ অন্যান্যরা।
২৩ এপ্রিল, ২০২৪

এবারই প্রথম স্বস্তিতে মানুষ ট্রেন ভ্রমণ করছেন : রেলমন্ত্রী
ঈদ যাত্রায় এবারই প্রথম স্বস্তিতে মানুষ ট্রেন ভ্রমণ করেছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেন, ঈদে টিকেট নিয়ে কোনো কালবাজারী হয়নি। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার লক্ষ্যে রাজবাড়ী থেকে ভারত যাওয়ার সময় এই ষোলটাকা গ্রামে অবস্থান করেছিলেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম। ৫৩ বছরের মাথায় মুক্তিযুদ্ধের স্মৃতির টানে গ্রামটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে স্মৃতিচারণ করেন তিনি। শরণার্থী গমন আর মুক্তিযোদ্ধাদের নিরাপদ বিচরণ ছিল ষোলটাকা গ্রামসহ আশেপাশের এলাকা। মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন এখানকার মুক্তিকামী মানুষ। সেই স্মৃতির টানে রেলপথমন্ত্রী এখানে ফিরে আসায় এলাকার মানুষ বেজায় খুশি। এ সময় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. এএসম নাজমুল হক সাগর, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।  এর আগে দুপুরে মেহেরপুর সার্কিট হাউজ হয়ে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রেলপথমন্ত্রী। সন্ধ্যায় ষোলটাকা গ্রাম পরিদর্শনশেষে সড়ক পথে মেহেরপুর জেলা ত্যাগ করেন তিনি।  
১২ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রীর সদিচ্ছায় ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে : রেলমন্ত্রী
রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে ঈদে যাত্রীরা ট্রেনে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন। বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পাংশায় নিজ বাড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন ঈদে যাত্রীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করেছি। আন্তরিকভাবে যদি কোনো কাজ করা যায়, আমার মনে হয় সে কাজে সফলতা আসে। তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয় এবং রেলপথ পরিদর্শন অধিদপ্তরসহ আমরা সবাই মিলে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছি যাতে যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। আমাদের সেই চেষ্টা ফলপ্রসূ হয়েছে। এ জন্য আমরা জনগণকে এবং রেলের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং নির্দেশনার কারণে তাকেও ধন্যবাদ জানাই। রেলমন্ত্রী আরও বলেন, আমরা যাত্রীদের ফিরতি টিকিটও দিয়েছি। ঈদে যেমন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন। ঈদ শেষেও তারা একইভাবে কর্মস্থলে ফিরতে পারবেন।
১০ এপ্রিল, ২০২৪

ঈদযাত্রায় গার্মেন্টস শ্রমিকদের সুখবর দিলেন রেলমন্ত্রী
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, গার্মেন্টস ব্যবসায়ীদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে তারা বাড়ি যেতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার গার্মেন্টস শ্রমিকদের জন্য আগামী দুই দিন আমরা আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি। রোববার (৭ এপ্রিল) দুপুর ২টায় রাজবাড়ীর পাংশা ডাকবাংলোতে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল ধরনের সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
০৭ এপ্রিল, ২০২৪

স্বাধীনতাকে পাকিস্তানের কাছে বিক্রির চেষ্টা করেছিল : রেলমন্ত্রী
রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছিল, সেই সময়ে দেশীয় এবং বৈদেশিক ষড়যন্ত্রের করণে তাকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। স্বাধীনতাকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। তাদের সেই চেষ্টা সফল হয়নি। আজকে বঙ্গবন্ধুকন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী আরও বলেন- নেতাদের ও দেশের মানুষের যদি সদিচ্ছা থাকে, যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সিমিত সামর্থ্যের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা কোনো সময় সফল হতে পারেনি। ভবিষতেও পারবে না। তিনি আরও বলেন- আমাদের দেশের দামাল ছেলেরা, ছাত্রছাত্রীরা, বিশেষ করে নতুন প্রজন্ম স্বাধীনতার প্রতি যেভাবে উদ্বুদ্ধ তাতে দেশের অগ্রগতি কোনো সময় থামিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ স্মার্ট দেশে পরিণত হবে। পৃথিবীর বুকে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতি সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান (ওদুদ), রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মুজমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খান প্রমুখ। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিরাসহ অনেকে উপস্থিত ছিলেন।
২৬ মার্চ, ২০২৪

