৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু আজ
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সারা দেশে একযোগে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আট বিভাগের ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। এর আগে পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল গত বছরের ২৭ নভেম্বর। গত ৯ জানুয়ারিতে পিএসসির এক বিজ্ঞপ্তিতে ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর লিখিত পরীক্ষার এ পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আটটি বিভাগে পরীক্ষার কেন্দ্র থাকবে। ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য ৫০ থেকে ২০০ নম্বরের ওপর ১ থেকে ৪ ঘণ্টাব্যাপী পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলবে। এর আগে গত বছর ১৯ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে ৬ জুন প্রকাশিত ফলাফলে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার পদে তিন হাজার ৩৩১ জনকে নিয়োগের সুপারিশ করা হবে।
২৩ জানুয়ারি, ২০২৪

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৩ জানুয়ারি
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ৩১ জানুয়ারি পদ-সংশ্লিষ্ট বিষয়ে ২০০ নম্বরে চার ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হবে। গতকাল মঙ্গলবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে সময়সূচিটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রে বিসিএস লিখিত পরীক্ষা হবে। গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল। হরতাল-অবরোধে অস্থিতিশীলতা ও নির্বাচনী তৎপরতার কারণে পরীক্ষা পেছানোর দাবি তোলেন প্রার্থীরা।
১০ জানুয়ারি, ২০২৪

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৩ জানুয়ারি
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর ৩১ জানুয়ারি পদ-সংশ্লিষ্ট বিষয়ের ২০০ নম্বরের চার ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে হরতাল-অবরোধে অস্থিতিশীলতা ও নির্বাচনী তৎপরতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি তোলেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করে পিএসসি। ২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।
০৯ জানুয়ারি, ২০২৪

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা হতে পারে জানুয়ারির শেষে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সবকিছু ঠিক থাকলে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে স্থগিত লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে পিএসসি। শুক্রবার (৫ জানুয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে। সভায় পরীক্ষা আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করার কথা জানায় পিএসসি। এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এ বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। তবে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
০৫ জানুয়ারি, ২০২৪

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
হরতাল-অবরোধসহ উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে একাধিকবার অনুরোধ জানান প্রার্থীরা। কিন্তু তাদের দাবি উপেক্ষা করে গত বৃহস্পতিবার সভা করে পূর্বনির্ধারিত তারিখেই পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। গতকাল শুক্রবার কমিশন নতুন ঘোষণা দিয়ে জানায়, অনিবার্য কারণে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার কথা। গতকাল বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে, গত ১৯ নভেম্বর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও পিএসসির চেয়ারম্যান বরাবর আবেদন করেন পরীক্ষার্থীরা। সেখানে তারা উল্লেখ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ ধ্বংসাত্মক আকার ধারণ করায় পরীক্ষার পরিবেশ নিয়ে তারা শঙ্কিত। ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবেন। এ অবস্থায় টানা পরীক্ষায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।
২৫ নভেম্বর, ২০২৩

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
ঢাকা বিভাগসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। শুক্রবার (২৪ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২৭.১১.২০২৩ থেকে ১১.১২.২০২৩ তারিখ পর্যন্ত ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের সকল লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  এর আগে, ১৯ নভেম্বর (রোববার) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পিএসসির চেয়ারম্যান বরাবর আবেদন করেন পরীক্ষার্থীরা। অর্ধশতাধিক পরীক্ষার্থী স্বাক্ষরিত ওই আবেদনপত্রে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকাসহ সারা দেশে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পিএসসি লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার্থী হিসেবে সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে তপশিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ আরও ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করায় পরীক্ষার পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি পরীক্ষার্থী ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবে। এ অবস্থায় টানা পরীক্ষায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশ ক্যাডারে ৮০, কাস্টমস ক্যাডারে ৫৪ এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানায় পিএসসি।
২৪ নভেম্বর, ২০২৩

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের চিন্তা–ভাবনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে পিএসসির এক সদস্য নামপ্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  এর আগে (১৯ নভেম্বর) রোববার লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পিএসসির চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন পরীক্ষার্থীরা। অর্ধশতাধিক পরীক্ষার্থী স্বাক্ষরিত ওই আবেদনপত্রে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকাসহ সারা দেশে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পিএসসি লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার্থী হিসেবে সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে তপশিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ আরও ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করায় পরীক্ষার পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি পরীক্ষার্থী ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবে। এমতাবস্থায় টানা পরীক্ষায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, গতকাল সভা করে ২৭ নভেম্বর পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। তবে প্রার্থীদের অনেকেই পরীক্ষা পেছানোর দাবি করছেন। পিএসসি এ বিষয়টিও ভাবছে। এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান ভালো বলতে পারবেন।  এ বিষয়ে জানতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।  পিএসসির এ পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষার্থীদের অনেকে পরীক্ষা নিয়ে আপত্তি তুলেছেন। তাদের মধ্যে অনেক প্রার্থী চাইছে পরীক্ষা হোক। সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা চলছে। যতটুকু জেনেছি পরীক্ষা স্থগিত করা হতে পারে। তবে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। চলতি বছরের ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারি ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশ ক্যাডারে ৮০, কাস্টমস ক্যাডারে ৫৪ এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানায় পিএসসি।
২৪ নভেম্বর, ২০২৩

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের চিন্তা–ভাবনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে পিএসসির এক সদস্য নামপ্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  এর আগে (১৯ নভেম্বর) রোববার লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পিএসসির চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন পরীক্ষার্থীরা। অর্ধশতাধিক পরীক্ষার্থী স্বাক্ষরিত ওই আবেদনপত্রে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকাসহ সারা দেশে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পিএসসি লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার্থী হিসেবে সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে তপশিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ আরও ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করায় পরীক্ষার পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি পরীক্ষার্থী ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবে। এ অবস্থায় টানা পরীক্ষায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, গতকাল সভা করে ২৭ নভেম্বর পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। তবে প্রার্থীদের অনেকেই পরীক্ষা পেছানোর দাবি করছেন। পিএসসি এ বিষয়টিও ভাবছে। এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান ভালো বলতে পারবেন।  এ বিষয়ে জানতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।  পিএসসির এ পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষার্থীদের অনেকে পরীক্ষা নিয়ে আপত্তি তুলেছেন। তাদের মধ্যে অনেক প্রার্থী চাইছে পরীক্ষা হোক। সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা চলছে। যতটুকু জেনেছি পরীক্ষা স্থগিত করা হতে পারে। তবে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। চলতি বছরের ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশ ক্যাডারে ৮০, কাস্টমস ক্যাডারে ৫৪ এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানায় পিএসসি।
২৪ নভেম্বর, ২০২৩

২৭ নভেম্বরই শুরু ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বরই শুরু হচ্ছে। ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ পরীক্ষায় অংশ নেবেন ১২ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। হরতাল অবরোধের কারণে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন প্রার্থীরা। তবে সবদিক বিবেচনা করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে আজকে (গতকাল) আমাদের সভা হয়েছে। সভায় ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়েছে। অনেকেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা দিতে চায়। এ ছাড়া সামনে পরিস্থিতি কী হবে তা অনিশ্চিত। তাই কমিশনের সবাই নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরুর বিষয়ে মত দিয়েছেন। গত ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।
২৪ নভেম্বর, ২০২৩

নির্ধারিত সময়েই হচ্ছে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা
নানা অলোচনা-সমালোচনার পরও পেছানো হলো না ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। পূর্বনির্ধারিত সময়েই (আগামী ২৭ নভেম্বর) শুরু হচ্ছে এই পরীক্ষা।  বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। ১১ দিনব্যাপী অনুষ্ঠেয় এই পরীক্ষায় অংশ নেবেন ১২ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী।  জানা গেছে, আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা চলবে ১১ দিন। সাত দিন কম্পোলসারি, আর চার দিন টেকনিক্যাল ক্যাডারদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা ও বিভাগীয় পর্যায়ে এই পরীক্ষায় ১২ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর আগে চলতি বছরের ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশ ক্যাডারে ৮০, কাস্টমস ক্যাডারে ৫৪ এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানায় পিএসসি।
২৩ নভেম্বর, ২০২৩
X