ট্রেনের ভাড়া বাড়ছে না: রেলমন্ত্রী
এ মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ঈদের আগে কোনোভাবেই রেলের ভাড়া বাড়বে না। এমনকি নিকট ভবিষ্যতেও বাড়ানো হচ্ছে না। গতকাল রোববার মোবাইলে যোগাযোগ করা হলে রেলমন্ত্রী কালবেলাকে বলেন, রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে গণমাধ্যমে যেসব খবর প্রকাশ হচ্ছে, তা সঠিক নয়। ঈদের আগে ১ এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হৈচৈ চলছে। যে যার মতো করে মতামত প্রকাশ করছেন। রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বেড়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেওয়া হচ্ছে, তা আর না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জিল্লুল হাকিম বলেন, ‘তিনি (ভারপ্রাপ্ত মহাপরিচালক) কি সিদ্ধান্ত দেওয়ার মালিক নাকি? আমি বলছি, এখন ভাড়া বাড়বে না। কখনো বাড়ানোর প্রয়োজন হলে পরিস্থিতি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে জানান দিয়ে তারপর আমরা চিন্তা করব। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই।’ এদিকে গতকাল রেলমন্ত্রী রাজবাড়ীতে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের অনেক দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ও ঘরের ব্যবস্থা করেছেন। তাই দেশকে এগিয়ে নিতে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাই মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন বিএনপির পছন্দ নয়। তারা মিথ্যা কথা বলতে ভালোবাসে। বিএনপি জনগণের সঙ্গে সবসময় প্রতারণা করে। জনগণও তাদের বিচার করেছে। এখন জনগণ বিএনপিকে ঘৃণা করে প্রত্যাখান করেছে। জিল্লুল হাকিম আরও বলেন, রাজবাড়ীর মানুষ কোনোদিন চিন্তাও করেনি ২ ঘণ্টা ২০ মিনিটে ঢাকার কমলাপুরে পৌঁছাতে পারবে। পদ্মা সেতুর কারণে সেটা সম্ভব হয়েছে।
১৮ মার্চ, ২০২৪

ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে যা বললেন রেলমন্ত্রী
সারা দেশে রেলের ২৩ জাহার একরের বেশি জমি বেদখল হয়ে আছে। সারা দেশে অনেক লোক আছে যারা, দুই নম্বর কাগজপত্র তৈরি করেছে। মূল কাগজ দেখে মনে হবে দুই নম্বর কাগজটাই জেনুইন। আরএস, এসএ, বিএস রেকর্ডের ভুয়া কাগজপত্র তৈরি করে রেলের জমি বেদখল করে রেখেছে। বেদখলে থাকা জমি দখলের জন্য উচ্ছেদ অভিযান করছে রেল কর্তৃৃপক্ষ। রেলের জমি উদ্ধারে কাউকে একবিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। শনিবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। উপজেলা পরিষদ মিলনায়তনে পাংশা রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ে ভূমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনার জমি যদি কেউ ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করতে যায়, আপনি দখল করতে দেবেন? কেউ দেবেন না। মারামারি করে হোক, ধরাধরি করে হোক, মামলা করে হোক, যেভাবেই হোক আপনার জমি আপনি দখল করতে দেবেন না। এটা আপনার অধিকার। তেমনি রেলেরও অধিকার তার জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি ফিরিয়ে নেওয়া। আপনারা অবৈধভাবে জমি দখল না করে, বৈধভাবে লিজ নিয়ে ভোগ করেন, আমাদের কোনো আপত্তি নাই। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে, দেশকে উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় রেলওয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, একটু সময় দিয়ে আপনারা সবার কাগজপত্র দেখে ভালোভাবে যাচাই-বাছাই করে যাদের কাগজপত্র অবৈধ, শুধু তাদের স্থাপনা ভাঙবেন। অযথা কারও স্থাপনা ভাঙবেন না। রেলের জমি উদ্ধারে কাউকে একবিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ১০০ কিলোমিটারের অতিরিক্ত দূরত্বের সব ধরনের যাত্রীবাহী ট্রেনের রেয়াতি (ছাড়) সুবিধা বাতিলের মাধ্যমে ট্রেনের ভাড়া বাড়ানো হবে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, আপাতত ট্রেনের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে বর্তমান নির্ধারিত ভাড়া অনেকদিন ধরে অর্থাৎ ২০১৬ সাল থেকে আছে। সবকিছুর দাম বেড়েছে। কিন্তু ট্রেনের টিকিটের দাম বাড়েনি। তেলের দাম বেড়েছে, বগির দাম বেড়েছে, ইঞ্জিনের দাম বেড়েছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বেড়েছে। যখন আমরা ট্রেনের টিকিটের ভাড়া বাড়াবো, তখন আগে থেকে সাংবাদিকদের জানিয়েই বাড়াবো। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান (ওদুদ), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলিউজ্জামান চৌধুরী (টিটো), পাংশা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন প্রমুখ।
১৬ মার্চ, ২০২৪

দখল হওয়া জমি উদ্ধারে ডিসিদের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী
রেলের দখল হওয়া জমি উদ্ধার ও প্রকল্পের ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসকদের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।   সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের অধিবেশনে এ সহযোগিতা চান তিনি।  মন্ত্রী বলেন, জনগণের কাছে প্রত্যেকটি জেলায় রেল পৌঁছে দেওয়ার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর। সবচেয়ে সস্তা যাত্রী ও মাল পরিবহন হচ্ছে রেলওয়ে।  ডিসিরা কী সুপারিশ করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ রেলক্রসিং যেখানে আছে সেখানে আমরা সহায়তা চেয়েছি। যেহেতু আমাদের জনবল কম। বেদখল জমি উদ্ধারে তাদের সহযোগিতা চেয়েছি। জেলা প্রশাসকরাও বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।  একই প্রশ্নের জবাবে রেল সচিব হুমায়ুন কবীর বলেন, জেলা প্রশাসকদের কাছে থেকে ৭টি প্রস্তাবনা পেয়েছি। এর মধ্যে ২টি প্রস্তাব করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। রেলক্রসিংয়ের জন্যে ময়মনসিংহ শহরের মাঝে যানজট হচ্ছে, সেখানে ফ্লাইওভার করতে হলে সড়ক বিভাগের সাথে সমন্বয় করতে হবে। উড়াল সড়ক আমরা করব নাকি সড়ক বিভাগ করবে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।  এ ছাড়া শার্শা স্টেশন করার একটি প্রস্তাব রয়েছে। নোয়াখালীর লাইন লক্ষ্মীপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান রেল সচিব। 
০৪ মার্চ, ২০২৪

রেলকে ক্ষতিগ্রস্ত করে গেছে আগের সরকার : রেলমন্ত্রী
রেলকে ক্ষতিগ্রস্ত করে গেছে আগের সরকার। এমন মন্তব্য করেছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। রেলমন্ত্রী বলেন, রেলপথ মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্ত করে গেছে আগের সরকার। গোল্ডেন হ্যান্ডশেখের কারণে এখন আমাদের ভালো চালক, ফোরম্যান নেই, সব ক্ষেত্রেই একটা সমস্যা। এ সমস্যাগুলো দূর করতে প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। তিনি বলেন, বর্তমানে রেলপথ মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয়। বিভিন্ন রেলপথ বন্ধ হয়ে যাওয়ার পরও সেগুলো পুনরায় চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেলের ব্যাপক সম্প্রসারণ হচ্ছে। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস রেখে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি রেলকে সুন্দর প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণে নিয়োজিত করব। এ জন্য সবার সহযোগিতা চাই। মো. জিল্লুল হাকিম বলেন, আমি যখন রেলমন্ত্রী হয়েছি তখন রেল মন্ত্রণালয় বিট করা অনেক সাংবাদিক আমার কাছে এসেছিল। আমি তাদের বলেছি আমার অভিজ্ঞতা তেমন খুব একটা ভালো না। কারণ, সাংবাদিকরা আমাকে কোনো সময় ভালোভাবে উপস্থাপন করতে পারে না। সাংবাদিকরা সমাজের সবচেয়ে এলিট শ্রেণির লোক। সাংবাদিকরা সমাজের অংশ। সাংবাদিকরা দেশকে গঠন করার জন্য ভালো কাজ করতে পারেন। গঠনমূলক সমালোচনা করবেন, সেগুলো অবশ্যই আমাদের সিদ্ধান্ত নিতে কাজ করতে সহায়ক হবে। কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করলে সেটা দেশের জন্য ভালো না, জনগণের জন্য ভালো হবে না। আমরা যদি নিজেরা পরস্পরের মূল্যায়ন করতে পারি তাহলে আমরা নিজেরাও এগিয়ে যাব, দেশটাও এগিয়ে যাবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুনাক রাজবাড়ীর সভানেত্রী হালিমা আখতার শিরিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ প্রমুখ। এর আগে, রেলমন্ত্রী জিল্লুল হাকিম পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
০৯ ফেব্রুয়ারি, ২০২৪
X